Sunday, November 4, 2012

বাংলাদেশ ও বিশ্বপরিচয় নিয়ে আলোচনা for JSC Exam

১। ১৯৭১ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কে ছিলেন?
ক. অধ্যাপক আজাদ
খ. আবু সাঈদ চৌধুরী
গ. স্যার এফ রহমান
ঘ. মোজাফ্ফর আহমদ
২। ডা. মালিক মন্ত্রিসভার সদস্য সংখ্যা কত ছিল?
ক. ১০ জন খ. ১৫ জন
গ. ২০ জন ঘ. ২৫ জন
৩। মুজিবনগর সরকার কোথায় তাদের প্রথম মিশন স্থাপন করে?
ক. দিল্লি খ. লাহোর
গ. কলকাতা ঘ. লন্ডন
৪। ১৯৭১ সালে কোন
দেশ বাংলাদেশকে সমর্থন করে?
ক. ব্রিটেন খ. চীন
গ. ভারত ঘ. যুক্তরাষ্ট্র
৫। বাহাদুর শাহ পার্কের আগের
নাম কী ছিল?
ক. পল্টন ময়দান খ. আন্টাঘর ময়দান
গ. লালদীঘি ময়দান ঘ. গোপীবাগ
৬। বাংলাদেশি যুবকদের সশস্ত্র প্রশিক্ষণ ভারতে শুরু হয় ১৯৭১ সালের কোন মাসে?
ক. এপ্রিল খ. জুলাই
গ. সেপ্টেম্বর ঘ. নভেম্বর
৭। ১৯৭১ সালে ভারতের প্রধানমন্ত্রী কে ছিলেন?
ক. মহাত্মা গান্ধী খ. ইন্দিরা গান্ধী
গ. রাজীব গান্ধী
ঘ. পণ্ডিত নেহরু
৮। পাকিস্তান বিমানবাহিনী কখন ভারতের বিমান ঘাঁটিতে হামলা করে?
ক. ১ ডিসেম্বর
খ. ২ ডিসেম্বর গ. ৩ ডিসেম্বর
ঘ. ৬ ডিসেম্বর
৯। ভারত কখন বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেয়?
ক. ১ ডিসেম্বর খ. ২ ডিসেম্বর
গ. ৩ ডিসেম্বর ঘ. ৬ ডিসেম্বর
১০। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে কতজন ভারতীয় সেনা সদস্য মৃত্যুবরণ করেন?
ক. ২ হাজার খ. ৬ হাজার
গ. ৮ হাজার ঘ. ৪ হাজার
১১। বাংলাদেশে মুক্তিযুদ্ধ চলাকালে সোভিয়েত ইউনিয়নের প্রেসিডেন্ট কে ছিলেন?
ক. পুতিন খ. স্ট্যালিন
গ. পদগর্নি ঘ. গর্বাচেভ
১২। ১৯৭১ সালের কখন পাকিস্তানের সঙ্গে ভারতের যুদ্ধ শুরু হয়?
ক. ৮ ডিসেম্বর খ. ৪ ডিসেম্বর
গ. ৩ ডিসেম্বর ঘ. ৬ ডিসেম্বর
১৩। কোন বিশ্ব পরাশক্তি মুক্তিযুদ্ধে বাংলাদেশের বিপক্ষে অবস্থান নেয়?
ক. রাশিয়া খ. যুক্তরাষ্ট্র
গ. ভারত ঘ. ইরাক

No comments:

Post a Comment

Composition on Female Education in Bangladesh for Examination

  Female Education in Bangladesh Education is a light to which everybody has the equal right. Education is the backbone of a nation. The ...