Sunday, November 11, 2012

উত্তরপত্র সুন্দর ও সঠিকভাবে উপস্থাপন করবে

আগামী ২১ নভেম্বর থেকে শুরু হচ্ছে তোমাদের সমাপনী পরীক্ষা। তাই পরীক্ষা সামনে রেখে আজ তোমাদের জন্য প্রয়োজনীয় কিছু পরামর্শ



১. স্বাস্থ্যের ব্যাপারে সচেতন থাকবে যেন পরীক্ষার সময় অসুস্থ হয়ে না পড়


২. পরীক্ষার আগের রাতে কোনোভাবেই বেশি রাত পর্যন্ত জাগবে না।

৩. সকল প্রকার দুশ্চিন্তামুক্ত থাকার চেষ্টা করবে। এতে পরীক্ষা ভালো হবে।

৪. পরীক্ষা কেন্দ্রের ঠিকানা ও কোন কক্ষে সিট পড়েছে তা পরীক্ষার আগের দিন জেনে নেবে।

৫. পরীক্ষা আরম্ভ হওয়ার এক ঘণ্টা আগে পরীক্ষা কেন্দ্রের উদ্দেশে রওনা দেবে।

৬. কেন্দ্রে যাওয়ার সময় প্রবেশপত্র, একাধিক কালো কালির কলম, পেন্সিল, রাবার, স্কেল ইত্যাদি ছোট একটি ব্যাগে করে নিয়ে যাবে।

৭. পরীক্ষার প্রবেশপত্রের ২-৩টি ফটোকপি করে রাখবে। যাতে মূলটি হারিয়ে গেলে সেগুলো কাজে লাগাতে পার।

৮. পরীক্ষার কেন্দ্রে ঢোকে হইচই না করে চুপচাপ নিজ আসনে বসে থাকবে।

৯. কেন্দ্রে কোনো সমস্যায় পড়লে দায়িত্বরত শিক্ষকদের সহায়তা নেবে।

১০. কেন্দ্রে কোনোভাবেই নার্ভাস হবে না। এতে সব প্রশ্নের উত্তরদান সহজ হয়ে যায়। প্রয়োজন শুধু প্রশ্নোত্তরগুলো উত্তরপত্রে সঠিকভাবে উপস্থাপন করা।

১১.উত্তরপত্রের নির্ধারিত জায়গায় নাম, রোল নম্বর, পরীক্ষার কেন্দ্রের নাম, স্বাক্ষর, তারিখ সঠিকভাবে লিখবে।

১২. উত্তরপত্রের নির্দেশ মোতাবেক স্কেল ও রয়েল ব্লু সাইন পেন দিয়ে খাতার উপরে ও বামে এক স্কেল পরিমাণ জায়গা রেখে অবশ্যই মার্জিন দেবে।

১৩. প্রশ্নপত্র পাওয়ার পর প্রশ্নটি প্রথম থেকে শেষ পর্যন্ত ২-৩ বার মনোযোগসহকারে পড়ে নিবে। যেসব প্রশ্নের উত্তর সবচেয়ে ভালো পার সেগুলোর উত্তর আগে লিখবে।

১৪. তোমরা জানো, 'হাতের লেখা সুন্দর হলে পরীক্ষায় অধিক নম্বর পাওয়া যায়'। তাই লেখা সুন্দর করার চেষ্টা করবে। পরীক্ষার খাতায় অতিরিক্ত লেখালেখি, কাটাকাটি ও ঘষামাজা করবে না। খেয়াল রাখবে যেন বানান ভুল না হয়। ভুল হলে এক টানে কেটে দেবে।

১৫. পরীক্ষার কেন্দ্রে দায়িত্বরত শিক্ষক ব্যতীত অন্য কারও সঙ্গে কথা বলা থেকে বিরত থাকবে।

১৬. খেয়াল রাখবে যেন কোনো প্রশ্নের উত্তর দেওয়া বাদ না যায়।

১৭. বিজ্ঞান বিষয়ের ক্ষেত্রে অবশ্যই প্রয়োজনীয় চিত্র (প্রশ্নে উল্লেখ না থাকলেও) দিতে হবে। বাংলার ক্ষেত্রে কবি বা লেখকের নাম, তাদের জন্মতারিখ ও মৃত্যু তারিখ ঠিক আছে কি না মিলিয়ে দেখবে।

১৮. উত্তরপত্রে বিরাম চিহ্নসমূহ যেমন দাড়ি, কমা, সেমিকোলন, প্রশ্নবোধক চিহ্ন ইত্যাদি সঠিকভাবে বসাবে।

১৯. প্রশ্নের মান অনুযায়ী উত্তর দেওয়ার চেষ্টা করবে।

২০. উত্তর লেখার সময় একটি প্যারা শেষ হলে অন্য প্যারা শুরুর আগে আধা ইঞ্চি পরিমাণ ফাঁক দিয়ে লেখা শুরু করবে।

২১. প্রতিটি বিষয়ের পরীক্ষার সময় মাত্র দুই ঘণ্টা। এর মধ্যেই তোমাকে সব প্রশ্নের উত্তর সুন্দরভাবে সম্পন্ন করতে হবে। তাই সময়ের ব্যাপারেও সচেতন থাকতে হবে।

২২. অতিরিক্ত কাগজ নিলে প্রতিটি অতিরিক্ত কাগজের উপরে ডানদিকে ধারাবাহিকভাবে অতিরিক্ত খাতার নম্বর যেমন ১, ২, ৩ ... উল্লেখ করবে।

২৩. প্রতিটি প্রশ্নের নম্বর সঠিকভাবে লিখে তার নিচে জিগজ্যাগ স্কেলের সাহায্যে রয়েল ব্লু সাইন পেন দিয়ে আন্ডারলাইন দেবে।

২৪. খাতা জমা দেওয়ার আগে তা ভালো করে রিভিশন দেবে। তাছাড়া প্রশ্নের নম্বর ঠিকভাবে লেখা হয়েছে কি না, প্রশ্নের চাহিদা মোতাবেক উত্তর লেখা হয়েছে কি না ইত্যাদি বিষয়ে খেয়াল রাখবে।

উপরন্তু বলতে চাই, তোমাদের পরীক্ষার আর বেশি দিন বাকি নেই। তাই এ কয়েকটি দিন প্রতিটি বিষয় বারবার রিভিশন দেওয়ার চেষ্টা করবে এবং যা পড়বে তা স্মরণ রাখার চেষ্টা করবে। পরিশেষে, তোমাদের সবার সুস্থতা ও ভালো ফলাফল কামনা করি।

No comments:

Post a Comment

Composition on Female Education in Bangladesh for Examination

  Female Education in Bangladesh Education is a light to which everybody has the equal right. Education is the backbone of a nation. The ...