বাংলা দ্বিতীয় পত্রের 'ক্রিয়ার ভাব' থেকে গুরুত্বপূর্ণ নৈর্ব্যক্তিক প্রশ্ন নিয়ে আলোচনা করা হচ্ছে।
১। ভাবের ভিন্নতা বিবেচনায় ক্রিয়ার ভাবকে কয় ভাগে ভাগ করা যায়?
ক. দু'ভাগে খ. তিন ভাগে
গ. চার ভাগে ঘ. পাঁচ ভাগে
২। ক্রিয়ার যে অবস্থার সাহায্যে ক্রিয়ার কাজের ধরন বা প্রকার বোঝা যায় তাকে কী বলে?
ক. ক্রিয়ার ভাব খ. ক্রিয়ার কাল
গ. ক্রিয়ার শর্ত ঘ. ক্রিয়ার সাদৃশ্য
৩। ভাব প্রকাশের জন্য একই ধাতু থেকে তৈরি ক্রিয়ার মধ্যে কী থাকে?
ক. বৈশিষ্ট্য খ. বৈচিত্র্য
গ. বৈভব ঘ. সাদৃশ্য
৪। কী থেকে ক্রিয়াপদের উৎপত্তি হয়?
ক. শব্দ থেকে খ. ধাতু থেকে
গ. কর্ম থেকে ঘ. প্রাতিপদিক থেকে
৫। বাক্যের যে ক্রিয়াপদ দিয়ে সাধারণভাবে কোনো কাজের ধরন নির্দেশ করে তাকে কী বলে?
ক. নির্দেশক ভাব খ. অনুজ্ঞা ভাব
গ. সাধারণ ভাব ঘ. শর্তবাচক ভাব
৬। কোন ক্রিয়াপদের মাধ্যমে বাক্যে প্রতিফলিত আদেশ, উপদেশ, অনুরোধ ইত্যাদি বোঝানো হয়, তাকে কোন ভাব বলে?
ক. শর্তবাচক ভাব
খ. অনির্দেশক ভাব
গ. অনুজ্ঞা ভাব
ঘ. অনুরোধ ভাব
৭। নিচের কোনটি নির্দেশক ভাবের বাক্য?
ক. রানা দেশে গেছে
খ. সে এলে আমি যাব
গ. এখন বাড়ি যাও
ঘ. সে ভালো হয়ে উঠুক
৮। যখন কোনো বাক্যে কোনো ক্রিয়া পদের কাজ অপর কোনো ক্রিয়াপদের ওপর নির্ভরশীল হয়, তখন ওই নির্ভরশীল ক্রিয়ার ভাবকে কী বলে?
ক. নির্দেশক ভাব
খ. সাধারণ ভাব
গ. আকাঙ্ক্ষাবাচক ভাব
ঘ. শর্তবাচক ভাব
৯। নিচের কোন বাক্যটি নির্দেশক ভাবের উদাহরণ নয়?
ক. রানা দেশে গেছে
খ. লিলি পড়ছে
গ. বৃষ্টি এলে ঘরে থাকব
ঘ. রবি অসুস্থ
১০। কোনটি আকাঙ্ক্ষাবাচক ভাবের উদাহরণ?
ক. সব পড়া বল খ. রুমা ঘুমাচ্ছে
গ. ঝুমা এসেছে ঘ. বৃষ্টি নামুক
১১। কোনটি শর্তবাচক ভাবের উদাহরণ?
ক. তোমরা ভালো থাক
খ. আমি ভালো আছি
গ. ছুটি হলে বাড়ি যাব
ঘ. ঘণ্টা বেজেছে
১২। আমরা বই পড়ি_ এখানে 'পড়ি' ক্রিয়াটি কোন ভাবের উদাহরণ?
ক. অনুজ্ঞা ভাব খ. নির্দেশক ভাব
গ. আকাঙ্ক্ষা ভাব ঘ. শর্তবাচক ভাব
১৩। নিচের কোনটি প্রশ্ন জিজ্ঞাসায় নির্দেশক ভাবের উদাহরণ?
