Thursday, November 1, 2012

জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষা-২০১২বাংলা :






১। ক্রিয়াপদের মূল অংশকে কী বলে?
) প্রকৃতি ) ধাতু
) সংস্কৃত মূল ) ক্রিয়া বিভক্তি
২। কোনগুলো সংস্কৃত মূল ধাতু?
) পড়্, চল্ ) আঁক্, কাট্
) ঘুম্, শুন্ ) দৃশ্, গম্
৩। বিশেষ্য বা বিশেষণ শব্দের পরে -প্রত্যয় যোগে কোন ধাতু হয়?
) সাধিত ধাতু ) নিজন্ত ধাতু
) নাম ধাতু ) খাঁটি বাংলা ধাতু৪। রানা এসেছিল_ এটি কোন কালের উদাহরণ?
) ঘটমান অতীত ) পুরাঘটিত বর্তমান
) পুরাঘটিত অতীত ) ঘটমান বর্তমান
৫। পুরাঘটিত ভবিষ্যকালের উদাহরণ কোনটি?
) রীতা নাচবে
) সে যেতে থাকবে
) বোধহয় ইলা এসে থাকবে
) সে যাচ্ছে
৬। তিনি প্রত্যহ আসতেন_ আসতেন ক্রিয়াটি কোন কালের?
) পুরাঘটিত অতীত ) নিত্যবৃত্ত অতীত
) সাধারণ অতীত ) ঘটমান অতীত
৭। যে ক্রিয়া সবেমাত্র ঘটেছে, কিন্তু তার ফল এখনও বর্তমান, তাকে বলে_
) নিত্যবৃত্ত বর্তমান ) ঘটমান বর্তমান
) পুরাঘটিত বর্তমান ) ঘটমান অতীত
৮। বৃষ্টি নামুক।_ এটি কোন ভাবের উদাহরণ?
) শর্তবাচক ভাব ) অনুজ্ঞা ভাব
) আকাঙ্ক্ষাবাচক ভাব ) নির্দেশক ভাব
৯। বাক্যের যে ক্রিয়াপদ দিয়ে সাধারণভাবে কোনো কাজের ধরন নির্দেশ করে, তাকে বলে_
) অনুজ্ঞা ভাব ) শর্তবাচক ভাব
) নির্দেশক ভাব ) আকাঙ্ক্ষাবাচক ভাব
১০। কোন ভাষা থেকে বাংলা ভাষার উদ্ভব হয়েছে?
) সংস্কৃত ) প্রাকৃত
) পালি ) হিন্দি
১১। বাংলা ভাষার পত্তি হয়েছে কোন শতাব্দীতে?
) সপ্তম শতাব্দীতে ) অষ্টম শতাব্দীতে
) নবম শতাব্দীতে ) দ্বাদশ শতাব্দীতে
১২। তথাপি_ এর তদ্ভব রূপ কী?
) যদ্যপি ) তদ্যপি ) তবু ) তবুও
