Tuesday, November 13, 2012

প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার চূড়ান্ত মডেল টেস্ট : বাংলা

সময় : ২ ঘণ্টা, পূর্ণমান : ১০০
[দ্রষ্টব্য : দক্ষিণ পার্শ্বস্থ সংখ্যা প্রশ্নের পূর্ণমান জ্ঞাপক]
১। সঠিক উত্তরটি পত্রে লিখ : ১´১০=১০
(ক) ‘সাধনা’ শব্দটির অর্থÑ
১) ব্রত ২) দক্ষতা ৩) ভদ্রতা ৪) সমতা
(খ) নিচের কোন কাজটি ‘গবেষণা’র যথার্থ ফসল?
১) রতœপাথর সংগ্রহ
২) টেলিফোন আবিষ্কার ৩) রেল ভ্রমণ ৪) ছাদ পেটার গান
(গ) ‘ক্ষ’ কোন কোন বর্ণ নিয়ে গঠিত?
১) ক্+শ ২) ক্+স ৩) ক্+ষ ৪) ক্+খ
(ঘ) ‘জলপরী ও কাঠুরের গল্প’-এর ভাববস্তু অনুসারে নিচের কোন বাক্যটি উপযুক্ত?
১) লোভে পাপ, পাপে মৃত্যু
২) সৎ মানুষকে সবাই ভালোবাসে
৩) সততার পুরস্কার পাওয়া যায়
৪) সততায় জয়, লোভে ক্ষয়
(ঙ) ‘সব সাধকের বড় সাধক আমার দেশের চাষা’- বাক্যটি দিয়ে কবি বুঝিয়েছেনÑ
১) জীবনে সাধনার মূল্য অনেক
২) চাষিদের কাজ কঠিন সাধনার কাজ ৩) চাষিরা সারা জীবন তপস্যা করেন ৪) চাষিদের কাজ অনুসরণীয়
(চ) ব্যাকরণে ‘র’ এবং ‘এর’ বিভক্তি যুক্ত পদকে বলেÑ
১) সর্বনাম পদ ২) অব্যয় পদ
৩) সম্বন্ধ পদ ৪) ক্রিয়া পদ
(ছ) নিচের কোন বাক্যটিতে প্রশ্নবোধক চিহ্ন বসবে?
১) ফিরে এলাম অতিথিশালায়
২) কয়েকটি ভেষজ উদ্ভিদের নাম বলো ৩) এ কেমন শিশু তেতো খেতে তার আনন্দ
৪) কে না ভালো গান শুনতে পছন্দ করে
(জ) কোন মাছটি নদী আর খাল-বিলে পাওয়া যায়?
১) কোরাল ২) লইট্টা
৩) রূপচাঁদা ৪) কাতলা
(ঝ) কোন শব্দে দুটি ফলা ব্যবহৃত হয়েছে?
১) প্রত্যহ ২) দ্বিতীয় ৩) স্বীয় ৪) অসহ্য
(ঞ) ‘পাঁচ’ সংখ্যাটির ক্রমবাচক বিশেষণÑ
১) পঞ্চদশ ২) পাঁচই ৩) পঞ্চম ৪) ষষ্ঠ
২। কবিতা ও কবির নাম উল্লেখ করে ‘আষাঢ়’ অথবা ‘এত হাসি কোথায় পেলে’ কবিতার প্রথম আট লাইন মুখস্থ লিখ।           ১+১+৮=১০
৩।  (ক) প্রসঙ্গ উল্লেখ করে বুঝিয়ে লিখ। ৫
‘মানবজাতি চিরদিন তাঁর
এ ভাষণকে গভীর শ্রদ্ধায় স্মরণ করছে।’
অথবা,
(খ) প্রসঙ্গ উল্লেখ করে ব্যাখ্যা লিখ।
‘বিশ্বজোড়া পাঠশালা মোর-
সবার আমি ছাত্র’
৪। যেকোনো তিনটি প্রশ্নের উত্তর
লিখ :          ৪´৩=১২
ক) আমাদের ‘মাছে ভাতের বাঙালি’ বলা হয় কেন?
খ) জেলে কেমন করে দৈত্যের হাত থেকে নিজেকে রক্ষা করল?
গ) চাষির কয় মেয়ে? তাদের কার কী নাম এবং কার কেমন স্বভাব?
ঘ) বিদায় হজের ভাষণে মহানবী সা: নারী-পুরুষ সম্পর্কে কী বলেছেন?
ঙ) খেয়া পারাপার বন্ধ হওয়ার কারণ কী?
৫। যেকোনো পাঁচটি শব্দ ব্যবহার করে পাঁচটি পূর্ণ বাক্য রচনা করো।  ৫
জনপদ, নির্জন, খেয়া, সহিস, নকশা, বরণ, তিরিক্ষি, সাফ।
