Sunday, November 4, 2012

প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার প্রস্তুতি : বাংলা

রদত্ত শব্দ        শব্দের অর্থ
বেগে-   গতিতে, ধারায়
পাঁজা-   গোছা
লাগাম-  ঘোড়ার রাশ বা বলগা
ফেড়ে-   চিরে, দু’ ভাগ করে
চন্দ্রলোকে- চাঁদের দেশে
বান্দা-   গোলাম, দাস
সতত-   সব সময়
সাধু-   সৎ, ধার্মিক
গুজরান- অতিবাহিত করা, যাপন
মর্জি-   ইচ্ছা, সম্মতি
গোস্তাকি- অপরাধ, অনিয়ম
নসিব-  ভাগ্য, অদৃষ্ট
শ্বেত-   সাদা, ধবল
জব্বর-  বিষম, দারুণ
পরাগ-  ফুলের রেণু
অনল-   আগুন
গরীয়ান- মর্যাদাপূর্ণ, গৌরবসম্পন্ন
তুষ্ট-    তৃপ্ত, আনন্দিত, খুশি
নির্বিঘেœ-       নিরাপদে, বাধাহীনভাবে
নাজুক-  ভঙ্গুর, জটিল
টুইটুবানি-     টইটম্বুর, কানায় কানায় ভরা
ঝুমুর ঝুমুর-     নূপুরের শব্দ
গুরু-    ওস্তাদ, শিক্ষক
অভিব্যক্তি-       প্রকাশ
পারদর্শী- দক্ষ, অভিজ্ঞ, সমর্থ
পরখ-   যাচাই ও পরীক্ষা,
দোষগুণ বিচার
শির-   মাথা
সৌজন্য- ভদ্রতা, শিষ্টাচার
সংগতি-  সংস্থান, উপায়
হেথা-   সেখানে, ওখানে
মোহ-   লোভ-লালসা
রুখবে- বাধা দেবে
তোড়-   বেগ, স্রোত
মৌলিক- আদি, আসল, মূল
শৌখিন-  বিলাসী, মনোরম
আঁধার-  অন্ধকার
চরকা-  সুতা কাটার জন্য কাঠের
তৈরি দেশী যন্ত্র
দেমাগ- অহঙ্কার
সঙ্কল্প-   প্রতিজ্ঞা, তীব্র ইচ্ছা
এবাদত- উপাসনা, আরাধনা
নিষ্ঠুর-  কঠোর
ক্রীতদাস- কেনা দাস
টেরাকোটা-       টেরা অর্থ মাটি আর
কোটা অর্থ পোড়ানো
উপকরণ- উপাদান
কদমা-  এক প্রকার মিষ্টি
দেশান্তর- এক দেশ থেকে আর
এক দেশ
বরণ-   কোনো কিছু সাদরে গ্রহণ
জনপদ-  লোকালয়
জাতিসত্তা- জাতির পরিচয়
উপচার- উপাদান
গগনে-  আকাশে
কলকাকলি-      পাখির ডাক
সংস্কৃতি- কৃষ্টি
ধবলী-  সাদা গাভী
ধেনু-   বাচ্চাসহ গাভী
খেয়া-   নৌকা দিয়ে নদী পারাপার
সাফ-   পরিষ্কার
বেঢপ-   বেমানান, বেখাপ্পা, বিশ্রী
অচিনপুর- অচেনা জায়গা
ভাষণ-  কথন, বক্তৃতা
শখ-    মনের ইচ্ছা
মূর্খ-    নিতান্ত বোকা
উদার-  মহৎ, দানশীল
তেজে-   আলোকে, উত্তাপে,
প্রখরতায়
পাঁজি-   পঞ্জিকা
শির-   মাথা
রশ্মি-   কিরণ
কুর্নিশ-  মাথা নত করে
অভিবাদন করা
সাধক-  সাধনা করেন যিনি
ব্রত-    সাধনা, তপস্যা
তনু-    দেহ
থইথই-  ভরে ওঠা
জড়-    একত্র
বনানী-  বড় বন, অরণ্য
নমি-   সম্মান জানাই
দুর্গ-    প্রাচীরঘেরা সেনানিবাস
সশস্ত্র-   অস্ত্রসহ
পরাধীন- পরের অধীন
সংকেত-  ইশারা, ইঙ্গিত
আহরণ- সংগ্রহ করা
প্রাচীর-  দেয়াল
পারাবার- সমুদ্র
নিসর্গ-  প্রকৃতি
নির্যাতিত- অত্যাচারিত
সমাবেশ- সভা
তরঙ্গ-   ঢেউ
প্রত্যহ-  প্রতিদিন
চিরকাল- সব সময়
গহীন-   গভীর, ঘন
দলপতি- দলের নেতা, সর্দার
অনাহার- না খেয়ে থাকা
নির্জন-  নিরিবিলি
