Saturday, November 10, 2012

প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার প্রস্তুতি : সমাজ

প্রশ্ন : — সালে বাংলা বিহার উড়িষ্যার নবাব হন সিরাজউদ্দৌলা।
উত্তর : ১৭৫৬ সালে বাংলা বিহার উড়িষ্যার নবাব হন সিরাজউদ্দৌলা।
প্রশ্ন : — সালে মুসলিম লীগ গঠিত হয়।
উত্তর : ১৯০৬ সালে মুসলিম লীগ গঠিত হয়।
প্রশ্ন : বেগম রোকেয়াকে নারীজাগরণের — বলা হয়।
উত্তর : বেগম রোকেয়াকে নারীজাগরণের অগ্রদূত বলা হয়।
প্রশ্ন : ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে বাংলা গদ্যের — বলা হয়।
উত্তর : ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে বাংলা গদ্যের জনক বলা হয়।
প্রশ্ন : — সালে বেগম রোকেয়া জন্মগ্রহণ করেন।
উত্তর : ১৮৮০ সালে বেগম রোকেয়া জন্মগ্রহণ করেন।
প্রশ্ন : ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর হিন্দু সমাজে — প্রথা চালু করেন।
উত্তর : ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর হিন্দু সমাজে বিধবা বিবাহ প্রথা চালু করেন।
প্রশ্ন : মুক্তিযুদ্ধে সারা বাংলাদেশকে —টি সেক্টরে ভাগ করা হয়।
উত্তর : মুক্তিযুদ্ধে সারা বাংলাদেশকে ১১টি সেক্টরে ভাগ করা হয়।
প্রশ্ন : ১৪ ডিসেম্বর আমরা শহীদ — দিবস পালন করি।
উত্তর : ১৪ ডিসেম্বর আমরা শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করি।
প্রশ্ন : মুক্তিযুদ্ধে সবচেয়ে মর্যাদাপূর্ণ উপাধি হলো —।
উত্তর : মুক্তিযুদ্ধে সবচেয়ে মর্যাদাপূর্ণ উপাধি হলো বীরশ্রেষ্ঠ।
প্রশ্ন : গারো উপজাতির অধিকাংশ মানুষই — ও — জেলায় বাস করে। উত্তর : গারো উপজাতির অধিকাংশ মানুষই ময়মনসিংহ ও টাঙ্গাইল জেলায় বাস করে।
প্রশ্ন : পাহাড়ে যে গারোরা বাস করে তাদের বলা হয়—।
উত্তর : পাহাড়ে যে গারোরা বাস করে তাদের বলা হয় আচ্ছিক।
প্রশ্ন : গারোদের ধর্মের নাম —।
উত্তর : গারোদের ধর্মের নাম সংসারেক।
প্রশ্ন : গারোদের সমাজ —।
উত্তর : গারোদের সমাজ মাতৃতান্ত্রিক।
প্রশ্ন : খাসিয়া সমাজে একই গোত্রে — হয় না।
উত্তর : খাসিয়া সমাজে একই গোত্রে বিয়ে হয় না।
প্রশ্ন : মনিপুরীদের নিজস্ব — ও — আছে।
উত্তর : মনিপুরীদের নিজস্ব ভাষা ও বর্ণমালা আছে।
প্রশ্ন : ফ্রান্সের রান্নাকে এক ধরনের — বলা হয়।
উত্তর : ফ্রান্সের রান্নাকে এক ধরনের শিল্প বলা হয়।
প্রশ্ন : ফ্রান্সের মানুষকে — বলা হয়।
উত্তর : ফ্রান্সের মানুষকে খাদ্যরসিক বলা হয়।
প্রশ্ন : বিশ্ব শান্তি প্রতিষ্ঠার জন্য ১৯৪৫ সালে গঠিত হয় —।
উত্তর : বিশ্ব শান্তি প্রতিষ্ঠার জন্য ১৯৪৫ সালে গঠিত হয় জাতিসঙ্ঘ।
প্রশ্ন : জাতিসঙ্ঘের সদর দফতর যুক্তরাষ্ট্রের — শহরে অবস্থিত।
উত্তর : জাতিসঙ্ঘের সদর দপ্তর যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরে অবস্থিত।
প্রশ্ন : শিশুসহ সকল মানুষের জন্য জাতিসঙ্ঘের যে প্রতিষ্ঠানটি কাজ করে তার নাম —।
উত্তর : শিশুসহ সকল মানুষের জন্য জাতিসঙ্ঘের যে প্রতিষ্ঠানটি কাজ করে তার নাম ইউনেস্কো।

No comments:

Post a Comment

Composition on Female Education in Bangladesh for Examination

  Female Education in Bangladesh Education is a light to which everybody has the equal right. Education is the backbone of a nation. The ...