বাংলা বিষয়ের নতুন প্রশ্নকাঠামো অনুযায়ী ৯ নং প্রশ্নটি থাকবে সমার্থক শব্দ নিয়ে। প্রশ্নে নম্বর থাকবে ৫।
সমার্থক শব্দের উদাহরণ
অগ্নি: আগুন, বহ্নি, অনল, পাবক, হুতাশন, দাহন।
অঙ্গ: শরীর, দেহ, গা, গাত্র, বপু।
অন্ধকার: আঁধার, তিমির, তমঃ, তমিস্র।
অটল: অবিচল, নিশ্চল, স্থির, স্থাণু।
অপবাদ: কলঙ্ক, কুৎসা, মিথ্যা রটনা, দুর্নাম, বদনাম।
অশ্ব: ঘোড়া, ঘোটক, বাজি, তুরঙ্গ, তুরঙ্গম, তুরগ।
অরণ্য: বন, জঙ্গল, কানন, কান্তার।
আকাশ: অম্বর, ব্যোম, নভ, গগন, অন্তরীক্ষ।
আনন্দ: আমোদ, আহ্লাদ, হর্ষ।
আদর: যত্ন, কদর, সোহাগ।
ইচ্ছা: সাধ, কামনা, বাসনা, আকাঙ্ক্ষা, অভিলাষ।
ঈশ্বর: বিধাতা, জগৎপতি, স্রষ্টা, সৃষ্টিকর্তা।
ঈর্ষা: হিংসা, বিদ্বেষ, দ্বেষ, পরশ্রীকাতরতা।
উদগ্রীব: ব্যগ্র, উৎকণ্ঠিত, শঙ্কিত, চিন্তিত।
ঐতিহ্য: কিংবদন্তি, জনশ্রুতি।
কন্যা: দুহিতা, সূতা, তনয়া, আত্মজা, নন্দিনী, মেয়ে।
কর্ণ: কান, শ্রুতি, শ্রবণ, শ্রবণেন্দ্রিয়।
কূল: তীর, কিনারা, তট, পাড়।
কাদা: কান্না, রোদন, ক্রন্দন।
কপাল: ললাট, ভাল, ভাগ্য, অদৃষ্ট, অলীক।
কিরণ: কর, প্রভা, দীপ্তি, জ্যোতি, আলো।
খবর: সংবাদ, বার্তা, তথ্য, সন্ধান, খোঁজ।
খারাপ: মন্দ, কু, বদ, নিকৃষ্ট, অশ্লীল, রুক্ষ, উগ্র।
গরু: ধেনু, গো, গাভি, পয়স্বিনী।
গৃহ: আলয়, ভবন, নিকেতন, সদন, ঘর।
ঘোড়া: অশ্ব, ঘোটক, বাজি।
চন্দ্র: সুধাকর, বিধু, নিশাকর, চাঁদ, শশী।
চক্ষু: দর্শন, লোচন, নয়ন, নেত্র, অক্ষি, চোখ, আঁখি।
জোর: শক্তি, বল প্রয়োগ, জবরদস্তি।
জোছনা: চন্দ্রিমা, কৌমুদী, চন্দ্রিকা।
জাগ্রত: সজাগ, অতন্দ্র, সচেতন।
দাপট: প্রাবল্য, প্রতাপ, দুর্দান্ত, প্রভাব।
দখল: অধিকার, আয়ত্ত, জ্ঞান।
দয়া: করুণা, কৃপা, অনুগ্রহ, অনুকম্পা।
দেহ: কায়া, কলেবর, গা, গাত্র, তনু।
ধন: বিত্ত, অর্থ, সম্পদ, বৈভব।
ধর্ম: কর্তব্য, পুণ্যকর্ম, হিতকর, সদাচরণ।
ঢেউ: ঊর্মি, তরঙ্গ, বীচি।
নদী: তটিনী, প্রবাহিণী, তরঙ্গিণী, স্রোতস্বিনী।
নর: পুরুষ, ব্যক্তি, মানব।
নারী: ললনা, অঙ্গন, রমণী, কান্তা।
নৈপুণ্য: দক্ষতা, চাতুর্য, কৌশল।
নিজ: আপন, নিজস্ব, স্বীয়, স্বয়ং।