বহিঃতাপ- আগুনের উত্তাপ
নিষ্পাপ- পাপশূন্য
মেধাবী-  বুদ্ধিমান
দুশমন-  শত্রু
নিরীহ-  শান্ত
ইঙ্গিত-  ইশারা
পরখ-   যাচাই
চরণ-   পা
বারি-   পানি
সোপান-  ধাপ
শোকে-  দুঃখে, বেদনায়
খুশবুÑ           সুগন্ধ
উদগ্রীবÑ      খুব আগ্রহী, ব্যগ্র
গণহত্যাÑ অনেক লোককে বিনা অপরাধে মেরে ফেলা
ট্রেনিংÑ         কোনো বিশেষ বিষয়ে শিক্ষা দেয়া বা নেয়া
মুক্তিযোদ্ধাÑ                       যিনি স্বাধীনতা ও মুক্তির জন্য যুদ্ধ করেন
ক্যাম্পÑ        সৈনিক বা যোদ্ধাদের অস্থায়ী ঘাঁটি, সেনাছাউনি
গপগপিয়েÑ                         গপগপ করে


সঠিক উত্তরটি উত্তরপত্রে লিখ :
২৮। ‘বিদায় হজ’ প্রবন্ধে ব্যবহৃত বিরাম চিহ্নÑ
ক) ৪টি খ) ৫টি গ) ৬টি ঘ) ৭টি
উত্তর : ৬টি।
২৯। মাটির শিল্পকর্মকে বলা হয়Ñ
ক) চারু শিল্প খ) কারু শিল্প
গ) মৃৎ শিল্প ঘ) চিত্র শিল্প
উত্তর : গ) মৃৎ শিল্প।
৩০। ‘মামার বাড়ি, রসের হাঁড়ি’Ñ কথাটি প্রচলিত কেন?
ক) হাঁড়ি ভরা রসমালাই পাওয়া যায়
খ) খেজুর রস পাওয়া যায়
গ) রসালো আখ খাওয়া যায়
ঘ) খুশিমতো ঘুরে বেড়ানো যায়
উত্তর : ঘ) খুশিমতো ঘুরে বেড়ানো যায়।
৩১। ‘পুরাকীর্তি’ শালবন বিহারÑ
ক) অষ্টাদশ শতকের খ) অষ্টম শতকের গ) পনের শ’ শতকের
ঘ) ষোড়শ শতকের
উত্তর : ক) অষ্টাদশ শতকের।
৩২। জ্ঞানী ব্যক্তিÑ
ক) বিশেষ জ্ঞান রাখেন
খ) নিঃস্বার্থ হয়ে থাকেন
গ) নিজ স্বার্থই দেখেন
ঘ) সব সময় ভালো কাজ করেন
উত্তর : খ) নিঃস্বার্থ হয়ে থাকেন।
৩৩। ‘সত্যের চেয়ে উঁচু নাহি কিছু আর’ বাক্যটি দিয়ে কবি বুঝিয়েছেনÑ
ক) আমাদের সত্য কথা বলা উচিত
খ) জীবনে সত্যের গুরুত্ব সবচেয়ে বেশি
গ) সৎ মানুষ সব সময় সত্য কথা বলেন
ঘ) জীবনে সত্যের প্রয়োজন আছে
উত্তর : খ) জীবনে সত্যের গুরুত্ব সবচেয়ে বেশি।
৩৪। যোগেশচন্দ্র ঘোষ জীবনের বেশির ভাগ সময়Ñ
ক) সাংবাদিকতা করেছেন
খ) সমাজসেবা করেছেন
গ) রাজনীতি করেছেন
ঘ) রসায়নের অধ্যাপনা করেছেন
উত্তর : ঘ) রসায়নের অধ্যাপনা করেছেন।
৩৫। ‘সৈন্যদের মনোবলই আসলে দুর্ভেদ্য দুর্গ’Ñ কথাটি বিশ্বাস করতেনÑ
ক) শহীদ তিতুমীর
খ) বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল
গ) হাবিলদার মুনির আহমেদ
ঘ) লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক
উত্তর : খ) বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল।
৩৬। ‘প্রাচীন’ শব্দটি ‘বিজ্ঞ’ অর্থে ব্যবহৃত হয়েছে যে বাক্যেÑ
ক) ঢাকা একটি প্রাচীন শহর
খ) প্রাচীন মানুষ গুহায় বাস করত
গ) প্রাচীনকালে মোবাইল ফোন ছিল না
ঘ) জলিল সাহেব প্রাচীন লোক
উত্তর : ঘ) জলিল সাহেব প্রাচীন লোক।
৩৭। ‘এত হাসি কোথায় পেলে’ কবিতার মূল ভাব অনুযায়ী কোন বাক্যটি যথার্থ?
