Monday, November 12, 2012

এসএসসি পরীক্ষার প্রস্তুতি : বাংলা দ্বিতীয় পত্রের বহুনির্বাচনী প্রশ্ন

১. মানুষের কণ্ঠ নিঃসৃত বাক সঙ্কেতের সংগঠনকে কী বলে?
ক) বাক্য খ) ভাষা গ) পদ ঘ) ধ্বনি
২. ভাষার পার্থক্য ও পরিবর্তন ঘটে কী ভেদে?
ক) দেশ খ) কাল গ) পরিবেশ ঘ) সবগুলো
৩. ভাষাভাষী জনসংখ্যার দিক থেকে বাংলা পৃথিবীর কোন স্থানীয় ভাষা?
ক)  প্রথম খ) দ্বিতীয়
গ) তৃতীয় ঘ) চতুর্থ
৪. সাধুরীতির পদ বিন্যাস কোনটি?
ক) সুনিয়ন্ত্রিত খ) সুনির্দিষ্ট
গ) এলোমেলো ঘ) ক ও খ
৫. ভাষাকে রূপদান করতে কিসের সাহায্য নিতে হয়?
ক) বাগধারার খ) অঙ্গপ্রত্যঙ্গের
গ) বাগযন্ত্রের ঘ) চু ও কর্ণের
৬. চলিত রীতির বৈশিষ্ট্য কোনটি?
ক) তৎসম শব্দ বহুলতা
খ) তদ্ভব শব্দ বহুলতা
গ) গুরুগম্ভীর  ঘ) কোনোটিই নয়
৭. বাংলা ভাষা ও সাহিত্যের প্রাচীন নিদর্শন কোনটি?
ক) মহাভারত  খ) রামায়ণ
গ) চর্যাপদ       ঘ) ক ও খ
৮. ভাষার মূল উপাদান কোনটি?
ক) ধ্বনি খ) শব্দ গ) বাক্য ঘ) অর্থ
৯. বর্তমানে পৃথিবীতে কত সংখ্যক লোকের ভাষা বাংলা?
ক) ২৩ কোটি  খ) ২৪ কোটি
গ) ২৫ কোটি   ঘ) ২৬ কোটি
১০. বাংলা গদ্য কোন যুগের ভাষার নিদর্শন?
ক) প্রাচীন যুগ     খ) মধ্যযুগ
গ) আধুনিক যুগ  ঘ) কোনোটিই নয়
১১. ভাষার কোন রূপ ব্যাকরণ অনুসরণ করে চলে?
ক) সাধু খ) চলিত
গ) আঞ্চলিক ঘ) সবগুলো
১২. হস্ত, চর্মকারÑ এগুলো কী শব্দ?
ক) তদ্ভব খ) তৎসম গ) দেশী ঘ) বিদেশী
১৩. ‘কুড়ি’ কোন ভাষা থেকে আগত?
ক) দেশী খ) ইংরেজি গ) বিদেশী ঘ) কোল
১৪. বাংলায় ব্যবহৃত ফরাসি শব্দকে কয় ভাগে ভাগ করা যায়?
ক) ৩ ভাগে  খ) ৪ ভাগে
গ) ৫ ভাগে  ঘ) ৬ ভাগে
১৫. কোনটি পর্তুগিজ শব্দ?
ক) আনারস খ) পাউরুটি
গ) পাদ্রি        ঘ) সবগুলো
১৬. বাংলাদেশের আদিম অধিবাসী কারা?
ক) আর্য খ) অনার্য
গ) কোল ঘ) মুণ্ডা ও কোল
১৭. কোনটি মিশ্র শব্দ?
ক) হেড-মৌলভী খ) হেড স্যার
গ) স্কুল মাস্টার    ঘ) সবগুলো
১৮. বিদেশী শব্দের ভাবানুবাদমূলক প্রতিশব্দকে বলে?
ক) মিশ্রশব্দ             খ) প্রতিশব্দ
গ) পারিভাষিক শব্দ ঘ) কোনোটিই নয়
১৯. কোন ইংরেজি শব্দগুলো কিছুটা পরিবর্তিত হয়েছে?
ক) আফিম খ) অফিস
গ) বাক্স      ঘ) সবগুলো
২০. সাধু ও চলিত ভাষার মিশ্রণের ফলে কোন দোষে দুষ্ট হয়?
ক) মিশ্রদোষ  খ) গুরুচণ্ডালী
গ) ক ও খ      ঘ) কোনোটিই নয়
২১. প্রাচীনকালের নিদর্শন কোনটি?
ক) চর্যাপদ খ) মনসামঙ্গল
গ) শ্রীকান্ত ঘ) বেহুলা
২২. পৃথিবীর সব ভাষারই কী আছে?
ক) উপভাষা খ) মাতৃভাষা
গ) সাধুরীতি ঘ) চলিতরীতি
২৩. মানুষ মনের সূক্ষ্মাতিসূক্ষ্ম ভাব প্রকাশ করে কোনটির মাধ্যমে?
ক) কণ্ঠধ্বনির মাধ্যমে খ) ভাষার মাধ্যমে
গ) বাগযন্ত্রের মাধ্যমে
ঘ) জিহ্বার সাহায্যে
২৪. বিভিন্ন ুদ্র ুদ্র অঞ্চলের মানুষ নিজ নিজ ভাষায় কথা বলে তাকে কী বলে?
ক) আঞ্চলিক ভাষা খ) উপভাষা
গ) ক ও খ উভয়ই   ঘ) কোনোটিই নয়
২৫. কোন ভাষা থেকে বাংলা ভাষার জন্ম হয়েছে?
ক) পালি খ) হিন্দি
গ) উড়িষ্যা ঘ) বঙ্গকামরূপী
উত্তর : ১. খ, ২. ঘ, ৩. ঘ, ৪. ঘ, ৫. গ,
৬. খ, ৭. গ, ৮. ক, ৯. খ, ১০.গ,
১১. ক, ১২. ক, ১৩. ঘ, ১৪. ক, ১৫. ঘ, ১৬. ঘ, ১৭. ক, ১৮. গ, ১৯. ঘ, ২০. খ, ২১. ক, ২২. ক, ২৩. ক, ২৪. গ,
২৫. ঘ।

No comments:

Post a Comment

Composition on Female Education in Bangladesh for Examination

  Female Education in Bangladesh Education is a light to which everybody has the equal right. Education is the backbone of a nation. The ...