Thursday, November 1, 2012

প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা : গণিত (মডেল প্রশ্ন-২)

প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা
:


গণিত (মডেল প্রশ্ন-২)
সময়-২ ঘণ্টা : পূর্ণমান-১০০


[১, ২ ও ১৪নংসহ মোট ১০টি প্রশ্নের উত্তর দাও]

১. সঠিক উত্তরটি খাতায় লিখ। ১ু১০=১০
র) জমা খরচের খাতায় হিসাবকে কয়টি ভাগে ভাগ করা যায়?
(ক) ১টি (খ) ২টি (গ) ৩টি (ঘ) ৪টি
রর) কোন সালটি অধিবর্ষ?
(ক) ১৫০০ (খ) ১৭০০ (গ) ১৯০০ (ঘ) ২০০০
ররর) ১ কুইন্টাল = কত কেজি?
(ক) ১০ কেজি (খ) ১০০ কেজি
(গ) ১০০ কেজি (ঘ) ১০০০ কেজি
রা) ৪-এর ৭৫% = কত?
(ক) ২ (খ) ৩ (গ) ৪ (ঘ) ৫
া) শতকরা একটি ভগ্নাংশ। ভগ্নাংশের প্রতিক্ষেত্রে হর কত?
(ক) ১০০ (খ) ১/১০ (গ) ১/১০০ (ঘ) ১০০%
ার) নিচের কোনটির প্রত্যেক বাহুর দৈর্ঘ্য সমান?
(ক) সামান্তরিক (খ) রম্বস
(গ) আয়ত (ঘ) ট্রাপিজিয়াম
ারর) ক্যালকুলেটরে সাধারণত কতটি বোতাম থাকে?
(ক) ২০টি (খ) ২১টি গ) ২৪টি (ঘ) ২৫টি
াররর) ৮/৯, ৮/৩৩, ৮/১৫, ৮/১৯ ভগ্নাংশগুলোর মধ্যে কোনটি বড় ভগ্নাংশ?
(ক) ৮/৯ (খ) ৮/৩৩ (গ) ৮/১৫ (ঘ) ৮/১৯
রী) ৬/৮-এর সমতুল ভগ্নাংশ কোনটি?
(ক) ৪/৩ (ঘ) ৬/১৬ (গ) ৩/৪ (ঘ) ১২/৮
ী) ১৮-এর কয়টি গুণনীয়ক আছে?
ক) ৩টি খ) ৪টি (গ) ৫টি (ঘ) ৬টি
২। সংক্ষেপে উত্তর দাও : ১ু১০ =১০
(ক) ছয় অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা ও পাঁচ অঙ্কের বৃহত্তম সংখ্যার পার্থক্য কত?
(খ) ২গু১.২৫ = কত?
(গ) ঐকিক নিয়ম কাকে বলে?
(ঘ) = কত?
(ঙ) ৬-এর বিপরীত ভগ্নাংশ কত?
(চ) সম্পর্ক প্রতীক কয়টি ও কী কী?
(ছ) গড় নির্ণয়ের সূত্র লিখ।
(জ) ৩৮ হালি কলার দাম ১২১৬ টাকা। ১টি কলার দাম কত?
ঝ) ৫৫হ্ন কোণের বিপ্রতীপ কোণ কত?
(ঞ) প্রত্যেক জ্যা বৃত্তকে কয়টি চাপে বিভক্ত করে?
৩। পিতা ও কন্যার বয়সের সমষ্টি ৮০ বছর। পিতার বয়স কন্যার বয়সের ৪ গুণ হলে, কার বয়স কত? ১০
৪। কোনো শিবিরে ১২০০ সৈন্যের ২৫ দিনের খাদ্য আছে। ওই শিবির থেকে ৪০০ সৈন্য চলে গেলে বাকি সৈন্যের ওই খাদ্য কত দিন চলবে। ১০
৫। তিন সন্তান ও তাদের পিতার গড় বয়স ১৭ বছর। ওই তিন সন্তান ও তাদের মাতার গড় বয়স ১৬ বছর। মাতার বয়স ৩৪ বছর হলে পিতার বয়স কত? ১০
৬। দুটি ড্রামের ধারণ ক্ষমতা যথাক্রমে ২২৮ লিটার ও ৩৪৮ লিটার। সর্বাধিক কত ধারণ ক্ষমতার কলস পূর্ণ সংখ্যক বার পানি দিয়ে ড্রাম দুটি ভরা যাবে? কোন ড্রামে কত কলস পানি ধরে? ১০
৭। সরল কর : [১০৫+৯১গু১৩-{৭৭-(৮৫ গু৫ু৩+২১)}]-১০৬ ১০
৮। অপু একটি বৃত্তাকার ক্ষেত্র এঁকে এর ১/৫ অংশ নীল, ১/৪ অংশ হলুদ এবং ১১/২০ অংশ লাল রঙ করল। ক্ষেত্রটির কোন রঙ বেশি জায়গা জুড়ে আছে? ১০
৯। একটি গাড়ি ঘণ্টায় ৪৫.৬ কিলোমিটার যায়। ৩১৯.২ কিলোমিটার যেতে গাড়িটির কত ঘণ্টা লাগবে? ১০
১০। ১০০০ টাকার আপেল ২% ক্ষতিতে বিক্রয় করা হলো। এতে মোট কত টাকা ক্ষতি হলো? ১০
১১। একটি ত্রিভুজাকার জমির ক্ষেত্রফল ৮৫৪৪ বর্গমিটার। ভূমির পরিমাণ ১০০ মিটার হলে। উচ্চতা কত? ১০
১২। নিচে ২২ জনের ওজন (কেজি) প্রদত্ত হলো : উপাত্তগুলো বিন্যস্ত কর।
৬০, ৩০, ৫০, ২০, ৪০, ৩০, ৪০, ৩০, ৬০, ২০, ৬০, ৫০, ৬০, ৩০, ৬০, ২০, ৩০, ২০, ৪০, ৩০, ৬০, ২০। ১০
১৩। রাজু ২৫০ টাকা নিয়ে বাজারে গেল। সে ২৫ টাকার মাছ, ৮.৫০ টাকার সবজি, ২ টাকার কাঁচা মরিচ এবং ৬.২৫ টাকার পান-সুপারি কিনল এবং ৪ টাকা রিকশা ভাড়া দিল। তার ওই দিনের জমা খরচের একটি হিসাব লিখ।
১৪। ক) ৩ সেমি ব্যাসার্ধবিশিষ্ট একটি বৃত্ত আঁক। বৃত্তের একটি ব্যাস এবং ব্যাস নয়, এমন একটি জ্যা আঁক। এদের দৈর্ঘ্য মেপে দেখ।
খ) চিত্রসহ সংজ্ঞা লিখ : (যে কোনো ২টি) ১০
স্থূল কোণ, আয়ত, বর্গ

No comments:

Post a Comment

Composition on Female Education in Bangladesh for Examination

  Female Education in Bangladesh Education is a light to which everybody has the equal right. Education is the backbone of a nation. The ...