১৩। তালব্য ধ্বনি কোনগুলো?
) , , ) , ,
) , , ) , ,
১৪। কোন ধ্বনিটির অন্য কোনো বর্ণ নেই?
) ) ) এ্যা )
১৫। যৌগিক স্বরধ্বনি কোনগুলো?
) অউ, ) ) ) , এ্যা
১৬। কোনটি মৌলিক স্বরধ্বনি নয়?
) ) ) )
১৭। শব্দের ক্ষুদ্রতম একক কোনটি?
) বর্ণ ) ধ্বনি ) ব্যঞ্জন বর্ণ ) স্বরবর্ণ
১৮। '' কোন বর্গের অন্তর্গত?
) বর্গ ) বর্গ ) বর্গ ) বর্গ
১৯। কোনগুলো মহাপ্রাণ ধ্বনি?
) , ) , ) , ) ,
২০। শক্ত তালুর সামনের অংশকে কী বলে?
) দাঁত ) মাড়ি ) মধ্যতালু ) ঠোঁট
২১। কোন বাক্যটি নিত্যবৃত্ত অতীত?
) তুমি করলে ) তুমি করতে
) তুমি করেছিলে ) তুমি করছিলে
২২। পত্র শব্দটির আভিধানিক অর্থ কী?
) বই ) চিঠি ) চিহ্ন বা স্মারক ) খাম
২৩। যার উদ্দেশে পত্র লেখা হয়, তাকে কী বলে?
) প্রেরক ) শিরোনাম
) প্রাপক ) মাননীয়
২৪। ধ্বনি পরিবর্তন কোন রীতি হতে বেশি হয়?
) সাধু রীতিতে ) চলিত রীতিতে
) আঞ্চলিক রীতিতে ) আধুনিক গদ্যে
২৫। সংযোগমূলক ধাতু কোনগুলো?
) কনকনায় ) টের পা ) ঘুমা ) লতানো
২৬। কোন পুরুষের অনুজ্ঞা হয় না?
) উত্তম পুরুষের ) মধ্যম পুরুষের ) নাম পুরুষের ) প্রথম পুরুষের
২৭। আকাশে শরতের মেঘ ভাসছে_ এটি কোন কালের উদাহরণ?
) সাধারণ বর্তমান ) ঘটমান বর্তমান
) পুরাঘটিত বর্তমান ) সাধারণ অতীত
২৮। 'সন্দেশ' কোন জাতীয় শব্দ?
) মৌলিক শব্দ ) যৌগিক শব্দ
) রূঢ়ি শব্দ ) যোগরূঢ় শব্দ
২৯। বাংলায় কোন কোন পদের পুরুষ নেই?
) বিশেষ্য, সর্বনাম ) বিশেষণ, ক্রিয়া
) সর্বনাম, অব্যয় ) বিশেষণ, অব্যয়
৩০। শত্রুর সহিত সন্ধি চাই না_ এখানে সহিত অনুসর্গ কী অর্থে ব্যবহৃত হয়েছে?
) অবধি ) সমগামিতা ) বিনা ) সমসূত্রে

