১। কোনটি সাইটোপ্লাজমের অংশ নয়?
(ক) গলজি বস্তু (খ) মাইটোকন্ড্রিয়া
(গ) নিউকিওলাস (ঘ) কোষগহ্বর
২। রবার্ট হুক কত সালে কোষপ্রাচীর প্রত্যক্ষ করেন?
(ক) ১৬৬৫ (খ) ১৬৫৫ (গ)১৬৪৬ (ঘ) ১৬৭৫
৩। কোনটি উদ্ভিদ কোষের অনন্য বৈশিষ্ট্য?
(ক) মাইটোকন্ড্রিয়া (খ) কোষপ্রাচীর
(গ) গলজি বস্তু (ঘ) নিউকিয়াস
৪। কাইটিন দিয়ে তৈরি কোষপ্রাচীর কোনটির?
(ক) শৈবাল (খ) ছত্রাক
(গ) ব্যাকটেরিয়া (ঘ) সব ক’টির
৫। লিপিড, প্রোটিন ও পলিমার দিয়ে তৈরি কোষপ্রাচীর কার?
(ক) শৈবাল (খ) ব্যাকটেরিয়া
(গ) ছত্রাক (ঘ) সপুষ্পক উদ্ভিদ
৬। মাইক্রোভিলাস কোথায় থাকে?
(ক) প্লাজমামেমব্রেনে (খ) সাইটোপ্লাজমে
(গ) লিউকোপ্লাস্টে (ঘ) কোষপ্রাচীরে
৭। প্রাককেন্দ্রিক কোষে কোন অঙ্গাণুটি থাকে?
(ক) এন্ডোপ্লাজমিক জালিকা (খ) গলজি বস্তু
(গ) রাইবোসোম (ঘ) কোরোপ্লাস্ট
৮। লিউকোপ্লাস্ট কোথায় থাকে?
(ক) মুকুল (খ) মূল (গ) ফুল (ঘ) কাণ্ড
৯। উদ্ভিদ কোষের সঞ্চিত খাদ্য কোনটি?
(ক) শ্বেতসার (খ) গ্লাইকোজেন (গ) লিপিড (ঘ) পানি
১০। কোরোপ্লাস্ট ঝিল্লি কী দিয়ে গঠিত?
(ক) লিপিড ও প্রোটিন (খ) নন-হিস্টোন প্রোটিন
(গ) DNA I RNA (ঘ) নিউকিয়টাইড
১১। কোরোপ্লাস্টের ম্যাটিক্সকে বলেÑ
(ক) স্ট্রোমা (খ) পিউপিল
(গ) সেন্ট্রোসোম (ঘ) লাইসোসোম
১২। কোয়ান্টোসোম কোথায় পাওয়া যায়?
(ক) ফুল (খ) কোরোপ্লাস্ট (গ) কাণ্ড (ঘ) মূল
১৩। মাইটোকন্ড্রিয়ার ঝিল্লি কোনটি দিয়ে গঠিত?
(ক) প্রোটিন (খ) লিপিড
(গ) লাইপোপ্রোটিন (ঘ) পলিমার
১৪। ক্রেবস চক্র, ফ্যাটি অ্যাসিড চক্র, ইলেকট্রন ট্রান্সপোর্ট প্রক্রিয়া কোষের কোথায় ঘটে?
(ক) নিউকিয়াসে (খ) মাইটোকন্ড্রিয়ায়
(গ) প্লাস্টিডে (ঘ) সেন্ট্রোসোমে
১৫। কোষের পাওয়ার হাউজ বলা হয় কাকে?
(ক) মাইটোকন্ড্রিয়াকে (খ) প্লাস্টিডকে
(গ) নিউকিয়াসকে (ঘ) কোনোটিই নয়
১৬। সাধারণত গড়ে কোষে কয়টি মাইটোকন্ড্রিয়া থাকে?
(ক) ৩০০-৪০০টি (খ) ৩০০-৪০০০টি
(গ) ১০-৫০টি (ঘ) ১-২টি
১৭। রাসায়নিকভাবে প্রতিটি ক্রোমোসোম কী দিয়ে গঠিত?
