Friday, November 2, 2012

সমাজের গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত প্রশ্ন for PEC Exam

১। সঠিক শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ কর :
ক. প্রত্যেক ধর্মই্ত্তশাশ্বত বাণী প্রচার করে।
খ. রাষ্ট্র আমাদের্ত্তপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত করেছে।
গ. অন্যের মতামতের প্রতি শ্রদ্ধা ও সহনশীলতাকেই্ত্তসহিষ্ণুতা বলে।
ঘ. গণতন্ত্রের অর্থ হচ্ছ্ত্তেশাসন।
ঙ. নেতৃত্ব মানুষের্ত্তগুণ।
উত্তর : ক. শান্তির, খ. মত, গ. পরমত, ঘ. জনগণের, ঙ. মানবীয়

২। নিচের শুদ্ধ উক্তিগুলোর ডান পাশে'শু'এবং অশুদ্ধ উক্তিগুলোর বাম পাশে 'অ' লেখ।

ক. বিদ্যালয়ে আমরা নানা প্রকার মত প্রকাশ করি।
খ. আমরা শ্রেণীতে দলনেতা নির্বাচন করি না।
গ. বাংলাদেশ একটি গণতান্ত্রিক দেশ।
ঘ. যিনি নেতৃত্ব দেন তিনি নেতা নন।
ঙ. জনগণের সেবা করাই নেতার কাজ নয়।
উত্তর: ক. শু, খ. অ, গ. শু, ঘ. অ, ঙ. অ
৩। বাম পাশের কথাগুলোর সাথে ডান পাশের কথাগুলো মিল কর :
উত্তর :
ক. প্রশিক্ষণ ও অনুশীলনের মাধ্যমে
নেতৃত্বের গুণাবলি বিকাশ লাভ করে।
খ. নেতা তাঁর যোগ্যতা ও দক্ষতা দিয়ে একটি কাজ সুষ্ঠুভাবে সমাধা করেন।
গ. আমরা বিদ্যালয়ের সকলের যৌক্তিক মতামতকে গুরুত্ব দেই।
ঘ.আমরা সকলের ঐকমত্যের ভিত্তিতে দলনেতা নির্বাচন করি।
ঙ. সকল ধর্মের মানুষ যার যার ধর্মীয় আচার অনুষ্ঠান পালন করে।
৪.১। সঠিক উত্তরের পাশে টিক (্র) চিহ্ন দাও ঃ
গণতন্ত্রের অর্থ কী ?
ক. পরিবারের শাসন খ. আমলাদের শাসন
গ. কতিপয় ব্যক্তির শাসন ঘ. জনগণের শাসন
৪.২ মতামতের ভিন্নতার কারণে আমাদের মধ্যে কী ধরনের সম্পর্ক গড়ে ওঠে ?
ক. সুসম্পর্ক খ. বন্ধুত্ব
গ. বিভিন্নতা ঘ. ক ও গ দুটিই
৪.৩ নেতা একটি বিশৃঙ্খল সমাজকে কী করতে পারেন?
ক. নষ্ট করতে পারেন
খ. এড়িয়ে চলতে পারেন।
গ. আরো বিশৃঙ্খল করতে পারেন
ঘ. জাগিয়ে তুলতে পারেন।
৪.৪ আদর্শ নেতা হতে হলে কী গুণাবলি থাকা প্রয়োজন ?
ক. সম্পদশালী হতে হবে
খ. উচ্চশিক্ষিত হতে হবে
গ. দায়িত্ববোধ থাকতে হবে
ঘ. স্বজনপ্রীতি করতে হবে।

No comments:

Post a Comment

Composition on Female Education in Bangladesh for Examination

  Female Education in Bangladesh Education is a light to which everybody has the equal right. Education is the backbone of a nation. The ...