নসিব: অদৃষ্ট, ভাগ্য, কপাল।
সমার্থক শব্দের উদাহরণ
অগ্নি: আগুন, বহ্নি, অনল, পাবক, হুতাশন, দাহন।
অঙ্গ: শরীর, দেহ, গা, গাত্র, বপু।
অন্ধকার: আঁধার, তিমির, তমঃ, তমিস্র।
অটল: অবিচল, নিশ্চল, স্থির, স্থাণু।
অপবাদ: কলঙ্ক, কুৎসা, মিথ্যা রটনা, দুর্নাম, বদনাম।
অশ্ব: ঘোড়া, ঘোটক, বাজি, তুরঙ্গ, তুরঙ্গম, তুরগ।
অরণ্য: বন, জঙ্গল, কানন, কান্তার।
আকাশ: অম্বর, ব্যোম, নভ, গগন, অন্তরীক্ষ।
আনন্দ: আমোদ, আহ্লাদ, হর্ষ।
আদর: যত্ন, কদর, সোহাগ।
ইচ্ছা: সাধ, কামনা, বাসনা, আকাঙ্ক্ষা, অভিলাষ।
ঈশ্বর: বিধাতা, জগৎপতি, স্রষ্টা, সৃষ্টিকর্তা।
ঈর্ষা: হিংসা, বিদ্বেষ, দ্বেষ, পরশ্রীকাতরতা।
উদগ্রীব: ব্যগ্র, উৎকণ্ঠিত, শঙ্কিত, চিন্তিত।
ঐতিহ্য: কিংবদন্তি, জনশ্রুতি।
কন্যা: দুহিতা, সূতা, তনয়া, আত্মজা, নন্দিনী, মেয়ে।
কর্ণ: কান, শ্রুতি, শ্রবণ, শ্রবণেন্দ্রিয়।
কূল: তীর, কিনারা, তট, পাড়।
কাদা: কান্না, রোদন, ক্রন্দন।
কপাল: ললাট, ভাল, ভাগ্য, অদৃষ্ট, অলীক।
কিরণ: কর, প্রভা, দীপ্তি, জ্যোতি, আলো।
খবর: সংবাদ, বার্তা, তথ্য, সন্ধান, খোঁজ।
খারাপ: মন্দ, কু, বদ, নিকৃষ্ট, অশ্লীল, রুক্ষ, উগ্র।
গরু: ধেনু, গো, গাভি, পয়স্বিনী।
গৃহ: আলয়, ভবন, নিকেতন, সদন, ঘর।
ঘোড়া: অশ্ব, ঘোটক, বাজি।
চন্দ্র: সুধাকর, বিধু, নিশাকর, চাঁদ, শশী।
চক্ষু: দর্শন, লোচন, নয়ন, নেত্র, অক্ষি, চোখ, আঁখি।
জোর: শক্তি, বল প্রয়োগ, জবরদস্তি।
জোছনা: চন্দ্রিমা, কৌমুদী, চন্দ্রিকা।
জাগ্রত: সজাগ, অতন্দ্র, সচেতন।
দাপট: প্রাবল্য, প্রতাপ, দুর্দান্ত, প্রভাব।
দখল: অধিকার, আয়ত্ত, জ্ঞান।
দয়া: করুণা, কৃপা, অনুগ্রহ, অনুকম্পা।
দেহ: কায়া, কলেবর, গা, গাত্র, তনু।
ধন: বিত্ত, অর্থ, সম্পদ, বৈভব।
ধর্ম: কর্তব্য, পুণ্যকর্ম, হিতকর, সদাচরণ।
ঢেউ: ঊর্মি, তরঙ্গ, বীচি।
নদী: তটিনী, প্রবাহিণী, তরঙ্গিণী, স্রোতস্বিনী।
নর: পুরুষ, ব্যক্তি, মানব।
নারী: ললনা, অঙ্গন, রমণী, কান্তা।
নৈপুণ্য: দক্ষতা, চাতুর্য, কৌশল।
নিজ: আপন, নিজস্ব, স্বীয়, স্বয়ং।
নসিব: অদৃষ্ট, ভাগ্য, কপাল।
No comments:
Post a Comment