ক) শিশুর ভাষা সবার প্রিয়
খ) শিশুর হাসি ফুলের মতো
গ) শিশুর সব কিছুই সুন্দর
ঘ) শিশুর হাঁটাচলা সুন্দর
উত্তর : গ) শিশুর সব কিছুই সুন্দর।
৩৮। প্রশ্নবোধক চিহ্নের সঠিক ব্যবহার হয়েছেÑ
ক) তুমি বললে আর কী হবে?
খ) কে না ভালো গান শুনতে পছন্দ করে?
গ) মামা বললেন, এটা শখের হাঁড়ি?
ঘ) দুটোর বেশি ডুব দিও না কিন্তু?
উত্তর : খ) কে না ভালো গান শুনতে পছন্দ করে?
৩৯। কোন শব্দে দু’টি ফলা ব্যবহৃত হয়েছে?
ক) সাফল্য খ) মন্ত্রমুগ্ধ গ) প্রত্যহ ঘ) ব্যক্তি
উত্তর : গ) প্রত্যহ।
৪০। ‘সাধনা’ শব্দটির অর্থÑ
ক) ব্রত খ) দক্ষতা গ) ভদ্রতা ঘ) সমতা
উত্তর : ক) ব্রত।

৪১। কোন কাজটি ‘গবেষণা’র যথার্থ ফসল?
ক) রতœ পাথর সংগ্রহ
খ) টেলিফোন আবিষ্কার
গ) রেল ভ্রমণ ঘ) ছাদ পেটানোর গান
উত্তর : খ) টেলিফোন আবিষ্কার।
৪২। ‘ক্ষ’ কোন কোন বর্ণ নিয়ে গঠিত?
ক) ক্+শ খ) ক্+স গ) ক্+ষ ঘ) ক্+খ
উত্তর : গ) ক্+ষ।
৪৩। বৈমানিকেরা ব্যবহার করেনÑ
ক) পকেট কম্পাস খ) নৌ কম্পাস
গ) জাইরো কম্পাস ঘ) আধুনিক কম্পাস
উত্তর : গ) জাইরো কম্পাস।
৪৪। কবি জসীমউদ্দীন যে নামে বেশি পরিচিতÑ
ক) বিদ্রোহী কবি খ) পল্লীকবি
গ) আঞ্চলিক কবি ঘ) রেনেসাঁ কবি
উত্তর : খ) পল্লীকবি।
৪৫। ‘জলপরী ও কাঠুরের গল্প’-এর ভাববস্তু অনুসারে কোন বাক্যটি উপযুক্ত?
ক) লোভে পাপ, পাপে মৃত্যু
খ) সৎ মানুষকে সবাই ভালোবাসে
গ) সততার পুরস্কার পাওয়া যায়
ঘ) সততায় জয়, লোভে ক্ষয়
উত্তর : ঘ) সততায় জয়, লোভে ক্ষয়।
৪৬। ‘চাষি’ কবিতার মূল ভাব অনুযায়ী দেশের বড় সাধকÑ
ক) চাষিগণ খ) শিক্ষকগণ
গ) শিল্পীগণ ঘ) ধার্মিকগণ
উত্তর : ক) চাষিগণ।
৪৭। ‘সব সাধকের বড় সঠিক আমার দেশের চাষা’Ñ বাক্যটি দিয়ে কবি বুঝিয়েছেনÑ
ক) জীবনে সাধনার মূল্য অনেক
খ) চাষিদের কাজ কঠিন সাধনার কাজ গ) চাষিরা সারা জীবন তপস্যা করেন
ঘ) চাষিদের কাজ অনুসরণীয়
উত্তর : খ) চাষিদের কাজ কঠিন সাধনার কাজ।
৪৮। যুক্তবর্ণ সংবলিত শব্দÑ
ক) সম্রাট খ) রাজ্য গ) পূর্ণ ঘ) আবিষ্কার
উত্তর : ঘ) আবিষ্কার
৪৯। ব্যাকরণে ‘র’ এবং ‘এর’ বিভক্তি যুক্ত শব্দকে বলেÑ
ক) সর্বনাম পদ খ) অব্যয় পদ
গ) সম্বন্ধ পদ ঘ) ক্রিয়া পদ
উত্তর : গ) সম্বন্ধ পদ।
৫০। কোন বাক্যটিতে প্রশ্নবোধক চিহ্ন বসবে?
