প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা
সময়-২ ঘণ্টা : পূর্ণমান-১০০
২০১২ সালের প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার্থীদের জন্য
জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমী (নেপ) কর্র্তৃক অনুমোদিত কাঠামো অনুযায়ী নমুনা প্রশ্নপত্র
[১, ২ এবং ১৪নং প্রশ্নসহ মোট ১০টি প্রশ্নের উত্তর দাও]
১. সঠিক উত্তরটি খাতায় লিখ। ১ু১০=১০
ক) ৭৯২১৩ কে ২৫ দ্বারা ভাগ করলে ভাগশেষ কত হবে?
৩১৬৮/৩১৬৭/১৭/১৩
খ) পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কোনটি?
১০০০০/১০০০০০/৯৯৯৯৯/৯৯৯৯৯৯
গ) ৫/২৪ ও ১৩/২৪ ভগ্নাংশদ্বয়ের মাঝে নিচের কোন প্রতীক ব্যবহার করা যায়?
/>
ঘ) নিচের কোনটি মিশ্র ভগ্নাংশ?
২/৫ / ৫/২/ ২১/২/ ৩/৭
ঙ) ক্যাশ মেমো কে লিখেন?
ক্রেতা/জনগণ/বিক্রেতা/পাইকার
চ) দুটি পূরক কোণের সমষ্টি কত?
৭২হ্ন/৯০হ্ন/১২০হ্ন/১৮০হ্ন
ছ) হিজরি সালের সর্বশেষ মাসের নাম কী?
মহররম/সফর/জিলকদ/জিলহজ
জ) ২৪, ৩০-এর গ.সা.গু কত?
১/২/৩/৬
ঝ) ১১/৯ + ১৩/৯ + ১০/৯ = কত?
২৭/৯ /৩৭/৯ /৩৯/৭ /৩২/৭
ঞ) ৭/৯ - ৩/৪ = কত?
৪/৯/১১/৯/৭/১৮/১/৩৬
২. সংক্ষেপে উত্তর দাও : ১ু১০=১০
ক) ল.সা.গু-এর পূর্ণরূপ কী?
খ) ইউক্লিড প্রক্রিয়া কী?
গ) সমান্তর ধারার একটি উদাহরণ দাও।
ঘ) ৫- .০০১ = কত?
ঙ) ০.০০০৮ ু ১০০ = কত?
চ) ১ মেট্রিক টন = কত কুইন্টাল?
ছ) সৌর বছর অপেক্ষা হিজরি বছর কত দিন কম?
জ) ২১০০ সাল অধিবর্ষ?
ঝ) ১৩৫হ্ন কোণের সম্পূরক কোণ কত?
ঞ) বৃত্তের কেন্দ্রগামী জ্যাকে কী বলে?
৩. রাজু ও রনির একত্রে ৮৬৯০টি লিচু আছে। রাজু অপেক্ষা রনির ৭৮৬টি কম আছে। রাজু ও রনির লিচুর পরিমাণ কত? ১০
৪. কোনো ছাত্রাবাসে ৪০০ জন ছাত্রের ১৫ দিনের খাদ্য ছিল। ৫ দিন পর কিছু ছাত্র অন্যত্র চলে যাওয়ায় বাকি খাদ্য তাদের আরও ২৫ দিন চলল। কতজন ছাত্র অন্যত্র গিয়েছিল? ১০
৫. ১৩টি সংখ্যার যোগফল ১৯২৪। এদের ৭টির সংখ্যার গড় ১৭২। অন্য ৬টি সংখ্যার গড় কত? সবগুলো সংখ্যার গড় কত? ১০
৬. কোন ক্ষুদ্রতম সংখ্যাকে ১৬, ২৪, ৩২, ৪০ দ্বারা ভাগ করলে প্রতিক্ষেত্রেই ৬ অবশিষ্ট থাকবে? ১০
৭. সরল কর :৫১/২ ু ১১/১৮ এর ১৩১/৩৩ গু৫১/৩+২ ১০
৮. হাতিরদিয়া প্রাথমিক বিদ্যালয়ে ৮০০ জন ছাত্রছাত্রী আছে। এদের ১৩/২০ অংশ ছাত্র অবশিষ্ট ছাত্রী। বার্ষিক পরীক্ষায় ছাত্রীদের ১৩/১৪ অংশ পাস করল। কতজন ছাত্রী ফেল করল? ১০
৯. একটি গাড়ি ঘণ্টায় ৪৫.৫ কিলোমিটার যায়। গাড়িটি ১২.২ ঘণ্টায় কত কিলোমিটার যাবে? ১০
১০. সন্তোষপুর গ্রামে লোকসংখ্যা শতকরা ৩ জন বৃদ্ধি পেয়ে ১২৩৬ জন হলো। পূর্বে ওই গ্রামের লোকসংখ্যা কতজন ছিল? ১০
১১. একটি ত্রিভুজাকার জমির ভূমির পরিমাণ ২৮০ মিটার এবং উচ্চতা ১৫০ মিটার। এর ক্ষেত্রফল হেক্টরে প্রকাশ কর। ১০
১২. ১৫টি পরিবারের সাপ্তাহিক আয় (টাকায়) দেওয়া হলো। উপাত্তগুলো বিন্যস্ত কর। ১০
৪২০, ২৬০, ২৯০, ৪৮০, ২৭৫, ৪৭৫, ৩২৫, ২৮০
৪৮০, ৩৩০, ৩৭৫, ৪৩০, ২৭০, ৩৪০, ৩৬০
১৩. মিঠু ১৯৮৫ সালের ২৫ জানুয়ারি জন্মগ্রহণ করে। ২০০৫ সালের ২০ অক্টোবর তার বয়স কত হবে? ১০
১৪. ক) একটি সমকোণী ত্রিভুজ আঁক। সমকোণ ছাড়া অন্য দুটি কোণ মাপ এবং এদের পরিমাপের যোগফল নির্ণয় কর। ৪
খ) চিত্রসহ সংজ্ঞা লিখ (২টি) ৬
সম্পূরক কোণ, সামান্তরিক, বৃত্ত
No comments:
Post a Comment