Saturday, November 10, 2012

প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার শিক্ষার্থীদের লেখাপড়া : গণিত

‘গণিত’ বিষয়ে নতুন প্রশ্ন কাঠামো অনুযায়ী ১ নং প্রশ্নটি থাকবে যোগ্যতাভিত্তিক বহুনির্বাচনী প্রশ্ন। ১ নং প্রশ্নে এরূপ ১০টি প্রশ্ন থাকবে। প্রতিটি প্রশ্নে নম্বর থাকবে ১। এতে প্রতিটি প্রশ্নের চারটি উত্তর দেয়া থাকবে। কিন্তু প্রশ্নের সঠিক উত্তরটি তোমাদের উত্তরপত্রে লিখতে হবে। এই প্রশ্নের উত্তর অনুশীলনের জন্য তোমাদের  গণিত বিষয় থেকে নির্বাচিত আরো ৩৫টি বহুনির্বাচনী নমুনা প্রশ্ন ও উত্তর দেয়া হলো :
সঠিক উত্তরটি উত্তরপত্রে লিখ :
৮। ৮ ডজন খাতার দাম ২৪০০ টাকা হলে ১টির দাম হবেÑ
(ক) ৯৬ টাকা (খ) ২৫ টাকা (গ) ২৯ টাকা (ঘ) ২৪ টাকা
উত্তর : (খ) ২৫ টাকা।
৯। ৩৮ হালি আমের দাম ১২১৬ টাকা হলে ১টির দামÑ
(ক) ১২ টাকা (খ) ১৬ টাকা  (গ) ৮ টাকা (ঘ) ৭ টাকা
উত্তর : (গ) ৮ টাকা।
১০। ১টি পেনসিলের দাম ৩ টাকা হলে ৬টির দামÑ (ক) ২ টাকা (খ) ৯ টাকা (গ) ১৮ টাকা (ঘ)  ১২ টাকা  উত্তর : (গ) ১৮ টাকা।
১১। ১টি খাতার দাম ৫ টাকা হলে ১০টি খাতার দামÑ
(ক) ১৫ টাকা (খ) ৫০ টাকা (গ) ২ টাকা(ঘ) ২০ টাকা
উত্তর : (খ) ৫০ টাকা।
১২। ৬টি পেনসিলের দাম ১২ টাকা হলে ১টির দামÑ (ক) ৭২ টাকা(খ) ৩ টাকা (গ) ২ টাকা (ঘ)২৪ টাকা
উত্তর : (গ) ২ টাকা।
১৩। ৫টি আমের দাম ৩৫ টাকা হলে ১টির দামÑ
(ক) ৭ টাকা (খ) ১৭৫ টাকা
(গ) ১৫ টাকা (ঘ) ৩ টাকা
উত্তর : (ক) ৭ টাকা।
১৪। ৪টি খাতার দাম ২৪ টাকা হলে ১টি খাতার দামÑ (ক) কম হবে (খ) সমান হবে
(গ) বেশি হবে(ঘ) দ্বিগুণ হবে।
উত্তর : (ক) কম হবে।
১৫। ১টি খাতার দাম ৮ টাকা হলে, ৪টির দাম নির্ণয় করতে হবে ৮ আর ৪Ñ
(ক) যোগ করে (খ) গুণ করে
(গ) ভাগ করে (ঘ) বিয়োগ করে।
উত্তর : (খ) গুণ করে।
১৬। ১ জোড়া কবুতরের দাম ১০০ টাকা হলে ৩ জোড়ার দাম নির্ণয় করতে হবে ১০০ আর ৩Ñ
(ক) গুণ করে (খ) ভাগ করে
(গ) যোগ করে (ঘ) বিয়োগ করে।
উত্তর : (ক) গুণ করে।
১৭। ৮টি পেনসিলের দাম ২৪ টাকা হলে ১টির দাম নির্ণয় করতে হবে ২৪-কে ৮ দিয়েÑ
(ক)গুণ করে (খ) যোগ করে
(গ) বিয়োগ করে (ঘ) ভাগ করে।
উত্তর : (ঘ) ভাগ করে।
১৮। ৬টি খাতার দাম ২৪ টাকা হলে ১টি খাতার দামÑ (ক) কম হবে (খ) সমান হবে
(গ) বেশি(ঘ) দ্বিগুণ হবে।
উত্তর : (ক) কম হবে।
১৯। ৫টি পেনসিলের দাম ২০ টাকা হলে ১টি পেনসিলের দামÑ
(ক) ১৫ টাকা(খ) ৪ টাকা
(গ)২৫ টাকা (ঘ) ১২ টাকা। উত্তর : (খ) ৪ টাকা।
২০। ১টি খাতার দাম ৮ টাকা হলে, ৮টির দাম হবেÑ
(ক) ১ টাকা (খ) ১৬ টাকা
(গ) ৬৪ টাকা (ঘ) ২০ টাকা
উত্তর : (গ) ৬৪ টাকা।
২১। ৮টি পেনসিলের দাম ২৪ টাকা হলে ৪টির দাম হবেÑ
