Monday, November 12, 2012

প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার সমাজ বিষয়ের প্রস্তুতি

মডেল প্রশ্ন
১। সঠিক উত্তরটি খাতায় লেখ: বহু নির্বাচনি প্রশ্ন (যোগ্যতা ভিত্তিক)                         ১x১০=১০
ক. ১৪ ডিসেম্বর আমরা কী দিবস পালন করি?
(i) স্বাধীনতা দিবস   (ii) শহিদ দিবস  
(iii) শহিদ বুদ্ধিজীবী দিবস        (iv) বিজয় দিবস
খ.আমাদের দেশে কোন পানির অভাব রয়েছে?
(i) নিরাপদ পানি      (ii) বিলের পানি 
(iii) সাগরের পানি  (iv) নদীর পানি
গ.জাদুঘরে কী সংরক্ষিত থাকে?
(i) চিকিত্সার সরঞ্জাম            (ii) ব্যবসায়ের সরঞ্জাম   (iii) কারিগরি যন্ত্রপাতি      (iv) ঐতিহাসিক নির্দশন
ঘ.বাংলাদেশে কোন ধরণের সরকার ব্যবস্থা চালু আছে?
(i) রাজতান্ত্রিক         (ii) গণতান্ত্রিক
 (iii) সমাজতান্ত্রিক  (iv) একনায়কতান্ত্রিক
ঙ.নাগরিকের প্রথম কর্তব্য কী?
(i) আইন মানা         (ii) কর প্রদান  
(iii) ধর্মীয় সহিষ্ণুতা              (iv) আনুগত্য
চ.বিশ্ব পরিবেশ দিবসের উদ্দেশ্য কী?
(i) মানুষকে সচেতন করা         (ii) র্যালি বের করা  (iii) সভা সেমিনার করা           (iv) শোভা যাত্রা করা
ছ.জনসংখ্যার দিক থেকে বাংলাদেশের অবস্থান পৃথিবীতে কততম?
(i) সপ্তম  (ii) অষ্টম  (iii) নবম            (iv) দশম
জ.বাংলাদেশে মেয়েদের বিয়ের নূন্যতম বয়স কত?
(i) ১৭ বছর (ii) ১৮ বছর   (iii) ২১ বছর  (iv) ২৫ বছর
ঝ.সোমপুর মহা বিহারের প্রতিষ্ঠাতা-
(i) গোপাল            (ii) আজম শাহ  
(iii) শায়েস্তা খান      (iv) ধর্মপাল
ঞ.মুসলমান শাসনের স্বর্ণযুগ বলা হয়-
(i) সিকান্দার শাহ এর আমলকে
 (ii) মুহম্মদ বখতিয়ার খিলজির আমলকে
(iii) ফখরুদ্দিন মুবারক শাহ এর আমলকে 
(iv) আলাউদ্দিন হোসেন শাহ্ এর আমলকে
২.সঠিক শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করে বাক্যটি উত্তর পত্রে লেখ:                  ২x৫=১০
ক. বিদ্যালয়কে জাতি গঠনের .......... বলা হয়।
খ.বাংলাদেশের সুন্দরবন  ........... বনভূমি।
গ. লেখাপড়ার পাশাপাশি ........... শ্রম করা প্রয়োজন।
ঘ. ......... সালে ইংরেশ শাসনের অবসান ঘটে।
ঙ.মনিপুরি সমাজ .............।
৩.নিচের উক্তিগুলো উত্তর পত্রে লিখে ডান পাশে শুদ্ধ হলে ‘শু’ এবং অশুদ্ধ হলে ‘অ’ লেখ:২x৫=১০
ক. সিপাহি বিপ্লবের স্মৃতি বহন করে বাহাদুর শাহ পার্ক।
খ.সোনারগাঁওয়ে লোকশিল্প জাদুঘর প্রতিষ্ঠিত হয়েছে ১৯৭৫ সালে।
গ.পরিস্কার-পরিচ্ছন্নতা আমাদের অসুস্থ করে।
ঘ. আমাদের দেশের প্রধান খাদ্য ধান।
ঙ.বাংলাদেশের শরনার্থীরা মুক্তিযুদ্ধ চলাকালে পাকিস্তানে আশ্রয় নেয়।
৪.বাম পাশের বাক্যাংশের সাথে ডান পাশের বাক্যাংশের মিল করে খাতায় লেখ: ২x৪=৮
বাম পাশ               ডান পাশ 
ক. মানচিত্র এক ধরণের
খ. সিপাহী বিদ্রোহকে স্বাধীনতার প্রথম
গ. লাহোর প্রস্তাবের উত্থাপক
ঘ. বিশ্ব পরিবেশ দিবস            সংগ্রাম বলা হয়
৫ জুন
১১ জুলাই
হাজী শরিয়ত উল্লাহ
এ,কে ফজলুল হক
চিত্র       
৫.অল্প কথায় উত্তর দাও:
(যে কোন দশটি)       ৩x১০=৩০
ক.নাগরিকের কেন কর প্রদান করা উচিত?
খ.ইউরোপ মহাদেশের তিনটি দেশের নাম লেখ।
গ.আমদানি বলতে কী বোঝ?
ঘ. খাসিয়াদের প্রধান খাদ্য কী কী?
ঙ.গারো উপজাতির অধিকাংশ মানুষই কোন জেলায় বাস করে?
চ.বেগম রোকেয়ার স্বামী লেখাপড়ার ব্যাপারে কীভাবে সাহায্য করতেন?
ছ.এলাকার রাস্তাঘাট ভালো না হলে কী অসুবিধা হতে পারে?
জ.চিরস্থায়ী বন্দোবস্ত কী?
ঝ.মহাস্থানগড়ের ব্রাহ্মী লিপি থেকে কী জানা যায়?
ঞ.আদমশুমারি কী?
ট.মানবাধিকার কাকে বলে?
ঠ.মধ্যযুগে বাংলায় কী কী সামগ্রী আমদানি ও রপ্তানি হতো?
৬.যেকোনো চারটি প্রশ্নের উত্তর দাও:         ৮x৪=৩২
ক. জীবন যাত্রার মানের ওপর জনসংখ্যা বৃদ্ধির প্রভাব সংক্ষেপে লেখ।
খ.রাষ্ট্রীয় সম্পদ কী? আমাদের দেশের রাষ্ট্রীয় সম্পদের অপব্যবহারের উদাহরণ দাও।
গ.ইউনিসেফ কী? কতটি দেশে এর কর্মকান্ড আছে? বাংলাদেশের ইউনিসেফ কী কী কাজ করে? 
ঘ.বাংলাদেশের মানচিত্র এঁকে এতে প্রধান প্রধান বনভূমির গুলোর অবস্থান দেখাও।
ঙ.সমাজে মানবাধিকার বিরোধী কয়েকটি কাজ উল্লেখ করো। এদের মধ্যে যেকোন একটির বর্ণনা দাও।
চ. পলাশীর যুদ্ধে নবাব সিরাজউদ্দৌলার পরাজয়ের কারণ কী? এ পরাজয়ের ফলে কী হয়েছিল?  

No comments:

Post a Comment

Composition on Female Education in Bangladesh for Examination

  Female Education in Bangladesh Education is a light to which everybody has the equal right. Education is the backbone of a nation. The ...