Sunday, November 4, 2012

সমাজ

 বিষয়ের ৪৬টি গুরুত্বপূর্ণ ‘শুদ্ধ-অশুদ্ধ’ নিয়ে আলোচনা করব।
১. সকল এলাকার উন্নয়ন কর্মকাণ্ডের ধরন একÑ‘অ’
২. আমরা রাস্তাঘাট অযথা কেটে নষ্ট করব না Ñ ‘শু’
৩. এলাকার উন্নয়নের দায়িত্ব সরকারের একার Ñ ‘অ’
৪. সুস্থ সুন্দর জীবনযাপনের জন্য সুন্দর পরিবেশ প্রয়োজনÑ ‘শু’
৫. আমাদের দেশের নিরাপদ পানির অভাব
রয়েছে Ñ‘শু’
৬. নিজ নিজ এলাকায় রাস্তাঘাট, সাঁকো, সেতু ইত্যাদির যতœ নেবÑ ‘শু’
৭. আমাদের বেঁচে থাকার জন্য গাছপালার তেমন প্রয়োজন নেইÑ ‘অ’
৮. প্রয়োজনীয় গাছপালার অভাবে তাপমাত্রা ঠিক থাকে Ñ ‘অ’
৯. একটি গাছ কাটলে আরেকটি গাছ লাগানোর দরকার নেইÑ ‘অ’
১০. এলাকাবাসী মিলে সামাজিক বনায়ন কর্মসূচি গ্রহণ করতে পারিÑ ‘শু’
১১. আর্সেনিকযুক্ত পানি নিরাপদÑ‘অ’
১২. বিদ্যালয় আমাদের ব্যক্তিগত সম্পদÑ ‘অ’
১৩. সুস্থ জীবনের জন্য আলো বাতাসের প্রয়োজন নেইÑ ‘অ’
১৪. গল্পের বই আমাদের আনন্দ দেয়Ñ ‘শু’
১৫. আমাদের দেশের অধিকাংশ মানুষ গরিবÑ ‘শু’
১৬. যমুনা সেতু ব্যক্তিগত সম্পদÑ ‘অ’
১৭. বিদ্যালয়কে জাতি গঠনের কারখানা বলা হয়Ñ ‘শু’
১৮. বনভূমি পরিবেশের ভারসাম্য রক্ষা করেÑ‘শু’
১৯. প্লাবন জমির উর্বরতা নষ্ট করেÑ ‘অ’
২০. পরিবারে সবাই মিলেমিশে থাকতে হয় নাÑ ‘অ’
২১. কারো মনে কষ্ট দেয়া ভালো কাজÑ ‘অ’
২২. বিদ্যালয়ে সবার সাথে সদাচরণ করা উচিতÑ ‘শু’
২৩. কাব সঙ্ঘের নিজস্ব নিয়মকানুন আছে Ñ ‘শু’
২৪. পরিবার সমাজের প্রাথমিক প্রতিষ্ঠানÑ ‘শু’
২৫. বাড়ির সব ময়লা নির্দিষ্ট জায়গায় ফেলতে
হবেÑ ‘শু’
২৬. শুধু নিজের বাড়ি পরিষ্কার রাখলেই চলবেÑ ‘অ’
২৭. বিদ্যালয় পরিষ্কার পরিচ্ছন্ন ও সুন্দর রাখা সবার দায়িত্ব Ñ ‘শু’
২৮. আমরা সবাই শ্রমজীবী মানুষের সেবা লাভ করি নাÑ ‘অ’
২৯. বাড়ির জিনিসপত্র গুছিয়ে রাখতে হবে Ñ‘শু’
৩০. দেশের উন্নয়নে গার্মেন্টস শিল্পের বিরাট ভূমিকা রয়েছেÑ‘শু’
৩১. সব মানুষ জন্মগতভাবে স্বাধীনÑ ‘শু’
৩২. যৌতুক একটি ভালো সামাজিক প্রথাÑ ‘অ’
৩৩. ব্যক্তি হিসেবে আইনের চোখে সবাই সমানÑ‘শু’
৩৪. প্রত্যেকের শিক্ষার অধিকার নেই Ñ ‘অ’
৩৫. জাতি, ধর্ম, বর্ণ, বয়স লিঙ্গ নির্বিশেষে সবাই মানবাধিকার ভোগ করতে পারেÑ‘শু’
৩৬. বাংলাদেশ জাতিসঙ্ঘের সদস্য দেশ নয়Ñ ‘অ’
৩৭. শিশু শ্রমিকেরা সাধারণত লেখাপড়ার সুযোগ পায়Ñ ‘অ’
৩৮. বাংলাদেশ একটি গণতান্ত্রিক দেশÑ ‘শু’
৩৯. বাংলাদেশে ১৫ বছর বয়স হলে ভোট দেয়া
যায়Ñ ‘অ’
৪০. নাগরিক রাষ্ট্রে স্থায়ীভাবে বসবাস করেÑ  ‘শু’
৪১. বিদেশীর ভোটাধিকার রয়েছেÑ ‘অ’
৪২. ভোটাধিকার একটি পবিত্র আমানতÑ ‘শু’
৪৩. নিয়মিত কর দেয়া আমাদের কর্তব্য Ñ ‘শু’
৪৪. নিজ ধর্ম পালনের অধিকার হচ্ছে রাজনৈতিক অধিকারÑ ‘অ’
৪৫. বাংলাদেশ একটি রফতানি প্রধান দেশÑ ‘অ’
৪৬. সাধারণত মানচিত্রের ওপরের দিক দক্ষিণ দিক নির্দেশ করেÑ ‘অ’

No comments:

Post a Comment

Composition on Female Education in Bangladesh for Examination

  Female Education in Bangladesh Education is a light to which everybody has the equal right. Education is the backbone of a nation. The ...