Saturday, November 10, 2012

নবম-দশম শ্রেণির পড়াশোনা বাংলা- দ্বিতীয় পত্র

নবম-দশম শ্রেণির পড়াশোনা
বাংলা- দ্বিতীয় পত্র
নমুনা প্রশ্ন : ৩
১. অধিকরণ কারক কয় প্রকার?
ক) দুই খ) তিন
গ) চার গ) ছয়
২. প্রবন্ধের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ নয় কোনটি?
ক) আবেগের প্রাধান্য খ) চিন্তার প্রাধান্য
গ) তথ্যের প্রাধান্য ঘ) তত্ত্বের প্রাধান্য
৩. একই নিয়মের বাইরের সন্ধি কোনটি?
ক) অভ্যুত্থান খ) অত্যুচ্চ
গ) অতীত ঘ) অভ্যুদয়
৪. অনুবাদ কিসের সহায়ক?
ক) জ্ঞানচর্চার খ) সাহিত্যচর্চার
গ) অন্য ভাষাপ্রীতির ঘ) বিদেশি সাহিত্যপ্রীতির
৫. প্রবন্ধের বিষয়বস্তু সাধারণ কয় প্রকার?
ক) দু’প্রকার খ) তিন প্রকার
গ) চার প্রকার ঘ) ছয় প্রকার
৬. বাক্যস্থিত ক্রিয়াপদের সাথে কোন পদের সম্পর্ককে কারক বলে?
ক) নাম পদের খ) অব্যয় পদের
গ) বিশেষণ পদের ঘ) ক্রিয়া বিশেষণ পদের
৭. খাঁটি বাংলা উপসর্গযোগে গঠিত শব্দ কোনটি?
ক) পরাজয় খ) প্রভাতে
গ) নিবারণ ঘ) ভরপেট
৮. বাংলা চলিত রীতিতে কোন শব্দের ব্যবহার বেশি?
ক) তৎসম খ) তদ্ভব
গ) অর্ধ-তৎসম ঘ) বিদেশী
৯। ভাব সম্প্রসারণের ভাষা কেমন হওয়া উচিত?
ক) সহজ ও প্রাঞ্জল খ) গুরুগম্ভীর
গ) তৎসম শব্দবহুল গ) দুর্বোধ্য ও জটিল
১০. যোগাযোগের প্রধান মাধ্যম কী?
ক) পত্র খ) টেলিফোন
গ) রেডিও গ) টেলিভিশন
১১. বমন করিবার ইচ্ছাÑবাক্যটির সংকুচিত রূপ কোনটি?
ক) বিবক্ষ খ) বিবমিষা
গ) বিদক্ষা ঘ) বমনেচ্ছা
১২. ‘অশ্ব’ শব্দটি কোন শব্দ?
ক) পারিভাষিক শব্দ খ) যৌগিক শব্দ
গ) তৎসম শব্দ ঘ) তদ্ভব শব্দ
১৩. ধাতুরূপ ব্যাকরণের কোন অংশের আলোচ্য বিষয়?
ক) বাক্যতত্ত্বের খ) ভাষাতত্ত্বের
গ) ধ্বনিতত্ত্বের ঘ) রূপতত্ত্বের
১৪. ঘড় ভরৎব পধহ নঁৎহ রিঃযড়ঁঃ ধরৎ -বাংলায় সঠিক অনুবাদ কোনটি?
ক) আগুন জ্বালাতে বাতাসের প্রয়োজন
খ) বাতাস ছাড়া আগুন নিভে না
গ) বাতাস ছাড়া আগুন জ্বলতে পারে না
ঘ) বাতাস ছাড়া আগুন জ্বলে না
১৫. ‘তুফান’ শব্দটি কোন ভাষা থেকে গৃহীত?
ক) ফারসি খ) আরবি
গ) উর্দু ঘ) তুর্কি
১৬। ‘কারক’ ব্যাকরণের কোন অংশের আলোচন্য বিষয়?
ক) ধ্বনিতত্ত্বের খ) রূপতত্ত্বের
গ) বাক্যতত্ত্বের গ) অর্থতত্ত্বের
১৭। বাংলা সাহিত্যে চলিত রীতির প্রবর্তক কে?
ক) প্যারীচাঁদ মিত্র খ) প্রমথ চৌধুরী
গ) রবীন্দ্রনাথ ঠাকুর গ) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