উত্তর :১। ২। ৩। ৪। ৫। ৬। ৭। ৮। ৯। ১০। ১১। ১২। ১৩। ১৪। ১৫। ১৬। ১৭। ১৮। ১৯। ২০। ২১। ২২। ২৩। ২৪। ২৫। ২৬। ২৭। ২৮। ২৯। ৩০। ঘ।

২১। বাংলা ব্যাকরণের আলোচ্য বিষয় কয়টি?
ক. দুটি খ. তিনটি গ. চারটি ঘ. পাঁচটি
২২। ভাষার সংবিধান কী?
ক. শব্দ খ. ধ্বনি
গ. ব্যাকরণ ঘ. ধ্বনিতত্ত্ব
২৩। ভাষার পূর্ণতা প্রকাশ পায়_
ক. গানে খ. অভিনয়ে
গ. বাক্যে ঘ. শব্দে
২৪। জিভকে কয় ভাগে ভাগ করা যায়?
ক. তিন ভাগে খ. চার ভাগে
গ. পাঁচ ভাগে ঘ. দুই ভাগে
২৫। ধ্বনির মূল উপাদান_
ক. জিহ্বা খ. ওষ্ঠ
গ. ফুসফুস ঘ. স্বরতন্ত্রী
২৬। অন্তঃস্থ বর্ণ কোনগুলো?
ক. ম, য, র, ল খ. শ, স, ষ, হ
গ. ব, ভ, ল, র ঘ. য, র, ল, ব
২৭। ই, ঈ-এর উচ্চারণ স্থান অনুযায়ী নাম কী?
ক. কণ্ঠ ধ্বনি খ. তালব্য ধ্বনি
গ. ওষ্ঠ ধ্বনি ঘ. মূর্ধন্য ধ্বনি
২৮। ও, ঔ _উচ্চারণ স্থান অনুযায়ী নাম কী?
ক. কণ্ঠ ধ্বনি খ. তালব্য ধ্বনি
গ. কণ্ঠোস্থ ধ্বনি ঘ. কণ্ঠ তালব্য ধ্বনি
২৯। সংস্কৃত ব্যাকরণে 'ণ' এর উচ্চারণ স্থান হলো_
ক. কণ্ঠ খ. মূর্ধা গ. দন্ত ঘ. তালু
৩০। অল্পপ্রাণ বর্ণ কোনগুলো?
ক. খ, ঘ, খ. ঙ, ঞ
গ. ঠ, ঢ ঘ. ছ, ঝ
৩১। সংযুক্ত ব্যঞ্জন ধ্বনি নয় কোনটি?
ক. ঞ্জ খ. ত্ন গ. এ্যা ঘ. হ্ম
৩২। কোনটি মৌলিক স্বরধ্বনি নয়?
ক. অ খ. আ গ. ঈ ঘ. এ্যা
৩৩। 'ম' কোন বর্গের অন্তর্গত?
ক. ক খ. চ গ. ত ঘ. প
৩৪। অনেক সময় পাশাপাশি অবস্থানে দুটির ধ্বনির উচ্চারণ স্বাভাবিকভাবেই একীভূত হয়, তাকে বলে_
ক. সন্ধি খ. ব্যাকরণ
গ. সমাস ঘ. নিত্য
৩৫। শব্দের উৎস অনুসারে সন্ধি কত প্রকার?
ক. দুই খ. তিন গ. চার ঘ. পাঁচ প্রকার
৩৬। বাংলা বর্ণমালায় যৌগিক স্বরজ্ঞাপক ধ্বনি কোনগুলো?
ক. এ, ঐ খ. ঐ, ঔ
গ. ও , ঔ ঘ. এ, ঔ
৩৭। হ্ম-এর যুক্ত বর্ণটির স্বরূপ কী?
ক. ক+খ খ. ক+স
গ. ক+ষ ঘ. হ+ম
৩৮। কম্পনজাত ধ্বনি কোনটি?
ক. ড় খ. হ গ. র ঘ. ঢ়
৩৯। খাঁটি বাংলায় সাধারণত কোন ধ্বনিটি ব্যবহৃত হয় না?
ক. শিশ ধ্বনি খ. কণ্ঠ ধ্বনি
গ. মূর্ধণ্য ধ্বনি ঘ. অন্তঃস্থ ধ্বনি
৪০। বাংলা বর্ণমালায় পূর্ণমাত্রা, অর্ধমাত্রা এবং মাত্রাহীন বর্ণের সংখ্যা যথাক্রমে_
ক. ৮, ১২, ৩৯ খ. ১০, ৩২, ৮
গ. ৩২, ৮, ১০ ঘ. ১০, ৮, ৩২
৪১। কোনটি ঘোষ মহাপ্রাণ ধ্বনি?
ক. চ খ. গ গ. জ ঘ. ঘ
৪২। বাংলা বর্ণমালায় ব্যঞ্জন ধ্বনির সংখ্যা কয়টি?
ক. ১১টি খ. ৩২টি গ. ৩৯টি ঘ. ৫০টি
৪৩। যে ধ্বনি উচ্চারণের সময় স্বরতন্ত্রী কাঁপে না তাকে বলে_
ক. ঘোষ ধ্বনি খ. অঘোষ ধ্বনি
গ. উষ্ম ধ্বনি ঘ. অন্তঃস্থ ধ্বনি
৪৪। 'র' এর সংক্ষিপ্ত রূপ কয়টি?
ক) একটি খ) দুইটি
গ) তিনটি ঘ) পাঁচটি
৪৫। 'উষ্ণ'-এর কঠিন বর্ণ দুটি কী?
ক) ষ+ন খ) ষ+ণ
গ) ষ+ম ঘ) ষ+ঞ 

No comments:

Post a Comment

Composition on Female Education in Bangladesh for Examination

  Female Education in Bangladesh Education is a light to which everybody has the equal right. Education is the backbone of a nation. The ...