(ক) DNA (L) RNA
(গ) প্রোটিন (ঘ) ওপরের সব ক’টি
১৮। শ্বসনের জন্য প্রয়োজনীয় বিভিন্ন এনজাইম কোথায় সুবিন্যস্ত থাকে?
(ক) রাইবোসোমে (খ) অক্সিসোমে
(গ) কোয়ান্টোসোমে (ঘ) ক্রোমোসোমে
১৯। অক্সিসোমে কত প্রকার কো-এনজাইম থাকে?
(ক) ৭০ (খ) ১৪ (গ) ২৪ (ঘ) ৬০
২০। কোষের কোন অঙ্গাণুটি প্রোটোপ্লাজমের কাঠামো হিসেবে কাজ করে?
(ক) গলজি বস্তু (খ) মাইটোকন্ড্রিয়া
(গ) এন্ডোপ্লাজমিক রেটিকুলাম (ঘ) লাইসোসোম
২১। রাইবোসোমের কাজ কোনটি?
(ক) হরমোন তৈরি (খ) প্রোটিন সংশ্লেষণ
(গ) ফ্যাগোসাইটোসিস (ঘ) সালোকসংশ্লেষণ
২২। গলজি বস্তুর কাজ নয় কোনটি?
(ক) লাইসোসোম তৈরি
(খ) অ-প্রোটিন জাতীয় পদার্থের সংশ্লেষণ
(গ) প্রোটিন সংশ্লেষণ (ঘ) কিছু এনজাইম নির্গমন
২৩। প্রাণী কোষের সঞ্চিত খাদ্য কোনটি?
(ক) শ্বেতসার (খ) গ্লাইকোজেন (গ) লিপিড (ঘ) পানি
২৪। সেন্ট্রোসোম যে তরল পদার্থ দিয়ে গঠিত তাকে কী বলা হয়?
(ক) সেন্ট্রিওল (খ) সেন্ট্রোপ্লাজম
(গ) সেন্ট্রোস্ফিয়ার (ঘ) সেন্ট্রোজল
২৫। সেন্ট্রোসোমের কাজ কোনটি?
(ক) অ-প্রোটিন জাতীয় পদার্থের সংশ্লেষণ
(খ) কোষবিভাজনে সাহায্য
(গ) অক্সিডেটিভ ফসফোরাইলেশন
(ঘ) নিউকিয়াসের জৈবিক কাজে সাহায্য
২৬। যে পাতলা পর্দা কোষগহ্বরকে বেষ্টন করে থাকে তাকে কী বলে?
(ক) নিউকিওপ্লাজম (খ) টনোপ্লাস্ট
(গ) এক্টোপ্লাজম (ঘ) এন্ডোপ্লাজম
২৭। কোষের কোন অঙ্গাণু কোষরস ধারণ করে?
(ক) সেন্ট্রোসোম (খ) প্লাস্টিড
(গ) নিউকিয়াস (ঘ) কোষগহ্বর
২৮। কোষের ভেতর ও বাইরে তরল পদার্থের যাতায়াত নিয়ন্ত্রণ করে কোনটি?
(ক) সাইটোপ্লাজম (খ) কোষপ্রাচীর
(গ) নিউকিয়াস (ঘ) গলজি বস্তু
২৯। কোন বিজ্ঞানী অর্কিড পাতার কোষে নিউকিয়াস আবিষ্কার করেন?
(ক) রবার্ট ডারউইন (খ) ডেভিড প্রেইন
(গ) রবার্ট হুক (ঘ) রবার্ট ব্রাউন
৩০। কখন নিউকিয়াস আবিষ্কৃত হয়?
(ক) ১৮৬৫ সালে (খ) ১৯৮৯ সালে
(গ) ১৮৩১ সালে (ঘ) ১৬৬৫ সালে
৩১। বংশগতির বৈশিষ্ট্যের ধারক ও বাহক কোনটি?
(ক) কোষপ্রাচীর (খ) সাইটোপ্লাজম
(গ) কোরোপ্লাস্ট (ঘ) ক্রোমোসোম
৩২। অক্সিসোম কোথায় থাকে?
