Monday, November 12, 2012

বিজ্ঞানের গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত প্রশ্ন

পদার্থের শ্রেণীবিভাগ ও গঠন

ক. বহুনির্বাচনী প্রশ্ন

সঠিক উত্তরটিতে টিক (্র) চিহ্ন দাও :
১। কোনটি পদার্থ নয়?
ক) অক্সিজেন খ) পানি
গ) নাইট্রোজেন গ) আলো
২। কোনটি মৌলিক পদার্থ?
ক) চিনি খ) পানি গ) নিয়ন ঘ) লবণ
৩। অ্যামোনিয়ার একটি অণু কী কী দিয়ে তৈরি?
ক) ১টি নাইট্রোজেন পরমাণু ও ১টি হাইড্রোজেন পরমাণু
খ) ১টি নাইট্রোজেন পরমাণু ও ৩টি হাইড্রোজেন পরমাণু
গ) ২টি নাইট্রোজেন পরমাণু ও ১টি হাইড্রোজেন পরমাণু
ঘ) ২টি নাইট্রোজেন পরমাণু ও ২টি হাইড্রোজেন পরমাণু
৪। পানির একটি অণু কী কী দিয়ে তৈরি?
ক) ১টি হাইড্রোজেন পরমাণু ও ১টি অক্সিজেন পরমাণুু
খ) ২টি হাইড্রোজেন পরমাণু ও ১টি অক্সিজেন পরমাণু
গ) ১টি হাইড্রোজেন পরমাণু ও ২টি অক্সিজেন পরমাণু
ঘ) ২টি হাইড্রোজেন পরমাণু ও ২টি অক্সিজেন পরমাণু
৫। কোনটি ধাতুর বৈশিষ্ট্য নয়?
ক) তাপ ও বিদ্যুৎ পরিবাহিতা বেশি
খ) চাকচিক্য (উজ্জ্বলতা) বেশি
গ) নমনীয়তা বেশি
ঘ) ঘনত্ব কম।
উত্তর: ১ (ঘ), ২ (গ), ৩ (খ), ৪ (খ), ৫ (ঘ)
সংক্ষিপ্ত উত্তর/প্রশ্ন
১। মৌলিক পদার্থ কাকে বলে? মৌলিক পদার্থের উদাহরণ দাও।
উত্তর : যে সব পদার্থকে ভাঙলে ওই একই পদার্থ ছাড়া আর অন্য কোনো পদার্থ পাওয়া যায় না তাদের মৌলিক পদার্থ বলে।
উদাহরণ : তামা, লোহা, সোনা, রুপা, অক্সিজেন, হাইড্রোজেন, আর্গন, নিয়ন ইত্যাদি। এগুলোকে ভাঙলে বা রাসায়নিক বিশেল্গষণ করলে এদের মধ্যে এসব পদার্থই পাওয়া যাবে, অন্য কোনো পদার্থ পাওয়া যাবে না। তাই এগুলো মৌলিক পদার্থ।
২। যৌগিক পদার্থ কাকে বলে? যৌগিক পদার্থের উদাহরণ দাও।
উত্তর : যে সব পদার্থকে ভাঙলে একের অধিক মৌলিক পদার্থ পাওয়া যায় তাদের যৌগিক পদার্থ বলে। অন্যভাবে বলা যায়_ একাধিক মৌলিক পদার্থের সমন্বয়ে গঠিত এমন সব পদার্থ যা থেকে মৌলিক পদার্থকে সহজে আলাদা করা যায়, তাকে যৌগিক পদার্থ বলে।
উদাহরণ_ পানি। পানি একটি যৌগিক পদার্থ। পানিকে বিশেল্গষণ করলে হাইড্রোজেন ও অক্সিজেন নামক দুটি মৌলিক পদার্থ পাওয়া যায়। এরূপ কয়েকটি যৌগিক পদার্থ হলো- চক, পানি, চিনি, কেরোসিন, লবণ, ইউরিয়া সার ইত্যাদি।
৩) পরমাণু কাকে বলে? উদাহরণ দাও।
উত্তর : মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা যা সাধারণত মুক্তভাবে থাকতে পারে না, তবে রাসায়নিক বিক্রিয়ায় অংশ নেয় তাকে পরমাণু বলে। পরমাণুর স্বাধীন সত্তা নেই। এটি পদার্থের মূল গঠন উপাদান। সাধারণত একটি মৌলিক পদার্থ একই ধরনের অসংখ্য পরমাণু দিয়ে গঠিত এবং যৌগিক পদার্থ বিভিন্ন ধরনের পরমাণু দিয়ে গঠিত। যেমন- অক্সিজেনের পরমাণু ঙ, হাইড্রোজেনের পরমাণু ঐ।

No comments:

Post a Comment

Composition on Female Education in Bangladesh for Examination

  Female Education in Bangladesh Education is a light to which everybody has the equal right. Education is the backbone of a nation. The ...