Monday, November 12, 2012

মডেল টেস্ট পঞ্চম শ্রেণীর সমাপনী পরীক্ষা : সমাজ

মডেল টেস্ট
আজ সমাপনী পরীক্ষার প্রশ্নের আলোকে একটি বিশেষ মডেল টেস্ট দেওয়া হলো-

১. সঠিক উত্তরে ঠিক চিহ্ন দাও। ১০x১=১০

ক. মাটির ক্ষয়রোধ করে কোনটি?

i. মানুষ ii. গাছ iii. খরা iv. পশু-পাখি

খ. এলাকার পার্ক আমাদের কি ধরনের সম্পদ?

i. ব্যক্তিগত সম্পদ ii. পারিবারিক সম্পদ

iii. সামাজিক সম্পদ iv. আন্তর্জাতিক সম্পদ

গ. সুনাগরিক হিসেবে গড়ে তুলতে প্রধান ভূমিকা পালন করে কোনটি?

i. সংঘ ii. সমাজ iii. পরিবার iv. বিদ্যালয়

ঘ. যারা কায়িক শ্রম বা দৈহিক শ্রম করেন তাদের কি বলে?

i. কর্মজীবী ii. পেশাজীবী iii. শ্রমজীবী iv. সবগুলো

ঙ. কর দেওয়া নাগরিক-

i. আইন ii. মতামত iii. কর্তব্য iv. সবগুলো

চ. সমুদ্র স্রোতের জোয়ার ভাটার প্রভাবে গড়ে উঠেছে-

i. স্রোতজ বনভূমি ii. শালবৃক্ষের বনভূমি

iii. সমুদ্র বনভূমি iv. সবগুলো।

ছ. জনসংখ্যার দিক দিয়ে পৃথিবীতে বাংলাদেশের অবস্থান কত?

i. ষষ্ঠ ii. দশম iii. নবম iv. ১৩তম

জ. কারুকাজখচিত প্রাচীর ফটক কোথায় অবস্থিত?

i. বৈরাগীর ভিটায় ii. লালবাগ কেল্লায়

iii. ময়নামতি প্রাসাদ টিলায় iv. স্নানঘাটে

ঝ. কোন আমলে বাংলা গজল ও সুফি সাহিত্য সৃষ্টি হয়?

i. ইলিয়াস শাহী ii. মোগল iii. সুলতানি iv. হোসেনশাহী

ঞ. লাহোর প্রস্তাব উত্থাপন করা হয়-

i. ১৯৩০ সালে ii. ১৯৪০ সালে iii. ১৯৩৭ সালে iv. ১৯৪৭ সালে

২. সঠিক শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ কর। ৫x২=১০

ক. মানচিত্র এক ধরনের-।

খ. পরিবেশের বিভিন্ন - ওপর নির্ভর করে আমরা বেঁচে থাকি।

গ. বাংলাদেশে প্রতি - জনের জন্য একজন যোগ্যতাসম্পন্ন ডাক্তার রয়েছেন।

ঘ. মধ্যযুগে বাংলা রকমারি - কাপড়ের জন্য বিখ্যাত ছিল।

ঙ. মণিপুরীদের অধিকাংশ - ধর্মের অনুসারী।

৩. নিচের বাক্যগুলো খাতায় তুলে শুদ্ধ/অশুদ্ধ লিখ। ২x৫=১০

ক. গারো পরিবারে মেয়েরাই সম্পত্তির মালিক।

খ. ফ্রান্সের প্রধান ধর্ম খ্রিস্ট ধর্ম।

গ. জাতিসংঘের সব সদস্যরাষ্ট্র সাধারণ পরিষদের সদস্য।

ঘ. বিদ্যালয়ে আমরা নানা মত প্রকাশ করি।

ঙ. বিদেশিদের ভোটাধিকার রয়েছে।

৪. বাম পাশের বাক্যাংশের সঙ্গে ডান পাশের বাক্যাংশ মিল কর। ২x৪=৮









৫. সংক্ষেপে উত্তর লিখ [যে কোনো ১০টি] : ৩x১০=৩০


ক. আদর্শ নেতার গুণাবলী কি কি?

খ. নাগরিক রাষ্ট্রের কাছ থেকে কি কি অধিকার ভোগ করে?

গ. বাংলাদেশে মাছের ক্ষেত্রগুলোর নাম লিখ।

ঘ. বেগম রোকেয়ার স্বামী লেখাপড়ার ব্যাপারে কি করত?

ঙ. ক্ষুদ্র জাতিগোষ্ঠী কারা?

চ. ইউরোপ মহাদেশের অবস্থান লিখ।

ছ. সময়ানুবর্তিতা বলতে কি বুঝ?

জ. আমদানি বলতে কি বুঝ?

ঝ. মাচে-ভাতে বাঙালি বলতে কি বুঝ?

ঞ. আমাদের দেশে পরিবেশ দূষণের কারণগুলো কি?

ট. নবাব সিরাজদৌলার বিরুদ্ধে গোপন ষড়যন্ত্রে কারা যোগ দেয়?

ঠ. নিরাপত্তা পরিষদের প্রধান লক্ষ্য বর্ণনা কর।

৬. বর্ণনামূলক প্রশ্নের উত্তর লিখ (যে কোনো ৪টি) : ৮x৪=৩২

ক. পরিবেশ দূষিত হলে সামাজিক পরিবেশের কি ক্ষতি হয়?

খ. বাংলাদেশের জনসংখ্যা বৃদ্ধির কারণসমূহ লিখ।

গ. সমাজ সংস্কারক হিসেবে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান বর্ণনা কর।

ঘ. মুক্তিযুদ্ধের তাৎপর্য লিখ।

ঙ. জাতিসংঘ গঠনের প্রধান উদ্দেশ্য কি ?

চ. শ্রমের মর্যাদা কিভাবে প্রতিষ্ঠিত করা যায়? 

No comments:

Post a Comment

Composition on Female Education in Bangladesh for Examination

  Female Education in Bangladesh Education is a light to which everybody has the equal right. Education is the backbone of a nation. The ...