(ক) প্লাস্টিড (খ) গ্রানাম
(গ) রাইবোসোম (ঘ) মাইটোকন্ড্রিয়ায়
৩৩। কোষস্থ জড় বস্তু কী কী?
(ক) সঞ্চিত খাদ্য (খ) নিঃসৃত পদার্থ
(গ) বর্জ্য পদার্থ (ঘ) ওপরের সব ক’টি
৩৪. প্লাজমা মেমব্রেনের কাজ কী?
ক. খাদ্য সঞ্চয় করা
খ. লিপিড ও প্রোটিনের অন্তবাহক হিসেবে কাজ করা
গ. পদার্থের বিনিময় নিয়ন্ত্রণ করা
ঘ. বিভাজনে সাহায্য করা
৩৫. সাইটোপ্লাজমে অবস্থিত ুদ্রাঙ্গগুলোর মধ্যে সর্বাপেক্ষা বৃহৎ কোনটি?
ক. মাইটোকন্ড্রিয়া, খ. প্লাস্টিড
গ. রাইবোসোম ঘ. নিউকিয়াস
৩৬. প্লাস্টিড থাকে না কোনটিতে?
ক. প্রাণিকোষ খ. ছত্রাক
গ. ব্যাকটেরিয়া ঘ. সবগুলো
৩৭. উচ্চ শ্রেণীর উদ্ভিদকোষে কোরোপ্লাস্টের আকার সাধারণত কিরূপ হয়?
ক. সর্পিলাকার খ. লেন্সাকার
গ. জালিকাকার ঘ. অর্ধ-চক্রাকার
৩৮. কোষের কোন অঙ্গটি ফ্যাগোসাইটোসিস? আক্রমণকারী জীবাণু ভক্ষণ প্রক্রিয়ায় রোগ জীবাণু ভক্ষণ বা ধ্বংস করতে পারে?
ক. রাইবোসোম খ. লাইসোসোম
গ. গলজি বস্তু ঘ. মাইটোকন্ড্রিয়া
৩৯. লিউকোপ্লাস্ট উদ্ভিদের কোন অঙ্গে অবস্থান করে?
ক. ফুলে খ. কাণ্ডে গ. মূলে ঘ. শাখায়
৪০. নিউকিয়াস সম্পর্কে যথার্থ উক্তি হলো, এটিÑ
i. কোষের কেন্দ্রে অবস্থান করে
ii. কোষ বিভাজন নিয়ন্ত্রণ করে
iii. ক্রোমোসোম ধারণ করে
নিচের কোনটি সঠিক?
ক. i খ. ii গ. i ও ii ঘ. ii ও iii
ওপরের চিত্রটি লক্ষ করো এবং ৪১ ও ৪২ নম্বর প্রশ্নের উত্তর দাও।
৪১. C চিহ্নিত অংশটিতে কোনটি পাওয়া যায়?
ক. সেন্ট্রোসোম খ. অক্সিসোম
গ. কোয়ান্টোসোম ঘ. ক্রোমোসোম
৪২. A চিহ্নিত অঙ্গানুটি জীবকে কিভাবে বাঁচিয়ে রাখতে সহায়তা করে?
i. খাদ্য তৈরি করে ii. শ্বসন ক্রিয়া সম্পন্ন করে
iii. অভিস্রবণ ঘটিয়ে
নিচের কোনটি সঠিক?
ক. i খ. ii গ. i ও ii ঘ. i, ii ও iii
উত্তর : ১.গ ২.ক ৩.খ ৪.খ ৫.খ ৬.ক ৭.গ ৮.খ ৯.ক ১০.ক ১১.ক ১২.খ ১৩.গ ১৪.খ ১৫.ক ১৬.ক ১৭.ঘ ১৮.খ ১৯.খ ২০.গ ২১.খ ২২.গ ২৩.খ ২৪.গ ২৫.খ ২৬.খ ২৭.ঘ ২৮.খ ২৯.ঘ ৩০.গ ৩১.ঘ ৩২.ঘ ৩৩.ঘ ৩৪. গ ৩৫. খ ৩৬. ঘ ৩৭. খ ৩৮. খ ৩৯. গ ৪০. ঘ ৪১. খ ৪২. ক।
(ক) গলজি বস্তু (খ) মাইটোকন্ড্রিয়া
(গ) নিউকিওলাস (ঘ) কোষগহ্বর
২। রবার্ট হুক কত সালে কোষপ্রাচীর প্রত্যক্ষ করেন?
