Sunday, November 11, 2012

২০১৩ সালের এসএসসি পরীক্ষার প্রস্তুতি : জীববিজ্ঞানের বহুনির্বাচনী প্রশ্ন

জীববিজ্ঞানের ‘অধ্যায় এক : জীববিজ্ঞান পরিচিতি’ থেকে ৩৭টি গুরুত্বপূর্ণ বহুনির্বাচনী প্রশ্ন নিয়ে আলোচনা করা হলো।
১. Historia animalium বইটির লেখক কে?
(ক) ক্যারোলাস লিনিয়াস    (খ) ইবনে সিনা
(গ) অ্যারিস্টটল (ঘ) সক্রেটিস
২. জীববিজ্ঞানের কোন শাখায় জীবের উৎপত্তি ও ক্রমবিকাশ সম্পর্কে আলোচনা করা হয়?
(ক) ইভোলিউশন (খ) ইকোলজি
(গ) মরফোলজি   (ঘ) মাইকোলজি
৩. জীববিজ্ঞানের কোন শাখায় শৈবাল সম্বন্ধে আলোচনা করা হয়?
(ক) ফাইকোলজি   (খ) মাইকোলজি
(গ) ভাইরোলজি   (ঘ) হেলমিনথোলজি
৪. জীববিজ্ঞানের কোন শাখায় ছত্রাক সম্পর্কে আলোচনা করা হয়?
(ক) ফাইকোলজি   (খ) মাইকোলজি
(গ) ভাইরোলজি   (ঘ) হেলমিনথোলজি
৫. জীববিজ্ঞানের জনক বলা হয় কাকে?
(ক) ইবনে সিনা   (খ) লিনিয়াস
(গ) থিওফ্রাসটাস   (ঘ) অ্যারিস্টটল
৬. প্রাণিবিজ্ঞানের জনক কে?
(ক) অ্যারিস্টটল (খ) থিওফ্রাসটাস
(গ) ক্যারোলাস লিনিয়াস    (ঘ) জর্জ বেনথাম
৭. কে সর্বপ্রথম প্রাণিবিজ্ঞানকে বিজ্ঞানের একটা শাখা হিসেবে প্রতিষ্ঠিত করেন?
(ক) অ্যারিস্টটল (খ) থিওফ্রাসটাস
(গ) আলবিরুনী  (ঘ) ইবনে সিনা
৮. অ্যারিস্টটল লেছবছ নামে একটি দ্বীপে একাধারে কত বছর অবস্থান করে?
(ক) ৩ বছর (খ) ৫ বছর (গ) ৬ বছর (ঘ) ৭ বছর
৯. স্যার মেলভিন ক্যালভিন কত সালে নোবেল পুরস্কার লাভ করেন?
(ক) ১৯১১ সালে (খ) ১৯৩১ সালে
(গ) ১৯৬১ সালে (ঘ) ১৯১৮ সালে
১০. উদ্ভিদবিজ্ঞানের জনক কে?
(ক) থিওফ্রাসটাস (খ) মেন্ডেল
(গ) অ্যারিস্টটল (ঘ) ডারউইন
১১. কোন বিজ্ঞানী গজনীর সুলতান মাহমুদের সময় ভারতবর্ষে বেড়াতে আসেন?
(ক) আল নাফিস     (খ) আলবিরুনী
(গ) সালিম আলী     (ঘ) আলেকজান্ডার ফেমিং
১২. কোন বিজ্ঞানী চিকিৎসাশাস্ত্রের ওপর ১৬টি বই লেখেন?
(ক) আলবিরুনী   (খ) ইবনে সিনা
(গ) ডেভিড প্রেইন (ঘ) জর্জ বেনথাম
১৩. সর্বপ্রথম কে মানবদেহে রক্ত সঞ্চালন প্রক্রিয়ার বর্ণনা দেন?
(ক) আন নাফিস (খ) ইবনে সিনা
(গ) ফেমিং             (ঘ) আলবিরুনী
১৪. ‘ডিম্বাণু থেকেই সকল জীবনের সূত্রপাত’Ñ এটি কার মতবাদ?
(ক) লিউয়েন হুক  (খ) উইলিয়াম হার্ভে
(গ) ফেমিং             (ঘ) ইবনে সিনা
১৫. শারীরবিদ্যার জনক বলা হয় কাকে?
(ক) ইবনে সিনা   (খ) সালিম আলী
(গ) উইলিয়াম হার্ভে       (ঘ) আলবিরুনী
১৬. On the motion of the heart and blood in animals গ্রন্থটির রচয়িতা কে?