(ক) ১২ টাকা (খ) ৩২ টাকা
(গ) ১৬ টাকা(ঘ) ২৮ টাকা
উত্তর : (ক) ১২ টাকা।
২২। ১ ডজন ডিমের দাম ৪৮ টাকা হলে ৬টির দাম হবেÑ
(ক) ২৪ টাকা (খ) ৪২ টাকা
(গ)৭২ টাকা (ঘ) ৬৪ টাকা
উত্তর : (ক) ২৪ টাকা।
২৩। ১০, ১১, ১২, ১৩, ১৪ সংখ্যাগুলোর গড় নির্ণয় করতে হলে প্রথমে সংখ্যাগুলোÑ
(ক) গুণ করতে হবে (খ) যোগ করতে হবে
(গ) যোগ ও বিয়োগ করতে হবে (ঘ) ভাগ করতে হবে।
উত্তর : (খ) যোগ করতে হবে।
২৪। ৭টি সংখ্যার যোগফলকে ৭ দিয়ে ভাগ করলে পাওয়া যায় সংখ্যাগুলোরÑ
(ক) সমষ্টি (খ) গড় (গ) যোগফল (ঘ) গুণফল।
উত্তর : (খ) গড়।
২৫। ৮টি সংখ্যার গড় ৭ হলে, সংখ্যাগুলোর সমষ্টি হবেÑ
(ক) ১৫ (খ) ১৮ (গ) ৫৬ (ঘ) ৬৬।  উত্তর : (গ) ৫৬
২৬। সংখ্যা প্রতীকÑ
(ক) ১১টি(খ) ৮টি (গ) ৯টি (ঘ) ১০টি
উত্তর : (ঘ) ১০টি।
২৭। প্রক্রিয়া প্রতীকÑ
(ক) ৪টি (খ) ৫টি (গ) ৬টি(ঘ) ৭টি উত্তর : (ক) ৪টি।
২৮। সম্পর্ক প্রতীকÑ
(ক) ৪টি (খ) ৫টি (গ) ৬টি (ঘ) ১০টি
উত্তর : (গ) ৬টি।
২৯। বন্ধনী প্রতীকÑ
(ক)২টি (খ) ৩টি (গ) ৪টি(ঘ) ৫টি
উত্তর : (খ) ৩টি
৩০। কোনটি বন্ধনী চিহ্ন? (ক)- (খ) () (গ) > (ঘ)+
উত্তর :  (খ) ()
৩১। কোনটি সম্পর্কযুক্ত চিহ্ন?
(ক){}(খ) = (গ) + (ঘ) 
উত্তর :  (খ) =
৩২। কোনটি প্রক্রিয়া চিহ্ন?
(ক) ´ (খ) [] (গ) > (ঘ)০
উত্তর : (ক) ´
৩৩। কোনটি সংখ্যা প্রতীক?
(ক) গু(খ) = (গ) () (ঘ) ৯
উত্তর : (ঘ) ৯
৩৪। যেকোনো সংখ্যার ১টি গুণনীয়কÑ
(ক) ২(খ) ১(গ) ৩(ঘ) ৫
উত্তর : (খ) ১
৩৫। একাধিক সংখ্যার কোনো সাধারণ মৌলিক গুণনীয়ক না থাকলে তাদের গ.সা.গু হবেÑ
(ক)  ১(খ) ২(গ) ৩ (ঘ) ৫ উত্তর : (ক) ১
৩৬। ২৪৭ ও ৪৪২-এর গ.সা.গু হচ্ছে ভাগ প্রক্রিয়ার সর্বশেষ পর্যায়েরÑ
(ক) ভাগফল(খ) ভাজক (গ) ভাগশেষ (ঘ) ভাজ্য।
উত্তর : (খ) ভাজক।
৩৭। ২৪, ৩০ ও ৭৭-এর গ.সা.গু হচ্ছেÑ
(ক) ৪(খ) ৩ (গ)২ (ঘ) ১
উত্তর : (ঘ) ১
৩৮। ১৮, ২৪, ও ৩০-এর ল.সা.গুÑ
(ক) ৫৬০(খ) ৪৬০ (গ) ৩৬০ (ঘ)  ৩০৬
উত্তর : (গ) ৩৬০
৩৯। ১৬ ও ৩২-এর একটি সাধারণ উৎপাদকÑ
(ক) ২ (খ) ৩ (গ) ৫ (ঘ) ৬ উত্তর : (ক) ২
৪০। ৩৩ ও ৪৪-এর একটি সাধারণ গুণনীয়কÑ
(ক) ৭ (খ) ৩ (গ) ৪ (ঘ) ১১ উত্তর : (ঘ) ১১
৪১। ৩৫ ভগ্নাংশটির হর হচ্ছেÑ
(ক) ৩ (খ)৫ (গ)১৫ (ঘ) ৮ উত্তর : (খ) ৫
৪২। ৩৩৪ একটিÑ
(ক) প্রকৃত ভগ্নাংশ (খ) অপ্রকৃত ভগ্নাংশ
(গ) মিশ্র ভগ্নাংশ (ঘ)  সমতুল ভগ্নাংশ।
উত্তর : (গ) মিশ্র ভগ্নাংশ।

No comments:

Post a Comment

Composition on Female Education in Bangladesh for Examination

  Female Education in Bangladesh Education is a light to which everybody has the equal right. Education is the backbone of a nation. The ...