Monday, November 12, 2012

বিজ্ঞানে নতুন কাঠামো অনুযায়ী প্রশ্ন for PEC Exam

বিজ্ঞানে নতুন কাঠামো অনুযায়ী ৩নং প্রশ্ন থাকবে শুদ্ধ/অশুদ্ধ নির্ণয়ের ওপর। প্রতিটিতে নম্বর ২, প্রশ্ন থাকবে ৫টি।
অধ্যায়-৬
৮। গ্রীষ্ম ও বর্ষাকালে গ্রামাঞ্চলে সাপের উপদ্রব বাড়ে।
উত্তর: গ্রীষ্ম ও বর্ষাকালে গ্রামাঞ্চলে সাপের উপদ্রব বাড়ে।— শুদ্ধ
৯। ওঝারা বিষ নামাতে পারে।
উত্তর: ওঝারা বিষ নামাতে পারে। — অশুদ্ধ
১০। তড়িতাহত মানে বিদ্যুৎ দ্বারা আহত হওয়া।
উত্তর: তড়িতাহত মানে বিদ্যুৎ দ্বারা আহত হওয়া। — শুদ্ধ
১১। মানুষের দেহ বিদ্যুৎ অপরিবাহী।
উত্তর: মানুষের দেহ বিদ্যুৎ অপরিবাহী। — অশুদ্ধ
১২। ভেজা কাঠ বিদ্যুৎ পরিবাহী।
উত্তর: ভেজা কাঠ বিদ্যুৎ পরিবাহী। — শুদ্ধ
অধ্যায়-৭
১. সব পদার্থই তিনটি ভৌত অবস্থায় থাকতে পারে।
উত্তর: সব পদার্থই তিনটি ভৌত অবস্থায় থাকতে পারে।— শুদ্ধ
২. কঠিন পদার্থের নির্দিষ্ট আকার ও আয়তন নেই।
উত্তর: কঠিন পদার্থের নির্দিষ্ট আকার ও আয়তন নেই। — অশুদ্ধ
৩. পৃথিবীর পৃষ্ঠ থেকে যত ওপরে ওঠা যায়, বস্তুর ওপর পৃথিবীর টান তত কমে যায়।
উত্তর: পৃথিবীর পৃষ্ঠ থেকে যত ওপরে ওঠা যায়, বস্তুর ওপর পৃথিবীর টান তত কমে যায়।— শুদ্ধ
৪. বরফ পানির কঠিন অবস্থা।
উত্তর: বরফ পানির কঠিন অবস্থা।— শুদ্ধ
৫. কঠিন লোহাকে উত্তপ্ত করলে লোহা তরল অবস্থায় পরিণত হয়।
উত্তর: কঠিন লোহাকে উত্তপ্ত করলে লোহা তরল অবস্থায় পরিণত হয়।— শুদ্ধ
৬. বায়ু কোনো পদার্থ নয়।
উত্তর: বায়ু কোনো পদার্থ নয়।— অশুদ্ধ
৭. বরফকে তাপ দিলে সরাসরি বাষ্পে পরিণত হয়।
উত্তর: বরফকে তাপ দিলে সরাসরি বাষ্পে পরিণত হয়।— অশুদ্ধ
৮. পদার্থ যেমন জায়গা দখল করে, তেমনি এর ওজন আছে।
উত্তর: পদার্থ যেমন জায়গা দখল করে, তেমনি এর ওজন আছে।— শুদ্ধ
৯. যে অবস্থায় পদার্থের নির্দিষ্ট আয়তন আছে কিন্তু নির্দিষ্ট আকৃতি নেই, তাকে তরল অবস্থা বলে।
উত্তর: যে অবস্থায় পদার্থের নির্দিষ্ট আয়তন আছে কিন্তু নির্দিষ্ট আকৃতি নেই, তাকে তরল অবস্থা বলে।— শুদ্ধ
১০. প্রতিটি পদার্থের অবস্থা চারটি।
উত্তর: প্রতিটি পদার্থের অবস্থা চারটি।— অশুদ্ধ
১১. তাপ প্রয়োগে পদার্থের অবস্থার পরিবর্তন হয় না।
উত্তর: তাপ প্রয়োগে পদার্থের অবস্থার পরিবর্তন হয় না।— অশুদ্ধ
১২. তাপ দিলে ন্যাপথলিন সরাসরি বাষ্পে পরিণত হয়।
উত্তর: তাপ দিলে ন্যাপথলিন সরাসরি বাষ্পে পরিণত হয়।— শুদ্ধ
১৩. শব্দ কোনো পদার্থ নয়।
উত্তর: শব্দ কোনো পদার্থ নয়।— শুদ্ধ
১৪. অক্সিজেন একটি বায়বীয় বা গ্যাসীয় পদার্থ।
উত্তর: অক্সিজেন একটি বায়বীয় বা গ্যাসীয় পদার্থ।— শুদ্ধ
১৫. বরফ + তাপ = পানি, পানি + তাপ = জলীয় বাষ্প।
উত্তর: বরফ + তাপ = পানি, পানি + তাপ = জলীয় বাষ্প।— শুদ্ধ
অধ্যায়-৮
১. পানি একটি মৌলিক পদার্থ।
উত্তর: পানি একটি মৌলিক পদার্থ।— অশুদ্ধ
২. বর্তমানে আবিষ্কৃত মৌলিক পদার্থের সংখ্যা ১১১টি।
উত্তর: বর্তমানে আবিষ্কৃত মৌলিক পদার্থের সংখ্যা ১১১টি।— শুদ্ধ

No comments:

Post a Comment

Composition on Female Education in Bangladesh for Examination

  Female Education in Bangladesh Education is a light to which everybody has the equal right. Education is the backbone of a nation. The ...