Saturday, November 10, 2012

প্রাথমিক সমাপনী পরীক্ষা-২০১২ পরিবেশ পরিচিতি সমাজ

নমুনা প্রশ্ন : ১

১। সঠিক উত্তরটি উত্তরপত্রে লিখ: ১Í১০=১০

(ক) বাংলাদেশের প্রধান বৈদেশিক মুদ্রা অর্জনকারী শিল্প কোনটি?
চা শিল্প/ পোশাক শিল্প/ কুটির শিল্প/ পাট শিল্প
খ) গণতান্ত্রিক মনোভাব বলতে কী বুঝ?
একজনের মতামতের ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহণ/ দুইজনের মতামতের ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহণ/ শিক্ষিতজনের মতামতের ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহণ/ অধিকাংশের মতামতের ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহণ।
গ) মানচিত্রের উপরের অংশকে ধরা হয়Ñ
পূর্ব/পশ্চিম/উত্তর/দক্ষিণ।
ঘ) বিশ্ব পরিবেশ দিবস কোনটি?
৭জুন/ ৬জুন/ ৫জুন/ ৮জুন।
ঙ) কত সালে সিরাজউদ্দৌলা ইংরেজদের হাতে পরাজিত হয়? ১৫৫৭ সালে/ ১৮২০ সালে/ ১৯১৮ সালে/ ১৭৫৭ সালে।
চ) আফ্রিকার বিখ্যাত পর্যটক ‘ইবনে বতুতা’ কার রাজত্বকালে সোনারগাঁওয়ে আসেন?
শামসউদ্দিন ইলিয়াশ শাহ/ ফখরুদ্দিন মুবারক শাহ/ সিকান্দার শাহ/ গিয়াসউদ্দিন আজম শাহ।
ছ) ১৯৪৫ সালের ১৬ই অক্টোবর গঠিত হয়Ñবিশ্বব্যাংক/ খাদ্য ও কৃষি সংস্থা/ বিশ্ব স্বাস্থ্য সংস্থা ইউএনডিপি।
জ) গারোদের অত্যন্ত প্রিয় খাবার কোনটি?
খরগোশের মাংস/ গরুর মাংস/ মহিষের মাংস/ খাসীর মাংস।
ঞ) রকফোর্ট পনির যে দেশের খাবারÑ
ডেনমার্ক/ জার্মানি/ ফ্রান্স/ যুক্তরাজ্য

২। সঠিক শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করে বাক্যটি উত্তরপত্রে লিখ: ২Í৫=১০

ক) জাতিসংঘের বর্তমান মহাসচিবÑ,
খ) নারী ও শিশু পাচার Ñ বিরোধী,
গ) বাংলাদেশের প্রতি Ñ জনের জন্য একজন যোগ্যতাসম্পন্ন ডাক্তার রয়েছেন।
ঘ) ঈশ্বরচন্দ্র খুবইÑ ছিলেন।
ঙ) পাল রাজা ধর্মপালÑ মহাবিহার প্রতিষ্ঠা করেন।

৩। নিচের উক্তিগুলো উত্তরপত্রে লিখে শুদ্ধ হলে “শু” এবং অশুদ্ধ হলে “অশু” লিখ: ২Í৫=১০

ক) প্রত্যেক ধর্মই শান্তির শাশ্বত বাণী প্রচার করে।
খ) বাংলাদেশে ১৫ বছর বয়স হলে ভোট দেওয়া যায়।
গ) বিনোদন কেন্দ্রগুলো জাতি গঠনের কারখানা।
ঘ) বিশ্বব্যাংক বাংলাদেশের উন্নয়নে সহায়তা দিয়ে থাকে।
ঙ) শেরশাহ উপাধি ছিল সম্রাট হুমায়নের।

৪। বাম পাশের বাক্যাংশের সাথে ডাম পাশের বাক্যাংশ মিল করে বাক্য গঠন কর: ২Í৪=৮
৫। অল্প কথায় উত্তর দাও (যে কোন ১০টি) : ৩Í১০=৩০

ক) খাসিয়াদের প্রধান খাদ্য কি কি?
খ) চিরস্থায়ী বন্দোবস্ত কি?
গ) মানবাধিকার বলতে কি বুঝ?
ঘ) পৃথিবীর মহাদেশগুলোর নাম লিখ।
ঙ) ‘দ্বৈত শাসন’ বলতে কি বুঝায়?
চ) বিশ্বস্বাস্থ্য সংস্থার প্রধান কাজ কি?
ছ) পরিবেশ বলতে কি বুঝ?
জ) মহাস্থানগড় ব্রাক্ষী লিপি থেকে কি জানা যায়?
ঝ) ফ্রান্সের বিভিন্ন শিল্পকর্ম এবং অপূর্ব কীর্তিগুলো কি কি?
ঞ) মুক্তিযুদ্ধে বীরশ্রেষ্ঠ উপাধিপ্রাপ্ত সাতজনের নাম লিখ।
ট) যৌতুক কি?
ঠ) নির্বাচন কাকে বলে?

৬। রচনামূলক প্রশ্নের উত্তর লিখ (যে কোন ৪টি) : ৮Í৪=৩২

ক) বাংলাদেশের প্রধান প্রধান খনিজ সম্পদের একটি তালিকা লিখ।
খ) বিদ্যালয়কে কেন জাতি গঠনের কারখানা বলা হয়?
গ) বাংলাদেশের একটি মানচিত্র এঁকে তিনটি নদীর অবস্থান দেখাও।
ঘ) জনসংখ্যা কি? বাংলাদেশের জনসংস্থা বৃদ্ধির কারণসমূহ লিখ।
ঙ) পঁচিশে মার্চের কালরাতে হানাদার বাহিনীর নৃশংসতার বিবরণ দাও।
চ) তিতুমীর কোথায় এবং কিভাবে ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ করেন?

No comments:

Post a Comment

Composition on Female Education in Bangladesh for Examination

  Female Education in Bangladesh Education is a light to which everybody has the equal right. Education is the backbone of a nation. The ...