(ক) ১৬৬৫ (খ) ১৬৫৫ (গ)১৬৪৬ (ঘ) ১৬৭৫
৩। কোনটি উদ্ভিদ কোষের অনন্য বৈশিষ্ট্য?
(ক) মাইটোকন্ড্রিয়া (খ) কোষপ্রাচীর
(গ) গলজি বস্তু (ঘ) নিউকিয়াস
৪। কাইটিন দিয়ে তৈরি কোষপ্রাচীর কোনটির?
(ক) শৈবাল (খ) ছত্রাক
(গ) ব্যাকটেরিয়া (ঘ) সব ক’টির
৫। লিপিড, প্রোটিন ও পলিমার দিয়ে তৈরি কোষপ্রাচীর কার?
(ক) শৈবাল (খ) ব্যাকটেরিয়া
(গ) ছত্রাক (ঘ) সপুষ্পক উদ্ভিদ
৬। মাইক্রোভিলাস কোথায় থাকে?
(ক) প্লাজমামেমব্রেনে (খ) সাইটোপ্লাজমে
(গ) লিউকোপ্লাস্টে (ঘ) কোষপ্রাচীরে
৭। প্রাককেন্দ্রিক কোষে কোন অঙ্গাণুটি থাকে?
(ক) এন্ডোপ্লাজমিক জালিকা (খ) গলজি বস্তু
(গ) রাইবোসোম (ঘ) কোরোপ্লাস্ট
৮। লিউকোপ্লাস্ট কোথায় থাকে?
(ক) মুকুল (খ) মূল (গ) ফুল (ঘ) কাণ্ড
৯। উদ্ভিদ কোষের সঞ্চিত খাদ্য কোনটি?
(ক) শ্বেতসার (খ) গ্লাইকোজেন (গ) লিপিড (ঘ) পানি
১০। কোরোপ্লাস্ট ঝিল্লি কী দিয়ে গঠিত?
(ক) লিপিড ও প্রোটিন (খ) নন-হিস্টোন প্রোটিন
(গ) DNA I RNA (ঘ) নিউকিয়টাইড
১১। কোরোপ্লাস্টের ম্যাটিক্সকে বলেÑ
(ক) স্ট্রোমা (খ) পিউপিল
(গ) সেন্ট্রোসোম (ঘ) লাইসোসোম
১২। কোয়ান্টোসোম কোথায় পাওয়া যায়?
(ক) ফুল (খ) কোরোপ্লাস্ট (গ) কাণ্ড (ঘ) মূল
১৩। মাইটোকন্ড্রিয়ার ঝিল্লি কোনটি দিয়ে গঠিত?
(ক) প্রোটিন (খ) লিপিড
(গ) লাইপোপ্রোটিন (ঘ) পলিমার
১৪। ক্রেবস চক্র, ফ্যাটি অ্যাসিড চক্র, ইলেকট্রন ট্রান্সপোর্ট প্রক্রিয়া কোষের কোথায় ঘটে?
(ক) নিউকিয়াসে (খ) মাইটোকন্ড্রিয়ায়
(গ) প্লাস্টিডে (ঘ) সেন্ট্রোসোমে
১৫। কোষের পাওয়ার হাউজ বলা হয় কাকে?
(ক) মাইটোকন্ড্রিয়াকে (খ) প্লাস্টিডকে
(গ) নিউকিয়াসকে (ঘ) কোনোটিই নয়
১৬। সাধারণত গড়ে কোষে কয়টি মাইটোকন্ড্রিয়া থাকে?
(ক) ৩০০-৪০০টি (খ) ৩০০-৪০০০টি
(গ) ১০-৫০টি (ঘ) ১-২টি
১৭। রাসায়নিকভাবে প্রতিটি ক্রোমোসোম কী দিয়ে গঠিত?