ক) ফিরে এলাম অতিথিশালায়
খ) কয়েকটি ভেষজ উদ্ভিদের নাম বলো গ) এ কেমন শিশু, তেতো খেতে তার আনন্দ
ঘ) তোমরা কি ভাই নীল আকাশের তারা?
উত্তর : ঘ) তোমরা কি ভাই নীল আকাশের তারা?
৫১। ‘স্বাচ্ছন্দ্যে’ শব্দটিতে কয়টি যুক্তবর্ণ আছে?
ক) ২টি খ) ৩টি গ) ৪টি ঘ) ৬টি
উত্তর : খ) ৩টি।
৫২। ‘মাটি’ শব্দের সমার্থক শব্দÑ
ক) ধরণী খ) গিরি গ) ভূমি ঘ) তটিনী
উত্তর : গ) ভূমি।
৫৩। মানুষের জীবনে যোগাযোগের সূচনা হয়Ñ
ক) আধুনিককালে খ) আদিমকালে
গ) সম্প্রতি ঘ) মধ্যযুগে
উত্তর : খ) আদিমকালে।
৫৪। যোগাযোগের ক্ষেত্রে প্রথম গুরুত্বপূর্ণ ঘটনাÑ
ক) হাতিয়ার ব্যবহার
খ) ভাষা আবিষ্কার গ) নৌকা আবিষ্কার ঘ) লেখা আবিষ্কার
উত্তর : খ) ভাষা আবিষ্কার।
৫৫। আফ্রিকার উপজাতিরা দূরদূরান্তে সংবাদ পাঠাতÑ
ক) ঢোল পিটিয়ে খ) শিঙা ফুঁকে
গ) বাহক মারাফত ঘ) পায়রা উড়িয়ে
উত্তর : ক) ঢোল পিটিয়ে।
৫৬। টেলিযোগাযোগ ব্যবস্থায় প্রথম ব্যবহৃত যন্ত্রÑ
ক) টেলিফোন খ) বেতার
গ) টেলিগ্রাফ ঘ) টেলিগ্রাম
উত্তর : গ) টেলিগ্রাফ।
৫৭। যোগাযোগের ক্ষেত্রে সর্বশেষ সংযোজনÑ
ক) বেতার খ) টেলিভিশন
গ) ইন্টারনেট ঘ) ফ্যাক্স
উত্তর : গ) ইন্টারনেট।
৫৮। যে উপকারীর উপকার স্বীকার করেÑ
ক) কৃতঘœ খ) কৃতজ্ঞ
গ) অকৃতজ্ঞ ঘ) কৃতজ্ঞতা
উত্তর : খ) কৃতজ্ঞ।
সঠিক উত্তরটি উত্তরপত্রে লিখ :
৫৯। ‘শিক্ষা গুরুর মর্যাদা’ কবিতার মূল ভাব অনুসারে সমাজে শ্রেষ্ঠত্বের অধিকারীÑ
ক) শিল্পীগণ খ) শিক্ষকগণ
গ) চাষিগণ ঘ) শ্রমিকগণ
উত্তর : খ) শিক্ষকগণ।
৬০। লোক পরম্পরায় যা মানুষ জানতে পারে তাকে বলে লোকশ্রুতি। এই লোকশ্রুতিÑ
ক) সত্য হয় খ) সত্য হয় না
গ) মিথ্যা হয় না
ঘ) সত্য হতেও পারে, নাও হতে পারে
উত্তর : ঘ) সত্য হতেও পারে, নাও হতে পারে।
৬১। ‘পাখি’ কবিতার মূল ভাব অনুযায়ী পাখি চায়Ñ
ক) খোকার যতœ খ) সুন্দর খাঁচা
গ) ভালো খাবার ঘ) স্বাধীনতা
উত্তর : ঘ) স্বাধীনতা।
৬২। যেখানে গাছপালা ও বনভূমি বেশি সেখানেÑ
ক) ভালো বৃষ্টি হয় খ) বৃষ্টি হয় না
গ) খরা হয় ঘ) বন্যা হয়
উত্তর : ক) ভালো বৃষ্টি হয়।
৬৩। বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে পোস্টার তৈরি করতে বলা হলে তুমি কোন কথাগুলো লিখবে?
