Monday, November 12, 2012

প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার বাংলা বিষয়ের প্রস্তুতি

১২ নম্বর প্রশ্নে থাকবে ছোট প্রশ্ন বা সংক্ষিপ্ত প্রশ্ন। ৬টি প্রশ্ন দেওয়া থাকবে, যা থেকে তোমাদের ৪টি প্রশ্নের উত্তর করতে হবে। প্রতিটি প্রশ্নের মান ২ নম্বর। ২ নম্বরের উত্তরের জন্য ভূমিকা, বিশ্লেষণ, মন্তব্যের প্রয়োজন নেই। সরাসরি প্রাসঙ্গিক ও সঠিক উত্তরটি গুছিয়ে লিখলেই পুরো নম্বর পাওয়া যায়।
১।  আমাদের দেশের মেয়েরা অবসর সময়ে কী কী জিনিস তৈরি করে?
২। মজলুম শব্দের অর্থ কী? কাকে মজলুম জননেতা বলা হত?
৩। প্রকৃত ধার্মিক ব্যক্তির কোন কোন গুণ থাকা উচিত?
৪। ‘আমরা তাঁদের ভুলব না’-কাদের ভুলব না, কেন ভুলব না?
৫। দর্শনের অধ্যাপক গোবিন্দচন্দ্র দেব কেমন মানুষ ছিলেন?
৬। বাকশিল্প বলতে আমরা কী বুঝি? আলোচনা কর।
৭। সংগীতের ক্ষেত্র কয়টি ও কী কী?
৮। চুম্বক পাথরের নাম ম্যাগনেটাইট রাখা হয়েছে কেন?
৯। শিক্ষক কী বলে বাদশাহর সুনাম করলেন?
১০। চাষিদের কাছ থেকে আমাদের কী শিক্ষা গ্রহণ করা উচিত?
১১। যোগাযোগের আধুনিকতম উপায়গুলো লিখ।
১২। মহাস্থানগড়ের ধ্বংসাবশেষ থেকে কী কী নিদর্শন পাওয়া গেছে?
১৩। বৈশাখী মেলায় কী কী পাওয়া যায়?
১৪। উট পাখিকে দৈত্যপাখি বলা হয় কেন?
১৫। আমাদের দেশে কোন কোন প্রাণী বিলুপ্ত হয়ে যাচ্ছে?
১৬। প্রকৃত সুখী মানুষ কে?
১৭। মানুষের পক্ষে কুমড়ো কী মন্তব্য করেছে?
১৮। কাদের রক্তে ভিজে আছে এদেশের মাটি?
১৯। কবি বদ্ধ ঘরে থাকতে চান না কেন?
২০। হিজরত কী?
২১। আর্কিমিদিস কে ছিলেন?
২২। কামারেরা কী কী জিনিস তৈরি করেন?
২৩। হিজরী সাল কখন থেকে গণনা করা হয়?
২৪। আকাশ আমাদের কী শিক্ষা দেয়?
২৫। পাথরের চেয়ে শক্ত কী?
২৬। বিশ্বকোষ বলতে কী বোঝ?
২৭। বীর ডুবুরি কী করেন?
২৮। হাতির সবচেয়ে অদ্ভুত অঙ্গটি কী?
২৯। তিতুমীর কে ছিলেন?
৩০। কবি চাষীকে মাটির ছেলে বলেছেন কেন?
৩১। কুমোরেরা কী কী জিনিস তৈরি করেন?
৩২। পাহাড় আমাদের কী শিক্ষা দেয়?
৩৩। কবি দেশ থেকে দেশ ঘুরে কী দেখবেন?
৩৪। দৈত্যটি দেখতে কেমন ছিল?
৩৫। ভাটিয়ালি গান কারা গায়?
৩৬। উট পাখির ডিম কেমন?
৩৭। বাংলাদেশের প্রাচীন শিল্পকর্ম কোনটি?
৩৮।‘যুগান্তরের ঘূর্ণিপাক’ বলতে কবি কী বুঝিয়েছেন?
৩৯। আকাশ আমাদের কী শিক্ষা দেয়?
৪০। ধার্মিক ব্যক্তি কাকে বলা হয়?
৪১। আমাদের দেশের কয়েকটি বিখ্যাত কাপড়ের নাম লিখ।
৪২। মৃিশল্পের প্রধান উপাদান কী?
৪৩। আজকের দিনে পরিবেশ রক্ষার শ্লোগান কী?
৪৪। দধীচি কে?
৪৫। বিজ্ঞজন কারা?
৪৬। টেপা পুতুল কী?
৪৭। পোড়ামাটির ফলক কী কী কাজে ব্যবহূত হয়?
৪৮। আলোর পাখি বলতে কী বোঝায়?
৪৯। ধীর ব্যক্তি কারা?
৫০। তিনজন শহীদ সাংবাদিকের নাম লিখ।
১৩। পাঠ্যবই থেকে প্রশ্নপত্রে দুটি কবিতার কথা বলা থাকবে। তার মধ্যে একটি কবিতার মূলভাব নিজের ভাষায় লিখতে হবে। মূলভাব বইয়ে যেভাবে আছে সেভাবে না লিখে কবি ও কবিতার নামসহ সামান্য ভূমিকা অর্থাত্ কবিতাটির উদ্দেশ্য প্রথমেই লিখে নিলে ভালো হয়। তাহলে পূর্ণ নম্বর পাওয়ার সম্ভাবনা থাকে। মূলভাবের জন্য থাকবে ৮ নম্বর।
ক) সাইক্লোন
খ) দেশের জন্য
গ) তুলনা
ঘ) চাষী
ঙ) কে?
চ) সবার আমি ছাত্র
ছ) শিক্ষাগুরুর মর্যাদা
১৪। পাঠ্য বই সংশ্লিষ্ট পাঁচটি রচনা দেওয়া থাকবে। তার মধ্য থেকে যেকোনো একটি বিষয়ে ১৫০ শব্দের মধ্যে রচনা লিখতে হবে। রচনা লিখার ক্ষেত্রে প্রাসঙ্গিকতা ও পাঠ্য বইয়ের সংশ্লিষ্টতা থাকা জরুরি। রচনায় সুপরিকল্পিত ও তথ্যবহুল অনুচ্ছেদ থাকতে হবে। ভূমিকা ও উপসংহার নামক অনুচ্ছেদ থাকতে হবে।    
ক) মানুষের বন্ধু গাছপালা
খ) আমাদের লোকসংগীত/ বাংলাদেশের গান
গ) বাংলাদেশের কৃষক
ঘ) আমরা তাঁদের ভুলব না
ঙ) বাংলাদেশের প্রাণিজগত্
চ) প্রিয় শিক্ষক
ছ) যোগাযোগের সেকাল একাল
জ) শহিদ তিতুমীর
ঝ) বিদায় হজ
ঞ) মওলানা আবদুল হামিদ খান ভাসানি
চ) বাংলাদেশের প্রাকৃতিক দুর্যোগ

No comments:

Post a Comment

Composition on Female Education in Bangladesh for Examination

  Female Education in Bangladesh Education is a light to which everybody has the equal right. Education is the backbone of a nation. The ...