(ক) DNA (L) RNA
(গ) প্রোটিন (ঘ) ওপরের সব ক’টি
১৮। শ্বসনের জন্য প্রয়োজনীয় বিভিন্ন এনজাইম কোথায় সুবিন্যস্ত থাকে?
(ক) রাইবোসোমে (খ) অক্সিসোমে
(গ) কোয়ান্টোসোমে (ঘ) ক্রোমোসোমে
১৯। অক্সিসোমে কত প্রকার কো-এনজাইম থাকে?
(ক) ৭০ (খ) ১৪ (গ) ২৪ (ঘ) ৬০
২০। কোষের কোন অঙ্গাণুটি প্রোটোপ্লাজমের কাঠামো হিসেবে কাজ করে?
(ক) গলজি বস্তু (খ) মাইটোকন্ড্রিয়া
(গ) এন্ডোপ্লাজমিক রেটিকুলাম (ঘ) লাইসোসোম
২১। রাইবোসোমের কাজ কোনটি?
(ক) হরমোন তৈরি (খ) প্রোটিন সংশ্লেষণ
(গ) ফ্যাগোসাইটোসিস (ঘ) সালোকসংশ্লেষণ
২২। গলজি বস্তুর কাজ নয় কোনটি?
(ক) লাইসোসোম তৈরি
(খ) অ-প্রোটিন জাতীয় পদার্থের সংশ্লেষণ
(গ) প্রোটিন সংশ্লেষণ (ঘ) কিছু এনজাইম নির্গমন
২৩। প্রাণী কোষের সঞ্চিত খাদ্য কোনটি?
(ক) শ্বেতসার (খ) গ্লাইকোজেন (গ) লিপিড (ঘ) পানি
২৪। সেন্ট্রোসোম যে তরল পদার্থ দিয়ে গঠিত তাকে কী বলা হয়?
(ক) সেন্ট্রিওল (খ) সেন্ট্রোপ্লাজম
(গ) সেন্ট্রোস্ফিয়ার (ঘ) সেন্ট্রোজল
২৫। সেন্ট্রোসোমের কাজ কোনটি?
(ক) অ-প্রোটিন জাতীয় পদার্থের সংশ্লেষণ
(খ) কোষবিভাজনে সাহায্য
(গ) অক্সিডেটিভ ফসফোরাইলেশন
(ঘ) নিউকিয়াসের জৈবিক কাজে সাহায্য
২৬। যে পাতলা পর্দা কোষগহ্বরকে বেষ্টন করে থাকে তাকে কী বলে?
(ক) নিউকিওপ্লাজম (খ) টনোপ্লাস্ট
(গ) এক্টোপ্লাজম (ঘ) এন্ডোপ্লাজম
২৭। কোষের কোন অঙ্গাণু কোষরস ধারণ করে?
(ক) সেন্ট্রোসোম (খ) প্লাস্টিড
(গ) নিউকিয়াস (ঘ) কোষগহ্বর
২৮। কোষের ভেতর ও বাইরে তরল পদার্থের যাতায়াত নিয়ন্ত্রণ করে কোনটি?
(ক) সাইটোপ্লাজম (খ) কোষপ্রাচীর
(গ) নিউকিয়াস (ঘ) গলজি বস্তু
২৯। কোন বিজ্ঞানী অর্কিড পাতার কোষে নিউকিয়াস আবিষ্কার করেন?
(ক) রবার্ট ডারউইন (খ) ডেভিড প্রেইন
(গ) রবার্ট হুক (ঘ) রবার্ট ব্রাউন
৩০। কখন নিউকিয়াস আবিষ্কৃত হয়?
(ক) ১৮৬৫ সালে (খ) ১৯৮৯ সালে
(গ) ১৮৩১ সালে (ঘ) ১৬৬৫ সালে
৩১। বংশগতির বৈশিষ্ট্যের ধারক ও বাহক কোনটি?
(ক) কোষপ্রাচীর (খ) সাইটোপ্লাজম
(গ) কোরোপ্লাস্ট (ঘ) ক্রোমোসোম
৩২। অক্সিসোম কোথায় থাকে?
