Monday, November 5, 2012

প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা সাধারণ বিজ্ঞান

যে বাক্যটি সঠিক সেটির ডানপাশে ‘শুদ্ধ’ এবং যেটি সঠিক নয় সেটির ডানপাশে ‘অশুদ্ধ’ লেখ:
১. অনেক বেশি তাপমাত্রায় লোহাও বাষ্পে রূপান্তরিত হয়।
২. পৃথিবীর তুলনায় চাঁদের অভিকর্ষ বা টান কম।
৩. ন্যাপথলিনকে তাপ দিলে তরল না হয়ে সরাসরি বাষ্পে পরিণত হয়।
৪. তাপে বস্তুর অবস্থার পরিবর্তন হয় না।
৫. বস্তুর ওজন বদলায়, কিন্তু ভর বদলায় না।
৬. তরল পদার্থের নির্দিষ্ট আকার আছে, কিন্তু আয়তন নেই।
৭. তরল পদার্থের নির্দিষ্ট আকার আছে।
৮. পদার্থ তিনটি ভিন্ন অবস্থায় থাকতে পারে।
৯. খুব ঠাণ্ডা করে বাতাস, অক্সিজেন, নাইট্রোজেন ইত্যাদি গ্যাসকে তরল করা যায়।
১০. তাপ দিলে সাধারণত কঠিন পদার্থের আয়তন বাড়ে।
১১. পদার্থমাত্রই পৃথিবীর অভিকর্ষ টান অনুভব করে।
১২. কঠিন পদার্থের নির্দিষ্ট আকার ও আয়তন আছে।
১৩. বায়ুর ওজন নেই।
১৪. বায়বীয় পদার্থের নির্দিষ্ট কোনো আকার নেই; তবে আয়তন ও ওজন আছে।
উত্তর: ১. অনেক বেশি তাপমাত্রায় লোহাও বাষ্পে রূপান্তরিত হয়। ‘শুদ্ধ’
২. পৃথিবীর তুলনায় চাঁদের অভিকর্ষ বা টান কম। ‘শুদ্ধ’
৩. ন্যাপথলিনকে তাপ দিলে তরল না হয়ে সরাসরি বাষ্পে পরিণত হয়। ‘শুদ্ধ’
৪. তাপে বস্তুর অবস্থার পরিবর্তন হয় না। ‘অশুদ্ধ’
৫. বস্তুর ওজন বদলায় কিন্তু ভর বদলায় না। ‘শুদ্ধ’
৬. তরল পদার্থের নির্দিষ্ট আকার আছে কিন্তু আয়তন নেই। ‘অশুদ্ধ’
৭. তরল পদার্থের নির্দিষ্ট আকার আছে। ‘অশুদ্ধ’
৮. পদার্থ তিনটি ভিন্ন অবস্থায় থাকতে পারে। ‘শুদ্ধ’
৯. খুব ঠাণ্ডা করে বাতাস, অক্সিজেন, নাইট্রোজেন ইত্যাদি গ্যাসকে তরল করা যায়। ‘শুদ্ধ’
১০. তাপ দিলে সাধারণত কঠিন পদার্থের আয়তন বাড়ে। ‘শুদ্ধ’
১১. পদার্থমাত্রই পৃথিবীর অভিকর্ষ টান অনুভব করে। ‘শুদ্ধ’
১২. কঠিন পদার্থের নির্দিষ্ট আকার ও আয়তন আছে। ‘শুদ্ধ’
১৩. বায়ুর ওজন নেই। ‘অশুদ্ধ’
১৪. বায়বীয় পদার্থের নির্দিষ্ট কোনো আকার নেই, তবে আয়তন ও ওজন আছে। ‘অশুদ্ধ’

No comments:

Post a Comment