Monday, November 12, 2012

এসএসসি পরীক্ষার্থীদের বাংলা দ্বিতীয় পত্র

১। পূর্বপদে উপসর্গ বসে কোন সমাসে?
ক. নিত্য খ. বহুব্রীহি গ. উপপদ ঘ. প্রাদি
২। কোনটি প্রাদি সমাস?
ক. প্রগতি খ. রক্তাক্ত গ. প্রতিদিন ঘ. গরুমারা
৩। কী উদ্দেশ্যে সমাসের সৃষ্টি?
ক. শব্দ প্রসার খ. শব্দ লোপ
গ. শব্দ সংক্ষেপ ঘ. শব্দ মাধুর্য
৪। কর্মধারয় সমাসে সাধারণত বিশেষণ পদ কোথায় বসে?
ক. পরে খ. মাঝে গ. আগে ঘ. শেষে
৫। 'খোশমেজাজ' কোন শ্রেণীর বহুব্রীহি সমাস?
ক. সমানাধিকরণ খ. ব্যাধিকরণ
গ. ব্যতিহার ঘ. মধ্যপদলোপী
৬। ঈষৎ রক্তিম=আরক্তিম 'আ' কী অর্থে ব্যবহূত হয়েছে?
ক. অনতিক্রম্যতা খ. ঈষৎ গ. বিরোধ ঘ. সমগ্র
৭। 'সাহিত্যবিশারদ' কোন সমাসের উদাহরণ?
ক. দ্বিতীয়া তৎপুরুষ খ. ষষ্ঠী তৎপুরুষ
গ. সপ্তমী তৎপুরুষ ঘ. পঞ্চমী তৎপুরুষ
৮। 'স্কুল পালানো'-এর সঠিক ব্যাসবাক্য কোনটি?
ক. স্কুল রূপ পালানো খ. স্কুল থেকে পালানো
গ. স্কুল দ্বারা পালানো ঘ. স্কুল পালায় যে
৯। 'বাগদত্তা' শব্দটির ব্যাসবাক্য কী হবে?
ক. বাককে দত্তা খ. বাক দ্বারা দত্তা
গ. বাক দিয়ে দত্তা ঘ. বাক্যের ন্যায় দত্তা
১০। ইঁদুর-বিড়াল এটি কোন দ্বন্দ্ব সমাসের উদাহরণ?
ক. একশেষ খ. অলুক গ. বিরোধার্থক ঘ. বিপরীতার্থক
১১। 'হজ যাত্রা' কোন সমাসের উদাহরণ?
ক. চতুর্থী তৎপুরুষ খ. পঞ্চমী তৎপুরুষ
গ. তৃতীয়া তৎপুরুষ ঘ. সপ্তমী তৎপুরুষ
১২। 'রাজপথ' কোন সমাস?
ক. দ্বিতীয়া তৎপুরুষ খ. সপ্তমী তৎপুরুষ
গ. ষষ্ঠী তৎপুরুষ
ঘ. পঞ্চমী তৎপুরুষ
১৩। দ্বিগু সমাস কোন অর্থে ব্যবহূত হয়?
ক. সমাহার খ. সমাচার
গ. সমাপন ঘ. সমারোহ
১৪। কোনটি নিত্য সমাসের সমস্ত পদ?
ক. সেতার খ. দেশান্তর গ. বেতার ঘ. সহোদর
১৫। 'নিমিত্ত' বোঝালে কোন সমাস হয়?
ক. দ্বিতীয়া তৎপুরুষ খ. চতুর্থী তৎপুরুষ
গ. ক ও খ ঘ. পঞ্চমী তৎপুরুষ
১৬। সমাসের সঙ্গে কোনটির কিছুটা মিল আছে?
ক. কারক খ. ধাতু গ. প্রকৃতি ঘ. সন্ধি
১৭। কৃদন্তপদের সঙ্গে উপপদের যে সমাস হয় তার নাম কী?
ক. প্রাদি সমাস খ. উপপদ তৎপুরুষ
গ. দ্বিতীয়া তৎপুরুষ ঘ. নঞ তৎপুরুষ
১৮। 'প-িতমুখ' কোন শ্রেণীর বহুব্রীহি সমাস?
ক. নিপাতনে সিদ্ধ খ. মধ্যপদলোপী
গ. অলুক ঘ. ব্যতিহার
১৯। সংস্কৃতের নিয়ম খাটে না কোন সমাসে?
ক. সংস্কৃত সমাসে খ. ফারসি সমাসে
গ. আরবি সমাসে ঘ. খাঁটি বাংলা সমাসে
২০। অন্য অর্থ প্রধান সমাস কোনটি?
ক. দ্বিগু খ. দ্বন্দ্ব গ. কর্মধারয় ঘ. বহুব্রীহি
২১। উপপদ তৎপুরুষ সমাসের উদাহরণ কোনটি?
ক. ত্রিকাল খ. বনচর
গ. দম্পতি ঘ. অসাধ্য
২২। 'অহ্নের (দিনের) মধ্যভাগ=মধ্যাহ্ন এর সমাসের নাম কোনটি?
ক. চতুর্থী তৎপুরুষ খ. পঞ্চমী তৎপুরুষ
গ. ষষ্ঠী তৎপুরুষ ঘ. সপ্তমী তৎপুরুষ
২৩। সমার্থক দ্বন্দ্ব সমাসের ব্যাসবাক্যসহ সমস্তপদ কোনটি?
ক. আয় ও ব্যয় = আয়-ব্যয়
খ. ধোয়া ও মোছা = ধোয়া-মোছা
গ. সাত ও পাঁচ = সাত-পাঁচ
ঘ. কাগজ ও পত্র = কাগজপত্র
২৪। 'অন্য গ্রাম = গ্রামান্তর' কোন সমাস?
ক. নিত্য ষষ্ঠী তৎপুরুষ খ নিত্য সমাস
গ. অলুক সমাস
ঘ. প্রাদি তৎপুরুষ
২৫ 'উদ্বেল' কোন সমাস?
ক. কর্মধারয় খ. অব্যয়ীভাব
গ. বহুব্রীহি ঘ. তৎপুরুষ
২৬। সংগতির অভাব কোনটিতে?
ক. মুখ চন্দ্রের ন্যায়= মুখচন্দ্র
খ. আশীতে (দাঁতে) বিষ যার = আশীবিষ
গ. দশ গজ পরিমাণ যার = দশগজী
ঘ. বে (নাই) হেড যার = বেহেড।
উত্তরমালা : ১-ঘ, ২-ক, ৩-গ, ৪-গ, ৫-ক, ৬-খ, ৭-গ, ৮-খ, ৯-খ, ১০-গ, ১১-ক, ১২-গ, ১৩-ক, ১৪-খ, ১৫-খ, ১৬-ঘ, ১৭-খ, ১৮-গ, ১৯-ঘ, ২০-ঘ, ২১-খ, ২২-গ, ২৩-খ, ২৪-ঘ, ২৫-খ, ২৬-ক।

No comments:

Post a Comment