Monday, November 12, 2012

পরিবেশ পরিচিতি সমাজ বিষয়ে নতুন কাঠামো অনুযায়ী ১নং প্রশ্ন

পরিবেশ পরিচিতি সমাজ বিষয়ে নতুন কাঠামো অনুযায়ী ১নং প্রশ্নটি থাকবে ‘সঠিক উত্তরটি উত্তরপত্রে লেখো’। প্রশ্ন থাকবে ১০টি, নম্বর থাকবে ১০।
অধ্যায়-১৮
১১. ১৯৯০ সালে বিশ্বের শিশুদের সম্পর্কে জাতিসংঘে সবচেয়ে গুরুত্বপূর্ণ কী ঘোষণা করা হয়?
(ক) শিশু দিবস (খ) আন্তর্জাতিক শিশুবর্ষ
(গ) শিশু অধিকার সনদ (ঘ) জরুরি শিশু তহবিল
উত্তর: (গ) শিশু অধিকার সনদ
১২. ইউনেস্কোর সদর দপ্তর কোথায়?
(ক) ঢাকায় (খ) প্যারিসে
(গ) ওয়াশিংটনে (ঘ) নিউইর্য়কে
উত্তর: (খ) প্যারিসে
১৩. করপাড়া প্রাথমিক বিদ্যালয়ের পিছিয়ে পড়া শিক্ষার্থীদের জন্য শিক্ষা-উপকরণ, শিক্ষক প্রশিক্ষণ ও অন্যান্য সহযোগিতা করে যাচ্ছে একটি সংস্থা। সংস্থাটির নাম কী?
(ক) ইউনেসকো (খ) ফাও (গ) ইউএনডিপি (ঘ) বিশ্বব্যাংক
উত্তর: (ক) ইউনেসকো
১৪. ইউএনডিপির কাজ কোনটি?
(ক) কারিগরি ক্ষেত্রে সহায়তা
(খ) মা ও শিশুর স্বাস্থ্য ও পুষ্টি
(গ) স্বল্পোন্নত দেশগুলোর সামাজিক ও অর্থনৈতিক উন্নয়ন
(ঘ) বিশ্বের শান্তি ও নিরাপত্তা রক্ষা।
উত্তর: (গ) স্বল্পোন্নত দেশগুলোর সামাজিক ও অর্থনৈতিক উন্নয়ন
১৫. পৃথিবীর অনুন্নত অঞ্চলের অধিবাসীদের স্বাধীনতা দেওয়া ও দেশ শাসনের উপযুক্ত করে গড়ে তোলার দায়িত্ব জাতিসংঘের কোন পরিষদের?
(ক) অর্থনৈতিক ও সামাজিক পরিষদ (খ) অছি পরিষদ (গ) আন্তর্জাতিক আদালত (ঘ) জাতিসংঘ সচিবালয়
উত্তর: (খ) অছি পরিষদ
১৬. যাইমদের গ্রামে বন্যার পর ঘরে ঘরে নানা রোগব্যাধি দেখা দেয়। এতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় শিশু ও মায়ের স্বাস্থ্য। মা ও শিশুর স্বাস্থ্য, পুষ্টি, পরিবার পরিকল্পনা ইত্যাদি নিয়ে কাজ করে কোন সংস্থা?
(ক) বিশ্ব স্বাস্থ্য সংস্থা (খ) ইউএনডিপি (গ) আইএলও (ঘ) ফাও
উত্তর: (ক) বিশ্ব স্বাস্থ্য সংস্থা

No comments:

Post a Comment