৬। প্রদত্ত অনুচ্ছেদটির যথাস্থানে বিরাম চিহ্ন বসাও।            ৫
এবার একটা ঘোড়া তাকে অনুনয় করল কোথায় চললে দুখু মা লাগাম আর জিনপোশ আর পিঠে কেটে বসেছে ঘাস খাব তো নিচু হতে পারছি না ওগুলো একটু খুলে দিবি মা দুখু তখনি তা খুলে দিল গদগদ হয়ে ঘোড়া বলল বড় উপকার করলি মা মনে থাকবে।
৭। নিম্নে দেয়া অনুচ্ছেদটি পড়ে পাঁচটি প্রশ্ন তৈরি করো।          ৫
কাজী নজরুল ইসলাম পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার চরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। তাঁর জন্মতারিখ ২৪ মে, ১৮৯৯ খ্রিষ্টাব্দ, (১১ জ্যেষ্ঠ, ১৩০৬ সন)। তিনি বিদ্রোহী কবি নামেই বেশি পরিচিত। তিনি বাংলাদেশের জাতীয় কবি। তাঁর কবিতা, গান, গল্প, নাটক, উপন্যাস আমাদের সাহিত্যের অমূল্যসম্পদ। তিনি ১৯৭৬ খ্রিষ্টাব্দের ২৯ আগস্ট (১২ ভাদ্র, ১৩৮৩ সন) ঢাকায় মৃত্যুবরণ করেন।
৮। নিচের যুক্তবর্ণ ব্যবহার করে শব্দ গঠন করো।      ৫
ন্ত, গ্ন, স্ট, স্থ, ল্প
৯। নিচের শব্দগুলোর প্রত্যেকটির দু’টি করে সমার্থক শব্দ লিখ।            ৫
ধরণী, সাদা, আকাশ, নদী, প্রবীণ।
১০। এক কথায় প্রকাশ করো (যেকোনো পাঁচটি)         ৫
মেধা আছে যার, বরণ করার যোগ্য, অহঙ্কার নেই এমন, ভাবা যায় না এমন, যে বেশি কথা বলে, যেখানে মানুষ বসবাস করে, উপকারীর উপকার স্বীকার করা।
১১। নিচের অনুচ্ছেদের বাক্যে ব্যবহৃত ক্রিয়াপদগুলোর চলিত রূপ লিখ। ৫
আজকাল শুনিতেছি মানুষ গাছপালা বাড়াইবার কথা বলিতেছে। যুদ্ধের বিরুদ্ধে অনেকে কথা বলিতেছে। রোদ উঠিতেছে। দেখো, পাতায় পড়িয়াছে রোদ, শেকড় আনিয়া দিতেছে পানি। পাতায় আমার রান্নাবান্না হইতেছে। ওই খাইয়া আমি দিনে দিনে বাড়িতেছি।
১২। সংক্ষিপ্ত উত্তর দাও। (যেকোনো ৪টি)             ২´৪=৮
ক) আকাশের চেয়ে উচ্চতা বেশি কার?
খ) দুখুর তুলো উড়ে গেল কিভাবে?
গ) প্রকৃত সুখী মানুষ কে?
ঘ) বিদায় হজ কী?
ঙ) বীর ডুবুরি কী করে?
চ) দোয়েল পাখি কুমড়োর কী উপকার করে?
১৩। ‘সংকল্প’ অথবা ‘তুলনা’ কবিতার মূল ভাব নিজের ভাষায় লিখ।    ৮
১৪। ১৫০ শব্দের মধ্যে নিচের যেকোনো একটি বিষয়ে রচনা লিখ।   ১২
ক) বাংলাদেশের ঋতু খ) বিদায় হজ
গ) বাংলাদেশের পাখি
ঘ) তোমার জীবনের লক্ষ্য
ঙ) সত্যবাদিতা

No comments:

Post a Comment

Composition on Female Education in Bangladesh for Examination

  Female Education in Bangladesh Education is a light to which everybody has the equal right. Education is the backbone of a nation. The ...