Sunday, November 11, 2012

পরিবেশ পরিচিতি সমাজ

পরিবেশ পরিচিতি সমাজশূন্যস্থান


১. নানা কারণে রাষ্ট্রে রাষ্ট্রে যুদ্ধ হয়।

২. বর্তমানে জাতিসংঘের সদস্য সংখ্যা ১৯৩টি।

৩. ১৯৪৮ সালের ৭ এপ্রিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা আনুষ্ঠানিকভাবে জন্ম লাভ করে।

৪. ইউরোপ ও এশিয়া মহাদেশ একত্রে ইউরেশিয়া নামে পরিচিত।

৫. কেনিয়ার অফিসিয়াল ভাষা সোয়াহিলি ও ইংরেজি।

৬. মনিপুরীদের অধিকাংশ বৈষ্ণব ধর্মের অনুসারী।

৭. ১৯৭৫ সালের সোনারগাঁয়ে লোকশিল্প জাদুঘর প্রতিষ্ঠিত হয়।

৮. পরিবেশ দূষণ একটি জাতীয় সমস্যা।

৯. ১৯০৬ সালে প্রতিষ্ঠিত হয় মুসলিম লীগ।

১০. ১৮৩১ সালে তিতুমীর শহীদ হন।

১১. ভগলপুর থেকে বেগম রোকেয়া স্কুলটি কলকাতায় স্থান্তান্তর করেন।

১২. বাংলা ১২৭২ সনে দুর্ভিক্ষ হয়।

১৩. ১৯৩২ সালের ৯ ডিসেম্বর বেগম রোকেয়া মৃত্যুবরণ করেন।

১৪. খাসি সমাজ মাতৃপ্রধান।

১৫. ফ্রান্সের মানুষকে খাদ্যরসিক বলা হয়।

১৬. ডেনমার্ক ইউরোপ মহাদেশের দেশ।

১৭. জাতিসংঘ ১৯৭৯ সালকে আন্তর্জাতিক শিশুবর্ষ হিসেবে ঘোষণা করে।

১৮. বাসস্থান মানুষের একটি অন্যতম মৌলিক চাহিদা।

১৯. বাংলাদেশের মোট জনসংখ্যার অর্ধেক হল নারী।

২০. বাংলাদেশের সবচেয়ে প্রাচীন ও বড় নগরের ধ্বংসাবশেষ মহাস্থানগড়।পরিবেশ পরিচিতি বিজ্ঞান


আজ বিজ্ঞান বিষয়ের কিছু গুরুত্বপূর্ণ শুদ্ধ/অশুদ্ধ নিয়ে আলোচনা করা হলো।

১. অসংখ্যা জ্যোতিষ্কমণ্ডলী নিয়ে নীহারিকা গঠিত। (অশুদ্ধ)

২. মহাকাশে মাঝে মাঝে এক প্রকার জ্যোতিষ্কের আবির্ভাব ঘটে। (শুদ্ধ)

৩. মাইক্রোপ্রসেসের প্রক্রিয়া করা তথ্যের ফলাফল মনিটরে দেখানো হয়। (শুদ্ধ)

৪. উল্কা পিণ্ডের আঘাতে মাটিতে অনেক বড় বড় গর্ত সৃষ্টি হয়। (শুদ্ধ)

৫. ডায়নামোতে একটি স্থির চুম্বকের দুই মেরুর মাঝখানে তার পেঁচানো একটি কুণ্ডলী ঘুরে। (শুদ্ধ)

৬. ফসফরিক এসিডে ডুবানো তামা ও দস্তার পাতযুক্ত করে বিদ্যুৎ কোষ তৈরি করা হয়। (অশুদ্ধ)

৭. বিদ্যুৎ এক প্রকার তাপ। (অশুদ্ধ)

৮. বস্তু গতিশীল অবস্থায় স্থিতিশক্তি লাভ করে। (অশুদ্ধ)

৯. নাক থেকে পানি পড়লে তা নরম কাপড় দিয়ে মুছে দিতে হবে। (শুদ্ধ)

১০. গুঁটি বসন্তের মতো মারাত্মক না হলেও জলবসন্ত আরামদায়ক। (অশুদ্ধ)

No comments:

Post a Comment