(ক) প্লাস্টিড (খ) গ্রানাম
(গ) রাইবোসোম (ঘ) মাইটোকন্ড্রিয়ায়
৩৩। কোষস্থ জড় বস্তু কী কী?
(ক) সঞ্চিত খাদ্য (খ) নিঃসৃত পদার্থ
(গ) বর্জ্য পদার্থ (ঘ) ওপরের সব ক’টি
৩৪. প্লাজমা মেমব্রেনের কাজ কী?
ক. খাদ্য সঞ্চয় করা
খ. লিপিড ও প্রোটিনের অন্তবাহক হিসেবে কাজ করা
গ. পদার্থের বিনিময় নিয়ন্ত্রণ করা
ঘ. বিভাজনে সাহায্য করা
৩৫. সাইটোপ্লাজমে অবস্থিত ুদ্রাঙ্গগুলোর মধ্যে সর্বাপেক্ষা বৃহৎ কোনটি?
ক. মাইটোকন্ড্রিয়া, খ. প্লাস্টিড
গ. রাইবোসোম ঘ. নিউকিয়াস
৩৬. প্লাস্টিড থাকে না কোনটিতে?
ক. প্রাণিকোষ খ. ছত্রাক
গ. ব্যাকটেরিয়া ঘ. সবগুলো
৩৭. উচ্চ শ্রেণীর উদ্ভিদকোষে কোরোপ্লাস্টের আকার সাধারণত কিরূপ হয়?
ক. সর্পিলাকার খ. লেন্সাকার
গ. জালিকাকার ঘ. অর্ধ-চক্রাকার
৩৮. কোষের কোন অঙ্গটি ফ্যাগোসাইটোসিস? আক্রমণকারী জীবাণু ভক্ষণ প্রক্রিয়ায় রোগ জীবাণু ভক্ষণ বা ধ্বংস করতে পারে?
ক. রাইবোসোম খ. লাইসোসোম
গ. গলজি বস্তু ঘ. মাইটোকন্ড্রিয়া
৩৯. লিউকোপ্লাস্ট উদ্ভিদের কোন অঙ্গে অবস্থান করে?
ক. ফুলে খ. কাণ্ডে গ. মূলে ঘ. শাখায়
৪০. নিউকিয়াস সম্পর্কে যথার্থ উক্তি হলো, এটিÑ
i. কোষের কেন্দ্রে অবস্থান করে
ii. কোষ বিভাজন নিয়ন্ত্রণ করে
iii. ক্রোমোসোম ধারণ করে
নিচের কোনটি সঠিক?
ক. i খ. ii গ. i ও ii ঘ. ii ও iii
ওপরের চিত্রটি লক্ষ করো এবং ৪১ ও ৪২ নম্বর প্রশ্নের উত্তর দাও।
৪১. C চিহ্নিত অংশটিতে কোনটি পাওয়া যায়?
ক. সেন্ট্রোসোম খ. অক্সিসোম
গ. কোয়ান্টোসোম ঘ. ক্রোমোসোম
৪২. A চিহ্নিত অঙ্গানুটি জীবকে কিভাবে বাঁচিয়ে রাখতে সহায়তা করে?
i. খাদ্য তৈরি করে ii. শ্বসন ক্রিয়া সম্পন্ন করে
iii. অভিস্রবণ ঘটিয়ে
নিচের কোনটি সঠিক?
ক. i খ. ii গ. i ও ii ঘ. i, ii ও iii
উত্তর : ১.গ ২.ক ৩.খ ৪.খ ৫.খ ৬.ক ৭.গ ৮.খ ৯.ক ১০.ক ১১.ক ১২.খ ১৩.গ ১৪.খ ১৫.ক ১৬.ক ১৭.ঘ ১৮.খ ১৯.খ ২০.গ ২১.খ ২২.গ ২৩.খ ২৪.গ ২৫.খ ২৬.খ ২৭.ঘ ২৮.খ ২৯.ঘ ৩০.গ ৩১.ঘ ৩২.ঘ ৩৩.ঘ ৩৪. গ ৩৫. খ ৩৬. ঘ ৩৭. খ ৩৮. খ ৩৯. গ ৪০. ঘ ৪১. খ ৪২. ক।
No comments:
Post a Comment