Sunday, November 11, 2012

এসএসসি পরীক্ষার প্রস্তুতি বাংলা প্রথমপত্র

প্রবন্ধ: বই পড়া (বহুনির্বাচনি)
১। প্রমথ চৌধুরী কত সালে জন্মগ্রহণ করেন?
(ক) ১৮৪৮ সালে                  (খ) ১৮৫৮ সালে
(গ) ১৮৬৮ সালে                   (ঘ) ১৮৭৮ সালে
২। প্রমথ চৌধুরী কত তারিখে মৃত্যুবরণ করেন?
(ক) ১ সেপ্টেম্বর, ১৯৪৬ সাল  
(খ) ২ সেপ্টেম্বর, ১৯৪৬ সাল  
(গ) ৩ সেপ্টেম্বর, ১৯৪৬ সাল  
(ঘ) ৪ সেপ্টেম্বর, ১৯৪৬ সাল
৩। প্রমথ চৌধুরীর জন্ম কোন জেলায় ?
(ক) যশোরে                             (খ) মেদেনীপুর
(গ) বর্ধমানে                           (ঘ) চব্বিশ পরগণা   
৪। প্রমথ চৌধুরীর পৈতৃক নিবাস কোথায়?
(ক) পশ্চিমবঙ্গের চব্বিশ পরগণা জেলার পায়রা গ্রামে
(খ) পাবনা জেলার হরিপুর গ্রামে
(গ) হুগলী জেলার দেবানন্দপুর গ্রামে
(ঘ) মাগুরা জেলার পারনান্দুয়ালী গ্রামে
৫। প্রমথ চৌধুরী কোন বিশ্ববিদ্যালয় থেকে এম.এ. (বাংলা) পাশ  করেন?
(ক) ঢাকা বিশ্ববিদ্যালয়          
(খ) কলকাতা বিশ্ববিদ্যালয়
(গ) আলীগড় বিশ্ববিদ্যালয়      
(ঘ) রাজশাহী বিশ্ববিদ্যালয়
৬। প্রমথ চৌধুরীর ছদ্মনাম কী?
(ক) ভানুসিংহ                     (খ) বীরবল
 (গ) কাব্য সুধাকর                (ঘ) সাহিত্যের সম্রাট
৭। ‘বীরবলের হালখাতা’- গল্পটি কার লেখা?
(ক) প্রমথ চৌধুরী          (খ) মীর মশাররফ হোসেন
(গ) ইসমাইল হোসেন সিরাজী  
(ঘ) অন্নদা শঙ্কর রায়
৮। ‘সবুজ পত্র’- কার সম্পাদিত পত্রিকা?
(ক) কাজী নজরুল ইসলাম          (খ) প্রমথ চৌধুরী
(গ) শরত্চন্দ্র চট্টোপাধ্যায়           (ঘ) দীন বন্ধু মিত্র
৯। ‘বই পড়া’ প্রবন্ধটি লেখকের কোন গ্রন্থ থেকে নির্বাচন করা হয়েছে?
(ক) গল্প সংগ্রহ                      (খ) রায়তের কথা
(গ) প্রবন্ধ সংগ্রহ                      (ঘ) বীরবলের হালখাতা
১০। ‘বই পড়া’ প্রবন্ধটি কোথায় পঠিত হয়েছিল?
(ক) একটি লাইব্রেরির বার্ষিক সভায়
(খ) একটি সাংস্কৃতিক অনুষ্ঠানে
(গ) একটি আলোচনা সভায়
(ঘ) একটি জনসভায়
১১। ‘বই পড়া’ কোন ধরনের রচনা?
(ক) প্রবন্ধ                                      (খ) উপন্যাস
(গ) ছোট গল্প                                    (ঘ) গল্প
১২। ‘বই পড়া’ প্রবন্ধের মূল বক্তব্য কী?
(ক) আমাদের দেশের মূল শিক্ষা পদ্ধতির ব্যাখ্যা
(খ) জ্ঞানার্জনের জন্য উপদেশ
(গ) সাহিত্য চর্চার প্রতি জাতির গুরুত্বারোপ
(ঘ) বই কেনার প্রতি উদ্বুদ্ধ করা
১৩। ‘বই পড়া’ প্রবন্ধের লেখকের মতে নীতির চর্চা কোথায় হওয়া উচিত?
(ক) গুহায়                             (খ) লাইব্রেরিতে
(গ) ঘরে                               (ঘ) শিক্ষা প্রতিষ্ঠানে
১৪। ‘বই পড়া’ প্রবন্ধে লেখক কাদেরকে অলস বলেছেন?
(ক) যারা স্বেচ্ছায় বই পড়ে না       