(ক) উইলিয়াম হার্ভে       (খ) আন নাফিস
(গ) ইবনে সিনা   (ঘ) অ্যারিস্টটল
১৭. শ্রেণীকরণবিদ্যার জনক কে?
(ক) ক্যারোলাস লিনিয়াস    (খ) আন নাফিস
(গ) ইবনে সিনা   (ঘ) ফেমিং
১৮. দ্বিপদ নামকরণের প্রবর্তক কে?
(ক) লিনিয়াস (খ) ফেমিং
(গ) ক্যালভিন (ঘ) ডারউইন
১৯. অরিজিন অব স্পিসিস বইটির রচয়িতা কে?
(ক) মেনডেল     (খ) সালিম আলী
(গ) ডারউইন    (ঘ) বেনথাম
২০. ডারউইনের সাথে প্রাকৃতিক নির্বাচন তত্ত্বের ঘোষণা দেন কে?
(ক) ব্যাশাম (খ) প্রেইন (গ) ওয়ালেস (ঘ) ক্রেবস
২১. জেনেটিকস বা বংশগতিবিদ্যার জনক কে?
(ক) মেনডেল (খ) লিনিয়াস (গ) ওয়াটসন (ঘ) ফেমিং
২২. কোন বিজ্ঞানী মালয় উপদ্বীপে আট বছর গবেষণা করে The Malay Archipelago লিখেছেন?
(ক) রাসেল ওয়ালেস       (খ) জর্জ বেনথাম
(গ) হেনলি হাক্সলি        (ঘ) রবার্ট ডারউইন
২৩. সরীসৃপ পূর্বপুরুষ থেকে বিবর্তনের ধারায় পাখিদের উদ্ভব হয়েছে। কে প্রমাণ করেন?
(ক) আলেকজান্ডার ফেমিং (খ) সালিম আলী
(গ) ক্যালভিন    (ঘ) হাক্সলি
২৪. প্রোটোপ্লাজমকে জীবনের ভৌত ভিত্তি হিসেবে কে উল্লেখ করেছেন?
(ক) মেনডেল (খ) অ্যারিস্টটল
(গ) হাক্সলি (ঘ) ফেমিং
২৫.Bengalplants Ges Flora of Sundribuns এগুলোর গ্রন্থাকার কে?
(ক) ইবনে সিনা   (খ) আলবিরুনী
(গ) জর্জ বেনথাম (ঘ) ডেভিড প্রেইন
২৬. কোন ইংরেজ বিজ্ঞানীর প্রথম কর্মস্থল ছিল নোয়াখালীর লক্ষ্মীপুরে?
(ক) ডেভিড প্রেইন        (খ) স্যার হ্যানস ক্রেবস
(গ) জর্জ বেনথাম (ঘ) রাসেল ওয়ালেস
২৭. The Birdman of India বলা হয় কাকে?
(ক) জগদীশ চন্দ্র বসু      (খ) সালিম আলী
(গ) ইবনে সিনা   (ঘ) ডেভিড প্রেইন
২৮. কত সালে ভারত সরকার সালিম আলীকে পদ্মভূষণ উপাধিতে ভূষিত করেন?
(ক) ১৮৯৭ সালে (খ) ১৮৮৩ সালে
(গ) ১৯৮৩ সালে (ঘ) ১৯৫৪ সালে
২৯. ১৯৫৩ সালে মেডিসিন এবং ফিজিওলজিতে নোবেল পুরস্কার লাভ করেন কোন বিজ্ঞানী?
(ক) মেলভিন ক্যালভিন     (খ) স্যার হ্যানস ক্রেবস
(গ) আলেকজান্ডার ফেমিং (ঘ) ডেভিড প্রেইন
৩০. DNA অণুর আণবিক গঠন আবিষ্কারের সাথে কে বা কারা জড়িত?
(ক) ওয়াটসন (খ) ক্রিক (গ) ক্যালভিন (ঘ) ক ও খ
৩১. কত সালে বিজ্ঞানী জেমস ওয়াটসন এবং ফ্রানসিস ক্রিক নোবেল পুরস্কারে ভূষিত হন?
(ক) ১৯৪৫ সালে (খ) ১৯৫৩ সালে
(গ) ১৯৬৩ সালে (ঘ) ১৯৮৩ সালে
৩২। গ্রেগর জোহান মেন্ডেল কী জন্য বিখ্যাত?
ক. প্রাকৃতিক নির্বাচন মতবাদের জন্য