ক) গাছ লাগান খ) পরিবেশ বাঁচান
গ) গাছ লাগান ঘর সাজান
ঘ) গাছ লাগান, পরিবেশ বাঁচান।
উত্তর : ঘ) গাছ লাগান, পরিবেশ বাঁচান।
৬৪। গাছপালা বাতাস থেকে গ্রহণ করেÑ
ক) অক্সিজেন খ) লাইট্রোজেন
গ) কার্বনডাই অক্সাইড
ঘ) কার্বন মনোক্সাইড
উত্তর : ঘ) কার্বন মনোক্সাইড।
৬৫। গাছপালা না থাকলে বাতাসের যে উপাদান শেষ হয়ে যেতÑ
ক) অক্সিজেন খ) কার্বনডাই অক্সাইড গ) নাইট্রোজেন ঘ) কার্বন মনোক্সাইড
উত্তর : অক্সিজেন।
৬৬। শক্তির প্রধান উৎসÑ
ক) ভিটামিন খ) খনিজ লবণ
গ) খাদ্যশস্য ঘ) আমিষ
উত্তর : গ) খাদ্যশস্য।
৬৭। কোনটি তেল জাতীয় খাদ্য?
ক) সরিষা খ) খেজুর গ) ডাল ঘ) রসুন
উত্তর : ক) সরিষা ।
৬৮। কফি ও কোকো তৈরি হয়Ñ
ক) বীজ থেকে খ) লতা থেকে
গ) পাতা থেকে ঘ) ফল থেকে
উত্তর : ক) বীজ থেকে।
৬৯। তন্তু উৎপাদনকারী গাছÑ
ক) মেহগনি খ) শাল গ) পাট ঘ) রাবার
উত্তর : গ) পাট।
৭০। ভেষজ গুণসম্পন্ন উদ্ভিদÑ
ক) গর্জন খ) সিঙ্কোনা
গ) সেগুন ঘ) মেহগনি
উত্তর : খ) সিঙ্কোনা।
৭১। তোমাকে আজ খুশি খুশি মনে হচ্ছেÑ এই বাক্যে ‘খুশি খুশি’ কোন পদ?
ক) সর্বনাম খ) বিশেষ্য
গ) বিশেষণ ঘ) অব্যয়
উত্তর : গ) বিশেষণ।
৭২। ব্রিটিশবিরোধী আন্দোলনে কোন নেতার মৃত্যুতে রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুল ইসলাম কবিতা লিখে শ্রদ্ধা জানান?
ক) মওলানা ভাসানী খ) শহীদ তিতুমীর গ) দেশবন্ধু চিত্তরঞ্জন দাশ ঘ) ইব্রাহীম খাঁ
উত্তর : গ) দেশবন্ধু চিত্তরঞ্জন দাশ।
৭৩। বাংলাদেশ থেকে বিলুপ্ত হওয়া প্রাণীÑ
ক) গণ্ডার ও হনুমান
খ) হাতি ও হাড়গিলা গ) সজারু ও বিড়াল ঘ) ছাগল ও শূকর
উত্তর : ক) গণ্ডার ও হনুমান।
৭৪। ‘সবার আমি ছাত্র’ কবিতায় ব্যবহৃত যতি চিহ্নÑ
ক) শুধু দাঁড়ি খ) শুধু কমা গ) দাঁড়ি ও কমা ঘ) কমা, দাঁড়ি, হাইফেন ও সেমিকোলন
উত্তর : ঘ) কমা, দাঁড়ি, হাইফেন ও সেমিকোলন।

No comments:

Post a Comment

Composition on Female Education in Bangladesh for Examination

  Female Education in Bangladesh Education is a light to which everybody has the equal right. Education is the backbone of a nation. The ...