ক. তারা বাড়ি যাবে
খ. বকুল সিঙ্গাপুরে থাকে
গ. আপনি কি আসবেন
ঘ. শিমুল ভাত খায়নি
১। ভাবের ভিন্নতা বিবেচনায় ক্রিয়ার ভাবকে কয় ভাগে ভাগ করা যায়?
ক. দু'ভাগে খ. তিন ভাগে
গ. চার ভাগে ঘ. পাঁচ ভাগে
২। ক্রিয়ার যে অবস্থার সাহায্যে ক্রিয়ার কাজের ধরন বা প্রকার বোঝা যায় তাকে কী বলে?
ক. ক্রিয়ার ভাব খ. ক্রিয়ার কাল
গ. ক্রিয়ার শর্ত ঘ. ক্রিয়ার সাদৃশ্য
৩। ভাব প্রকাশের জন্য একই ধাতু থেকে তৈরি ক্রিয়ার মধ্যে কী থাকে?
ক. বৈশিষ্ট্য খ. বৈচিত্র্য
গ. বৈভব ঘ. সাদৃশ্য
৪। কী থেকে ক্রিয়াপদের উৎপত্তি হয়?
ক. শব্দ থেকে খ. ধাতু থেকে
গ. কর্ম থেকে ঘ. প্রাতিপদিক থেকে
৫। বাক্যের যে ক্রিয়াপদ দিয়ে সাধারণভাবে কোনো কাজের ধরন নির্দেশ করে তাকে কী বলে?
ক. নির্দেশক ভাব খ. অনুজ্ঞা ভাব
গ. সাধারণ ভাব ঘ. শর্তবাচক ভাব
৬। কোন ক্রিয়াপদের মাধ্যমে বাক্যে প্রতিফলিত আদেশ, উপদেশ, অনুরোধ ইত্যাদি বোঝানো হয়, তাকে কোন ভাব বলে?
ক. শর্তবাচক ভাব
খ. অনির্দেশক ভাব
গ. অনুজ্ঞা ভাব
ঘ. অনুরোধ ভাব
৭। নিচের কোনটি নির্দেশক ভাবের বাক্য?
ক. রানা দেশে গেছে
খ. সে এলে আমি যাব
গ. এখন বাড়ি যাও
ঘ. সে ভালো হয়ে উঠুক
৮। যখন কোনো বাক্যে কোনো ক্রিয়া পদের কাজ অপর কোনো ক্রিয়াপদের ওপর নির্ভরশীল হয়, তখন ওই নির্ভরশীল ক্রিয়ার ভাবকে কী বলে?
ক. নির্দেশক ভাব
খ. সাধারণ ভাব
গ. আকাঙ্ক্ষাবাচক ভাব
ঘ. শর্তবাচক ভাব
৯। নিচের কোন বাক্যটি নির্দেশক ভাবের উদাহরণ নয়?
ক. রানা দেশে গেছে
খ. লিলি পড়ছে
গ. বৃষ্টি এলে ঘরে থাকব
ঘ. রবি অসুস্থ
১০। কোনটি আকাঙ্ক্ষাবাচক ভাবের উদাহরণ?
ক. সব পড়া বল খ. রুমা ঘুমাচ্ছে
গ. ঝুমা এসেছে ঘ. বৃষ্টি নামুক
১১। কোনটি শর্তবাচক ভাবের উদাহরণ?
ক. তোমরা ভালো থাক
খ. আমি ভালো আছি
গ. ছুটি হলে বাড়ি যাব
ঘ. ঘণ্টা বেজেছে
১২। আমরা বই পড়ি_ এখানে 'পড়ি' ক্রিয়াটি কোন ভাবের উদাহরণ?
ক. অনুজ্ঞা ভাব খ. নির্দেশক ভাব
গ. আকাঙ্ক্ষা ভাব ঘ. শর্তবাচক ভাব
১৩। নিচের কোনটি প্রশ্ন জিজ্ঞাসায় নির্দেশক ভাবের উদাহরণ?
ক. তারা বাড়ি যাবে
খ. বকুল সিঙ্গাপুরে থাকে
গ. আপনি কি আসবেন
ঘ. শিমুল ভাত খায়নি
No comments:
Post a Comment