Tuesday, November 13, 2012

পরিবেশ পরিচিতি বিজ্ঞান

প্রশ্নপত্রের ২ নং প্রশ্নটি থাকে উপযুক্ত শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ। আজ কিছু গুরুত্বপূর্ণ শূন্যস্থান পুরণ দেয়া হলো।
২। নিচের বাক্যগুলো উত্তরপত্রে লিখে উপযুক্ত শব্দ দ্বারা শূন্যস্থান পূরণ কর:-
১) ...... পানি ও স্যাঁতসেঁতে জায়গায় জন্মে।
উত্তর :শৈবাল
২) শৈবাল দেখতে সবুজ ও......  তৈরি করতে পারে।
উত্তর : খাদ্য)
৩) ছত্রাক ......... তৈরি করতে পারে না।
উত্তর :খাদ্য
৪) নগ্নবীজী উদ্ভিদে ......... সৃষ্টি হয় না।
উত্তর :শাখা-প্রশাখা
৫) উদ্ভিদের কাণ্ডে সাধারণত.........স্থানে জন্মে।
উত্তর :ছায়াযুক্ত
৬) সাইকাসের পাতা অনেকটা .........পাতার মতো।
উত্তর :নারকেল
৭) গ্রীষ্মকালে দিনে-রাতে বেশ......... পড়ে।
উত্তর :গরম
৮) কাশফুল শরত্কালের .........।
উত্তর :বৈশিষ্ট্য
৯) পৃথিবী পৃষ্ঠের সব জায়গায় সূর্যের আলো .........পড়ে না।
উত্তর :সমানভাবে
১০) পৃথিবীর সকল প্রাণীকে নিয়েই ......... এ প্রাণিজগত্ গঠিত হয়।
উত্তর :বৈচিত্র্যময়
১১) এক একটা হাড় খণ্ডকে ......... বলে।
উত্তর :কশেরুকা
১২) চিংড়ি কিন্তু ......... নয়।
উত্তর :মাছ
১৩).........এমন একটি প্রাণী।
উত্তর :অ্যামিবা
১৪) মশা, মাছি, প্রজাপতি, উই, তেলাপোকা ইত্যাদি ......... শ্রেণিভুক্ত প্রাণী।
উত্তর :পতঙ্গ
১৫) রেশম পোকার গুটি থেকে আমরা .........পাই। উত্তর :রেশম
১৬) মেরুদণ্ডী প্রাণীদের ......... শ্রেণি ভাগ করা যায়।
উত্তর :পাঁচটি
১৭) যেসব মেরুদণ্ডী প্রাণী বুকে ভর করে হাঁটে তাদেরকে ......... বলে।
 উত্তর :সরীসৃপ
১৮) মেরুদণ্ডী প্রাণীদের মধ্যে যাদের ......... আছে তাদেরকে পাখি বলে।
উত্তর :পালক
১৯) তিমি ও শুশুক ......... প্রাণী।  উত্তর :স্তন্যপায়ী
২০) মানুষ পৃথিবীর সবচেয়ে ......... প্রাণী।
উত্তর :বুদ্ধিমান
২১).........নাকের ছিদ্র চোখের মতো বন্ধ করা যায়।
উত্তর :উটের
২২) আসলে এরা কিন্তু মাছ নয়, এরা.........।
 উত্তর :স্তন্যপায়ী
২৩) যেসব প্রাণী গাছে বাস করে তাদেরকে ......... বলে।
উত্তর :বৃক্ষবাসী
২৪) সজারুর আত্মরক্ষার জন্য তাদের গায়ে কাঁটার .........রয়েছে।
উত্তর :আবরণ
২৫) বাসস্থান, জলবায়ু ও আত্মরক্ষার জন্য দেহে ......... ঘটে।
উত্তর :অভিযোজন
২৬) ......... দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলে।
উত্তর :খাদ্যই
২৭) আমাদের শরীর অসংখ্য জীবকোষ দিয়ে .........।
উত্তর :গঠিত
২৮) খাদ্য থেকে আমরা .........পাই।
উত্তর :পুষ্টি
২৯) খাদ্যের সাথে ......... সম্পর্কই হলো পুষ্টি। উত্তর :স্বাস্থ্যের
৩০) সবরকম খাবার সমান.........নয়।
উত্তর :পুষ্টিকর
৩১) আমাদের দেশের অধিকাংশ শিশু .........ভোগে।
উত্তর :পুষ্টিহীনতায়
৩২) অনেক সময়.........কারণে অনেক শিশু অকালে মারা যায়।
উত্তর :পৃষ্টিহীনতায়
৩৩) পুষ্টিহীন শিশু দুর্বল ও ......... হয়।
উত্তর :স্বাস্থ্যহীন
৩৪) .........জাতীয় খাবার দেহে শক্তি ও কাজ করার ক্ষমতা যোগায়।
উত্তর :শ্বেতসার
৩৫) আমিষ......... উত্পাদনে অংশ নেয় ও দেহের বৃদ্ধি ঘটায়।
উত্তর :রক্ত কণিকা
৩৬......... অভাবে শিশুদের শরীর ঠিকমত বাড়ে না।
উত্তর :আমিষের
৩৭) আমিষের অভাবে ......... বাগ ফোলা রোগ হয়।
উত্তর :কোরশিয়রকর
৩৮) দেহে অতিরিক্ত ......... জমা ভালো নয়।
উত্তর :চর্বি
৩৯) ভিটামিন ‘এ’-এর অভাবে .........রোগ হয়।
উত্তর :রাতকানা
৪০) মলা ও ঢেলা মাছে প্রচুর পরিমাণে ভিটামিন......... থাকে।
উত্তর :‘এ’
৪১) বি১, বি২, বি৬ ইত্যাদি একত্রে ভিটামিন ‘বি’ ......... নামে পরিচিত। উত্তর :কমপ্লেক্স
৪২) ভিটামিন ‘সি’  দেহ......... পদার্থ বের করে দিতে সাহায্য করে। উত্তর :দূষিত
৪৩) ভিটামিন ‘সি’ ......... নষ্ট হয়ে যায়।
উত্তর :তাপে
৪৪) ভিটামিন ‘সি’-এর অভাবে দাঁতের মাড়ির অসুখ ও .........হয়। উত্তর :সর্দিকাশি
৪৫) ভিটামিন ‘ডি’-র অভাবে শিশুদের .........রোগ হয়।
উত্তর :রিকেটস
৪৬) ভিটামিন ‘ই’-এর অভাবে .........দেখা যায়।
উত্তর :রক্তশূন্যতা

No comments:

Post a Comment

Composition on Female Education in Bangladesh for Examination

  Female Education in Bangladesh Education is a light to which everybody has the equal right. Education is the backbone of a nation. The ...