Sunday, November 11, 2012

রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা-২০১২সমাজ

প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা-২০১২
পরিবেশ পরিচিতি-সমাজ
নমুনা প্রশ্ন : ২
১। যোগ্যতাভিত্তিক বহুনির্বাচনি প্রাশ্নের উত্তর লিখ : ১Í১০=১০

ক) যৌতুকের কারণে অনেক নারী কিসের শিকার হচ্ছেন?

র) নির্যাতনের রর) ধূমপানের
ররর) ভালোবাসার রা) অনৈতিক কাজের
খ) কেনিয়া কত সালে স্বাধীন হয়?
র) ১৯৫৩ সালে রর) ১৯৬৩ সালে
ররর) ১৯৭৩ সালে রা) ১৯৮৩ সালে
গ) কার আমলে লালবাগ দুর্গ নির্মিত হয়?
র) সম্রাট আকবরের সময়
রর) সম্রাট জাহাঙ্গীরের সময়
ররর) সুলতান ইলিয়াস শাহের সময়
রা) আহমদ শাহ ও শায়েস্তা খানের সময়
ঘ) রাষ্ট্রীয় সম্পদের সুষ্ঠু ব্যবহার, রক্ষণাবেক্ষণ ও যতœ নেওয়া আমাদের সবার কর্তব্য কেন?
র) রাষ্ট্রের উন্নতি জড়িত বলে
রর) সরকারের উন্নতি জড়িত বলে
ররর) সবার উন্নতি জড়িত নয় বলে
রা) সবার উন্নতি জড়িত বলে
ঙ) মানবাধিকার সংরক্ষণে কোন প্রতিষ্ঠান সবচেয়ে বেশি ভূমিকা রাখে?
র) বিশ্ব খাদ্য সংস্থা রর) বিশ্ব স্বাস্থ্য সংস্থা
ররর) জাতিসংঘ রা) বিশ্ব ব্যাংক
চ) জনসংখ্যা দ্রুত বৃদ্ধি পাচ্ছে কেন?
র) জন্মহার কম রর) নিম্ন জন্মহার
ররর) অধিক জন্মহার রা) সাক্ষরতার হার বেশি
ছ) ভগলপুর থেকে বেগম রোকেয়া স্কুলটি কোথায় স্থানান্তর করেন?
র) কলকাতায় রর) ঢাকায়
ররর) দিল্লিতে রা) গ্রামে
জ) মানবকল্যাণ ও সমাজ সংস্কারে অনবদ্য অবদান রাখেনÑ
র) কাজী নজরুল ইসলাম রর) রবীন্দ্রনাথ ঠাকুর
ররর) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রা) বেগম রোকেয়া
ঝ) মনিপুরীদের ভাষার নাম কি?
র) মনিপুরী রর) ইন্নফি
ররর) সৈ তৈ পাঙ্গম রা) মৈথেয়ী
ঞ) পুন্ড্রনগর প্রতিষ্ঠা করেছিল কোন বংশীয় শাসকেরা?
র) মৌর্য বংশীয় রর) সেন বংশীয়
ররর) পাল বংশীয় রা) গুপ্ত ও চন্দ্র বংশীয়

২। শূন্যস্থান পূরণ কর: ২Í৫=১০


ক) ৫ জুন কেÑ হিসেবে ঘোষণা করা হয়।

খ) সিপাহী বিদ্রোহকেÑ প্রথম সংগ্রামও বলা হয়।
গ) পঁচিশে Ñ রাতকে কালরাত বলা হয়।
ঘ) ফ্রান্সের মানুষÑ ধর্মাবলম্বী।
ঙ) নেতৃত্ব মানুষেরÑ গুণ।

৩। বাক্যটি খাতায় তুলে ডান পাশে শুদ্ধ/ অশুদ্ধ লিখ: ২Í৫=১০


ক) ১৯৭১ সালের ১৭ই এপ্রিল মুজিবনগরে অস্থায়ী বাংলাদেশ সরকার শপথ গ্রহণ করে।

খ) “বাঙালাহ” নামটি ইলিয়াস শাহের সময়ে শুরু হয়।
গ) যৌতুক একটি প্রচলিত সামাজিক প্রথা।
ঘ) বাংলাদেশ রপ্তানিপ্রধান একটি দেশ।
ঙ) মহাস্থানগড় বরিশাল জেলায় অবস্থিত।
৪। বাম পাশের বাক্যাংশের সাথে ডান পাশের বাক্যাংশ মিল কর : ২Í৪=৮
৫। সংক্ষেপে উত্তর দাও ( যে কোন ১০টি): ৩Í১০=৩০

ক) এলাকায় বৃক্ষরোপণ ও পরিচর্যা করা উচিত কেন?

খ) জাতীয় পরিবেশ নীতি সমূহ কি কি?
গ) জাতিসংঘ ঘোষিত মানবাধিকারগুলো কি কি?
ঘ) মুক্তিযুদ্ধে প্রবাসী সরকারের ভূমিকা কি?
ঙ) রাষ্ট্রীয় সম্পদকে কেন জনসম্পদ বলা হয়।
চ) খাসিয়াদের প্রধান খাদ্য কি কি? ছ) নাগরিকের রাজনৈতিক ও সামাজিক অধিকার কি?
জ) মানচিত্র আঁকার জন্য ছক বর্গ কিভাবে করতে হয়?
ঝ) পরিবেশ দূষণের কারণগুলো কি?
ঞ) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কি প্রথা চালু করেন?
ট) মধ্যযুগে বাংলার বিনোদনের কি ব্যবস্থা ছিল
(ঠ) বাংলাদেশের প্রধান কয়েকটি শিল্পের নাম লিখ।

৬। বর্ণনামূলক প্রশ্নের উত্তর লিখ (যে কোন ৪টি): ৪Í৮=৩২


ক) বাংলাদেশের মুক্তিযুদ্ধের বর্ণনা দাও।

খ) দ্রুত জনসংখ্যা বৃদ্ধির কারণসমূহ কি কি?
গ) জাতিসংঘ কখন প্রতিষ্ঠিত হয়? এর প্রধান উদ্দেশ্য কি?
ঘ) বেগম রোকেয়া ও ঈশ্বরচন্দ্র আজীবন কি করেছেন?
ঙ) আমরা কেন শ্রমজীবীদের উপর নির্ভরশীল? তাদেরকে আমাদের শ্রদ্ধা করা উচিত কেন?
চ) সংস্কারক হিসেবে রাজা রামমোহন রায় কি অবদান রেখেছেন?

No comments:

Post a Comment

Composition on Female Education in Bangladesh for Examination

  Female Education in Bangladesh Education is a light to which everybody has the equal right. Education is the backbone of a nation. The ...