খ. রক্ত চলাচল প্রক্রিয়া আবিষ্কারের জন্য
গ. পেনিসিলিন আবিষ্কারের জন্য
ঘ. বংশগতির সূত্রের জন্য
৩৩. জীববিজ্ঞানের যে শাখায় জীবের বাহ্যিক ও অভ্যন্তরীণ গঠন সম্বন্ধে আলোচনা করা হয় তার নাম কী?
(ক) হিস্টোলজি    (খ) ফিজিওলজি
(গ) মরফোলজি   (ঘ) এনাটমি
৩৪. পেনিসিলিন নামক অ্যান্টিবায়োটিকের আবিষ্কারক কে?
(ক) ডেভিড প্রেইন    (খ) সালিম আলী
(গ) ইবনে সিনা         (ঘ) আলেকজান্ডার ফেমিং
৩৫। বাংলাদেশের উদ্ভিদের বিশদ বিবরণ প্রদানের জন্য কোন বিজ্ঞানীর অবদান বেশি?
i. অ্যারিস্টটল ii. থিওফ্রাসটাস iii. ডেভিড প্রেইন
নিচের কোনটি সঠিক?
ক. i খ. ii গ. iii ঘ. ii ও iii
নিচের অনুচ্ছেদ অবলম্বনে ৩৬ ও ৩৭ নং প্রশ্নের উত্তর দাও :
প্রকৃতিতে জীবের উদ্ভব সম্পর্কে ওপারিনের মতবাদ অধিক গ্রহণযোগ্য। এ মতবাদ অনুযায়ী জীব সৃষ্টির শুরুতে বিভিন্ন গ্যাসের সংমিশ্রণে জীবনের প্রথম অণু অ্যামাইনো অ্যাসিডের সৃষ্টি হয়। অতঃপর অ্যামাইনো অ্যাসিডকে অন্তর্ভুক্ত করেই জলজ পরিবেশে প্রথম কোষ বা জীবনের উদ্ভব হয়। প্রথম কোষ নিউকিয়াসবিহীন ছিল। তা থেকে নিউকিয়াসযুক্ত কোষ এবং পরবর্তী সময়ে বহুকোষী জীবের উদ্ভব হয়।
৩৬। ওপারিনের মতবাদ অনুযায়ী এবং প্রতিষ্ঠিত বৈজ্ঞানিক যুক্তিতে জীব সৃষ্টির শুরু থেকে বর্তমানের দিকে পরপর সাজালে নিচের কোনটি সঠিক?
ক. অ্যামাইনো অ্যাসিডম এককোষী শৈবালম ব্যাকটেরিয়াম এককোষী অ্যামিবা
খ. অ্যামাইনো অ্যাসিডম এককোষী অ্যামিবাম ব্যাকটেরিয়াম এককোষী শৈবাল
গ. অ্যামাইনো অ্যাসিডম ব্যাকটেরিয়াম এককোষী শৈবালম এককোষী অ্যামিবা
ঘ. অ্যামাইনো অ্যাসিডম ব্যাকটেরিয়াম এককোষী অ্যামিবাম এককোষী শৈবাল
৩৭. ওপারিনের মতবাদ অনুযায়ী এবং প্রতিষ্ঠিত বৈজ্ঞানিক যুক্তিতে স্থলজ পরিবেশে নিচের কোন জীবটির আগমন সবার শেষে ঘটার কথা?
ক. পাখি খ. মানুষ গ. মহিষ ঘ. বটবৃক্ষ
উত্তর : ১. গ, ২. ক, ৩. ক, ৪. খ, ৫. ঘ, ৬. ক,
৭. ক, ৮. খ, ৯. গ, ১০. ক, ১১. খ, ১২. খ, ১৩. ক, ১৪. খ, ১৫. গ, ১৬. ক, ১৭. ক, ১৮. ক, ১৯. গ, ২০. গ, ২১. ক, ২২.ক, ২৩. ঘ, ২৪. গ, ২৫. ঘ, ২৬. ক, ২৭. খ, ২৮. গ, ২৯. খ, ৩০. ঘ, ৩১. গ, ৩২. ঘ, ৩৩. গ ৩৪. ঘ ৩৫. গ ৩৬. খ ৩৭. খ।

No comments:

Post a Comment

Composition on Female Education in Bangladesh for Examination

  Female Education in Bangladesh Education is a light to which everybody has the equal right. Education is the backbone of a nation. The ...