১৮। ‘নরাধম’-এর সন্ধি বিচ্ছেদ কোননি?
ক) নর+অধম খ) নরঃ+অধম
গ) নরা+অধম ঘ) নরাধ+আম
১৯। ‘সম্রাজ্ঞী’ কোন নিয়মে সাধিত স্ত্রীবাচক শব্দ?
ক) বিশেষ নিয়মে খ) স-ধর্ম যোগে
গ) সাধারণ নিয়মে ঘ) নিত্য স্ত্রীবাচক
২০। ‘পরিপূর্ণ’ শব্দটিতে ‘পরি’ উপসর্গ কী অর্থে ব্যবহৃত হয়েছে?
ক) শেষ অর্থে খ) সম্যকরূপে
গ) বিশেষরূপে ঘ) চতুর্দিক
২১। ‘মহিমা’ শব্দটির সঠিক প্রকৃতি ও প্রত্যয় কোনটি?
ক) মহৎ+ইমন খ) মহি+ইমা
গ) মহিম+আ ঘ) মহা+ইমা
২২। ‘মহাযাত্রা’Ñ কোন জাতীয় শব্দ?
ক) যৌগিক খ) রূপ
গ) যোগরূঢ় ঘ) মৌলিক
২৩। গায়ক=গৈ+অক অর্থ গান করে যে, কোন শব্দের উদাহরণ?
ক) যোগরূঢ় শব্দের খ) বিদেশি শব্দের
গ) যৌগিক শব্দের ঘ) রূঢ়ি শব্দের
২৪। ‘পিঙ্গল’ বিশেষটির পর অধিক ব্যবহৃত বিশেষ্য কোনটি?
ক) আকাশ খ) কাপড়
গ) মানুষ গ) জটা
২৫। দ্বিকর্মক ক্রিয়ার বস্তুবাচক কর্মপদটির নাম কী?
ক) মুখ্য খ) ণিজন্ত
গ) গৌণ ঘ) প্রযোজক
২৬। “সর্বাঙ্গে ব্যথা ওষুধ দিব কোথা?”Ñনিম্নরেখ শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
ক) অধিকরণে ৭মী
ক) অপাদানে ৭মী
গ) কর্তৃকারকে ৭মী
ঘ) অপাদানে ৭মী
২৭। ‘চোরটা সহজেই ‘লম্বা’ দিয়েছে শব্দটির অর্থÑ
ক) ধরা দিয়েছে খ) সটান হয়ে শুয়ে পড়েছে
গ) পালিয়ে গেছে ঘ) চুরি করেছে
২৮। নিচের কোন বাগধারাটি দ্বারা ‘পার্থক্য’ অর্থ বোঝায়?
ক) ইতর-বিশেষ খ) আকাশ-পাতাল
গ) রুই-কাতলা গ) আকাশ-কুসুম
২৯। ইধহমষধফবংয ধিহঃং ংড়সব রফবধষ নড়ুং-বাক্যটির সঠিক বঙ্গানুবাদ কোনটি?
ক) বাংলাদেশের বালকেরা অলস
খ) বাংলাদেশ কর্মঠ লোকের আবাসস্থল
গ) বাংলাদেশ কিছু সোনার ছেলে চায়
ঘ) বাংলাদেশে কিছু আদর্শ বালক আছে
৩০. পত্রের প্রারম্ভে প্রাপকের প্রতি কেমন সম্ভাষণ হওয়া উচিত?
ক) প্রেরক-প্রাপকের সম্পর্ক অনুুসারে
খ) স্নেহপূর্ণ
গ) সম্মানসূচক
ঘ) সাধারণ

উত্তর : ১.খ ২.ক ৩.গ ৪.ক ৫.খ ৬.ক ৭. ঘ ৮.খ ৯.ক ১০. ক ১১.খ ১২. গ ১৩. ঘ ১৪.ঘ ১৫.ক ১৬.খ ১৭.খ ১৮.ক ১৯.ক ২০.খ ২১.ক ২২.ক ২৩.গ ২৪.ক ২৫.ক ২৬.ক ২৭.গ ২৮.খ ২৯.গ ৩০.ক

No comments:

Post a Comment

Composition on Female Education in Bangladesh for Examination

  Female Education in Bangladesh Education is a light to which everybody has the equal right. Education is the backbone of a nation. The ...