Tuesday, November 13, 2012

প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা ২০১২মডেল প্রশ্ন : গণিত






সময়: ঘণ্টা পূর্ণমান: ১০০
, এবং ১৪ নং প্রশ্নসহ দশটি প্রশ্নের উত্তর দিতে হবে
১। সংক্ষেপে উত্তর দাও  ১ী১০=১০
. ছয় অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যার আগের সংখ্যাটি কত?
. ১৮-এর সবগুলো গুণনীয়ক লেখ।
. ২৫ সে. মি. মিটারের কত অংশ?
. -এর চারটি গুণিতক কী কী?
. ১৭. কে শতকরায় প্রকাশ কর।
. হেক্টর সমান কত বর্গমিটার?
. ঘনমিটার সমান কত মিটার?
. দুইটি পরস্পর সম্পূরক কোণের সমষ্টি কত?
. ২০০১ সাল থেকে ২১০০ সাল পর্যন্ত কোন শতাব্দী?
. বৃত্তের বৃহত্তম জ্যা কে কী বলে?
২। . সঠিক উত্তরটি খাতায় লেখ ১ী৫=
i.
জনসংখ্যার ঘনত্ব সবচেয়ে কোন জেলায় কম?
. ঢাকা   . রাজশাহী  . বান্দরবান  . মেহেরপুর
ii.
+ = ১৫, এই যোগটি বন্ধ ক্যালকুলেটরে করতে কয়টি বোতামে চাপ দিতে হবে?
. ৩টি   . ৪টি   . ৫টি   . ১৫টি
ররর. সূক্ষ্মকোণী ত্রিভুজের কয়টি কোনো
সূক্ষ্মকোণ থাকে?
. ১টি  . ২টি . ৩টি  . কোনটি নয়
রা. হিজরি সালেরশাবানকততম মাস?
. ৭ম . ৮ম . ৯ম . ১০ম
iv. --
কে শতকরায় প্রকাশ করলে কত হবে?
. ১০০% . ১৫০% .২০০% . ২৫০%
v.
শূন্যস্থান পূরণ করে বাক্যটি খাতায় লেখ:          ১ী৫=
i.
.সা.গু = লঘিষ্ঠ সাধারণ--
ii.
গণিতে বিভিন্ন--ব্যবহার করা হয়
iii.
শতকরাকে -- বলা হয়
iv.
আদমশুমারি -- বছর পর পর হয়ে থাকে
v.
বাংলা মতে-- থেকে দিন তারিখ শুরু হয়।
৩। পিতা পুত্রের বয়সের সমষ্টি ৬০ বছর। পিতার বয়স পুত্রের বয়সের গুণ হলে কার বয়স কত?    ১০
৪। কোনো শিবিরে ১২০০ জন সৈন্যের ২৮ দিনের খাদ্য আছে। শিবির হতে ৪০০ জন সৈন্য চলে গেলে বাকি সৈন্যের খাদ্যে কতদিন চলবে?
৫। ১৩টি সংখ্যার যোগফল ১৯২৪। এদের ৭টি সংখ্যার গড় ১৭২, বাকি ৬টি সংখ্যার গড় কত?    ১০
৬। পাঁচটি ঘণ্টা একত্রে বেজে পরে , , ১২, ১৫ এবং ৩০ সেকেন্ড অন্তর বাজতে লাগলো। ন্যূনতম কতক্ষণ পর ঘণ্টাগুলো পুনরায় একত্রে বাজবে?     ১০
৭। একটি পিলারের অংশ মাটির নিচে এবং বাকি অংশ মাটির উপরে আছে। মাটির নিচে মিটার পিলার থাকলে, মাটির উপরে কত মিটার আছে?    ১০
৮। দুইটি সংখ্যার যোগফল ৭০.৬০। বড় সংখ্যাটি ছোট সংখ্যা থেকে .৫০ বেশি। সংখ্যা দুইটি নির্ণয় কর।    ১০
৯। মুনাফার হার % হলে, কত টাকার বছরের মুনাফা ১৮০ টাকা হবে?     ১০
১০। একটি আয়তাকার বাগানের ক্ষেত্রফল ৩৩৯২ বর্গ সে.মি. এর দৈর্ঘ্য ৬৪ সে.মি. হলে, প্রস্থ কত?     ১০
১১। ১৫টি পরিবারে সাপ্তাহিক আয় (টাকায়) দেয়া হলো। উপাত্তগুলো বিন্যস্ত কর: ৪২০, ২৬০, ২৯০, ৪৮০, ২৭৫, ৪৮৫, ৩২৫, ২৮০, ৪৮০, ৩৩০, ৩৭৫, ৪৩০, ২৭০, ৩৪০, ৩৬০।   ১০
১৩। শামীমার জন্ম তারিখ ১৯৮০ সালের ২৬ ফেব্রয়ারি। ২০০০ সালের ১৫ মে তার বয়স কত হবে?    ১০
১২। ) চিত্রসহ সংজ্ঞা লেখ (২টি) : পূরক কোণ, চতুর্ভুজ, সূক্ষ্মকোণী ত্রিভুজ             ৩ী২+ =১০
) সে.মি. ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্ত আঁক,
ব্যাস এবং ব্যাস নয় এমন একটি জ্যা আঁক। এদের পরিমাপ উল্লেখ কর

No comments:

Post a Comment

Composition on Female Education in Bangladesh for Examination

  Female Education in Bangladesh Education is a light to which everybody has the equal right. Education is the backbone of a nation. The ...