(খ) যারা স্বেচ্ছায় বই পড়ে
(গ) যারা লেখা পড়ায় উত্সাহী নয়   
(ঘ) যারা কর্ম বিমুখ
১৫। ‘বই পড়া’ প্রবন্ধে সেকালে কারা ফ্রান্সকে রক্ষা করেছিল?
(ক) যারা পরীক্ষায় ভাল করেছিল 
(খ) যারা পরীক্ষায় ভাল করে নি
(গ) যারা প্রচুর জ্ঞান অর্জন করেছে
(ঘ) যারা জীবন বাজি রেখেছে
১৬। নীতির চর্চা ও দর্শনের চর্চা কোথায় হয়?
(ক) স্কুলে                            (খ) লাইব্রেরিতে
(গ) আদালতে                       (ঘ) ঘরে ও গুহায়
১৭। শিক্ষার সর্বপ্রধান অঙ্গ কোনটি?
(ক) খবরের কাগজ পড়া  (খ) লাইব্রেরি গড়ে তোলা
(গ) সাহিত্যচর্চা                                 (ঘ) অনুশীলন
১৮। মানুষের সর্বশ্রেষ্ঠ শখ কোনটি?
(ক) বই পড়া                          (খ) সাহিত্য রচনা
(গ) সাহিত্যচর্চা                                (ঘ) জ্ঞানচর্চা
১৯। যে জাতি যত নিরানন্দ সে জাতি তত কী?
(ক) দুর্বল                                         (খ) নিষপ্রাণ
(গ) অবহেলিত                         (ঘ) নির্জীব
২০। কীসের সম্পর্কে মানুষের মনপ্রাণ সজীব, সতেজ ও সজাগ হয়?
(ক) বই পড়া                                     (খ) আনন্দ
(গ) ভালোবাসা                                   (ঘ) ভ্রমণ করা
২১। আমাদের শিক্ষার বর্তমান অবস্থায় মনের হাসপাতাল কোনটি?
(ক) গুরুগৃহ                                      (খ) স্কুল
(গ) লাইব্রেরি                           (ঘ) ফুলের বাগান
২২। আমাদের দেশের স্কুল-কলেজের শিক্ষা পদ্ধতি কেমন?
(ক) ত্রুটিপূর্ণ                                       (খ) আধুনিক
(গ) অবৈজ্ঞানিক                                  (ঘ) উল্টো
২৩। মনোরাজ্যের ঐশ্বর্যের সন্ধান দিতে পারেন কে?
(ক) লেখক  (খ) শিক্ষক     (গ) বন্ধু        (ঘ) কবি
২৪। শিক্ষকের স্বার্থকতা কোথায়?
(ক) মনোযোগী করে তোলায়
(খ) শিক্ষা অর্জনে ছাত্রকে সক্ষম করায়                                            
(গ) শিক্ষার্থীকে বিদ্যালয়ে যেতে অভ্যস্ত করায়
(ঘ) শিক্ষাদান করায়
২৫। শিষ্যকে বিদ্যার সাধনা কী করে করতে হয়?
(ক) নোট করে দিয়ে    (খ) নিজে অর্জন করতে হয়
(গ) নিজে ব্যয় করতে হয়              
(ঘ) নিজে চেষ্টা করতে হয়
উত্তর: ১। গ ২। খ ৩। ক ৪। খ ৫। খ ৬। খ ৭। ক ৮। খ ৯। গ ১০। ক ১১। ক ১২। গ ১৩। গ ১৪। খ ১৫। খ ১৬। ঘ ১৭। গ ১৮।ক ১৯। ঘ ২০। খ ২১। গ ২২। ঘ ২৩। খ ২৪। খ ২৫। খ

No comments:

Post a Comment

Composition on Female Education in Bangladesh for Examination

  Female Education in Bangladesh Education is a light to which everybody has the equal right. Education is the backbone of a nation. The ...