Sunday, November 4, 2012

প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার প্রস্তুতি : বিজ্ঞান


দ্বিতীয় ও তৃতীয় অধ্যায়‘পরিবেশ পরিচিতি বিজ্ঞান’ বিষয়ে নতুন প্রশ্ন কাঠামো অনুযায়ী ১ নং প্রশ্নটি থাকবে যোগ্যতাভিত্তিক বহুনির্বাচনী প্রশ্ন। ১ নং প্রশ্নে এরূপ ১০টি প্রশ্ন থাকবে। প্রতিটি প্রশ্নে নম্বর থাকবে ১। এতে প্রতিটি প্রশ্নের চারটি উত্তর দেয়া থাকবে। কিন্তু প্রশ্নের সঠিক উত্তরটি তোমাদের উত্তরপত্রে লিখতে হবে। আজ তোমাদের  বিজ্ঞান বিষয়ের দু’টি অধ্যায় থেকে ২০টি বহুনির্বাচনী নমুনা প্রশ্ন ও উত্তর দেয়া হলো :
দ্বিতীয় অধ্যায় : ফুল, ফল ও সবজি চাষ
১। কাশফুল কোন ঋতুতে ফোটে?
ক) গ্রীষ্ম খ) বর্ষা গ) শরৎ ঘ) শীত
২। সারা বছর কমবেশি পাওয়া যায় কোনটি?
ক) পেঁপে খ) ডাঁটা
গ) কাঁকরোল ঘ) করলা
৩। শীতকালীন ফল কোনটি?
ক) কমলালেবু খ) তাল
গ) পেয়ারা ঘ) কলা
৪। ফলগাছ কখন লাগালে ভালোভাবে বৃদ্ধি পায়?
ক) গ্রীষ্মকালে খ) শরৎকালে
গ) শীতকালের শেষে
ঘ) বর্ষাকালের শুরুতে
৫। কোনটি গ্রীষ্মকালীন ফুল?
ক) শিউলি খ) বেলি
গ) ডালিয়া ঘ) টগর
৬। সারা বছর পাওয়া যায় কোন ফল?
ক) লিচু খ) আনারস
গ) কলা ঘ) আমড়া
৭। জৈব সার কোনটি?
ক) গোবর খ) ইউরিয়া
গ) টিএসপি ঘ) পটাশ
৮। কোনটি শীতকালীন ফুল?
ক) মোরগফুল খ) সূর্যমুখী
গ) কামিনী ঘ) গাঁদা
৯। শিউলি, বকুল ও হাসনাহেনা ফুল কখন ফোটে?
ক) বসন্তকালে খ) শরৎকালে
গ) বর্ষাকালে ঘ) গ্রীষ্মকালে
উত্তর : ১.গ, ২.ক, ৩.ক, ৪.ঘ, ৫.খ, ৬.গ, ৭.ক, ৮.ঘ, ৯.খ।
তৃতীয় অধ্যায় : প্রাণিজগৎ
১। কোনটি অমেরুদণ্ডী প্রাণী?
ক) তিমি খ) কই মাছ
গ) চিংড়ি ঘ) শুশুক
২। চামচিকা ও বাদুড়কে কেন স্তন্যপায়ী বলা হয়?
ক. পোকামাকড় খায় খ) উড়তে পারে গ) মায়ের কাছে থাকে
ঘ) মায়ের দুধ খায়
৩। কোন প্রাণীটি ফুলকার সাহায্যে শ্বাসকার্য চালায়?
ক. কাক খ) মাছ গ) গরু ঘ) সাপ
৪। মেরু এলাকার পশুদের দেহ উষ্ণ থাকে কেন?
ক) বিরাট আকারের হওয়ায়
খ) সহজে শিকার ধরে খায়
গ) দেহের ত্বকের নিচে পুরু চর্বিস্তর থাকায় ঘ) দেহ ঘন লোমে ঢাকা
৫। নিচের কোনগুলো উপকারী পতঙ্গ?
ক) মৌমাছি ও উইপোকা
খ) ওইপোকা ও রেশম পোকা
গ) রেশম পোকা ও মৌমাছি
ঘ) তেলাপোকা ও রেশম পোকা
৬। প্রজাপতি ও চিংড়িকে কেন অমেরুদণ্ডী প্রাণী বলা হয়?
ক) সোজা হয়ে চলতে পারে
খ) মেরুদণ্ড নেই গ) উড়তে পারে না
ঘ) আকারে ছোট
৭। পতঙ্গের বৈশিষ্ট্য কোনটি?
ক) তিন জোড়া পা ও দুই জোড়া ডানা আছে
খ) উড়তে পারে গ) দুই জোড়া পা ও দুই জোড়া ডানা আছে ঘ) মেরুদণ্ড নেই।
৮। নতুন পরিবেশের সাথে খাপ খাইয়ে নেয়াকে কী বলে?
ক) ইকোসিস্টেম খ) অভিযোজন
গ) পরিব্যাপ্তি  ঘ) অভিব্যক্তি
৯। কোন মেরুদণ্ডী প্রাণী খালি চোখে দেখা যায় না?
ক) কেঁচো খ) অ্যামিবা
গ) জোঁক ঘ) পিঁপড়া
১০। জীবন বিকাশের জন্য পরিমিত আলো ও তাপের প্রধান উৎস কোনটি?
ক) চন্দ্র খ) পৃথিবী গ) মঙ্গলগ্রহ ঘ) সূর্য
১১। পৃথিবীতে কোন শ্রেণীভুক্ত প্রাণীদের সংখ্যা সর্বাধিক?
ক) স্তন্যপায়ী শ্রেণীভুক্ত
খ) পতঙ্গ শ্রেণীভুক্ত
গ) সরীসৃপ শ্রেণীভুক্ত
ঘ) জলজ শ্রেণীভুক্ত
উত্তর : ১.গ, ২.ঘ, ৩.খ, ৪.গ, ৫.গ, ৬.খ, ৭. ক, ৮. খ, ৯. খ, ১০.ঘ, ১১. খ।



1 comment:

Darren Demers said...

দেহের ত্বকের নিচে পুরু চর্বিস্তর থাকায় ঘ) দেহ ঘন লোমে ঢাকা vintage cross necklace , handmade ladies shoes , cute anklets , embroidery on leather bags , men's embroidered leather belts , jeans with belts , boots with attached belt , mens leather bracelet

Post a Comment

Composition on Female Education in Bangladesh for Examination

  Female Education in Bangladesh Education is a light to which everybody has the equal right. Education is the backbone of a nation. The ...