মডেল টেস্ট
১. বহুনির্বাচনি প্রশ্নের সঠিক উত্তরটি খাতায় লেখ: ১x১০=১০
i. চাষির কয় মেয়ে ছিল?
ক. এক মেয়ে খ. দুই মেয়ে
গ. তিন মেয়ে ঘ. চার মেয়ে
ii. এদেশের বুদ্ধিজীবীদের পরিকল্পিতভাবে পাকিস্তানি সেনারা কত তারিখে হত্যা করে?
ক. ১৪ সেপ্টেম্বর খ. ১৪ অক্টোবর
গ. ১৪ নভেম্বর ঘ. ১৪ ডিসেম্বর
iii. 'কাটারিভোগ' শব্দটি কোন ফসলের সাথে সম্পর্কযুক্ত?
ক. পাট খ. ধান গ. আখ ঘ. আলু
iv. কোন পাহাড়ে দাঁড়িয়ে নবিজি [স.] শেষ ভাষণ দেন?
ক. খোদার পাথরভিটা খ. জাবালে আরাফাত
গ. মারওয়া পাহাড় ঘ. জাবালে রাহমাত
v. কান্তজীর মন্দির কোন জেলায় অবস্থিত?
ক. রাঙামাটি খ. দিনাজপুর
গ. পিরোজপুর ঘ. চট্টগ্রাম
vi. কবি জসীমউদ্দীনের বিখ্যাত কাব্যগ্রন্থের নাম কী?
ক. হাসু খ. ডালিম কুমার
গ. নকশী কাঁথার মাঠ ঘ. বালুচর
vii. 'কলকাকলি' শব্দের অর্থ কী?
ক. ব্যাঙের ডাক খ. ভ্রমরের ডাক
গ. ঝিঁঝির ডাক ঘ. পাখির ডাক
viii. চুম্বকের পাত ব্যবহার করা হয় কোন যন্ত্রে?
ক. কম্পাস খ. থার্মোমিটার
গ. ব্যারোমিটার ঘ. টেলিস্কোপ
ix. সংগীতের কয়টি ক্ষেত্র রয়েছে?
ক. ২টি খ. ৩টি গ. ৪টি ঘ. ৫টি
x. তিতুমীরের প্রকৃত নাম কী?
ক. সৈয়দ মীর বশির আলী
খ. সৈয়দ মীর নিসার আলী
গ. সৈয়দ মোহাম্মদ বশির আলী
ঘ. সৈয়দ মোহাম্মদ নিসার আলী
২. কবিতা ও কবির নাম উল্লেখ করে 'আষাঢ়' অথবা 'শিক্ষাগুরুর মর্যাদা' কবিতার প্রথম ৮ চরণ লেখ। ১+১+৮=১০
৩. ব্যাখ্যা লেখ [যে কোনো একটি] ৫x১=৫
ক. 'আমরা ভালোবাসি এই দেশ, ভালোবাসি এই দেশের মাটি ও মানুষকে।'
খ. 'খোকা চায় পাখি- পাখি চায় বন- স্বাধীন মুক্ত প্রাণ
কণ্ঠে তাহার জাগে ক্ষণে ক্ষণে নীল আকাশের গান।'
৪. যে কোনো তিনটি প্রশ্নের উত্তর লেখ: ৪x৩=১২
ক. মওলানা ভাসানী জমিদারের বিষ নজরে পড়েন কেন?
খ. আমাদের 'মাছে ভাতে বাঙালি' বলা হয় কেন?
গ. প্রকৃতির ভারসাম্য রক্ষায় গাছপালা কী ভূমিকা পালন করে?
ঘ. 'ঝাউয়ের শাখায় পাখির বাসায় হীরে-মানিক জ্বলে'- বুঝিয়ে লেখ।
ঙ. যোগাযোগের ক্ষেত্রে ইন্টারনেটের ভূমিকা আলোচনা কর।
৫. বাক্য রচনা কর [যে কোনো পাঁচটি] ১x৫=৫
অফুরান স্বতঃস্ফূর্ত নিষ্পাপ উপাদান নিসর্গ অনাড়ম্বর
৬. প্রদত্ত অনুচ্ছেদটিতে বিরাম চিহ্ন বসাও : ১x৫=৫
পথে যেতে যেতে দেখে এক গাই গাই বলল দুখু মা আমার গোয়ালটা একটু সাফ করে দে না দুখু কুয়ো থেকে পানি এনে ঝাঁটা দিয়ে ধুয়ে গোয়ালটা তকতকে করে সাফ করল গাই তো ভারি খুশি
৭. অনুচ্ছেদটি পড়ে পাঁচটি প্রশ্ন তৈরি কর: ১x৫=৫
১৮২২ সালে তিতুমীর মক্কায় হজ পালন করতে যান। সেখানে তিনি ধর্মপ্রাণ, সংগ্রামী পুরুষ হজরত শাহ সৈয়দ আহমদ বেরলভীর সঙ্গে পরিচিত হন যিনি ব্রিটিশবিরোধী আন্দোলনের অন্যতম পুরোধা ব্যক্তি। এরপর তিতুমীর দেশে এসে স্বাধীনতার ডাক দিলেন। নিজেদের সংগঠিত করতে লাগলেন ইংরেজদের বিরুদ্ধে লড়তে, নীলকরদের রুখতে। ফলে তাঁর ওপর শুরু হয় জমিদারদের অত্যাচার। তিনি নিজ গ্রাম ছেড়ে চলে আসেন বারাসাতের নারকেলবাড়িয়ায়।
৮. নিচের যুক্তবর্ণ ব্যবহার করে একটি করে শব্দ গঠন কর [যে কোনো পাঁচটি]। ১x৫=৫
ব্দ ঞ্চ শ্চ জ্ঞ ণ্ঠ ঞ্জ ক্ষ।
৯. বিপরীত শব্দ লেখ [যে কোনো পাঁচটি] ১x৫=৫
শিক্ষা প্রাচীন ধার্মিক আরোগ্য সুখী সাধু।
অথবা, দুটি করে সমার্থক শব্দ লেখ [যে কোনো পাঁচটি]
শিক্ষা নারী ঐরাবত নদী সূর্য বৃক্ষ।
১০. এক কথায় প্রকাশ কর [যে কোনো পাঁচটি] ১x৫=৫
বিদেশে থাকে যে, ভিক্ষার অভাব, ভাষা সংক্রান্ত বিদ্যা আছে যার, একই গুরুর শিষ্য, দিবসের প্রথম ভাগ, যে উপকারীর উপকার করে।
১১. প্রদত্ত অনুচ্ছেদ থেকে ক্রিয়াপদের চলিত রূপ লেখ
[যে কোনো পাঁচটি] ১x৫=৫
বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের বৈশিষ্ট্য প্রতিফলিত হয় গানের ভাবে, কথায় আর সুরে। তাই অনেকের মতে এদেশ 'গানের দেশ' তবে গান শোনা যত সহজ, গান গাওয়া তত সহজ নহে। সংগীতে পারদর্শী হইতে হইলে প্রতিদিন রেওয়াজ করিতে হয়। উপযুক্ত গুরুর শিষ্যত্ব গ্রহণ করিয়া তাঁহার নির্দেশ মতো সংগীতচর্চা করিতে হয়। আব্বাস উদ্দীন, আব্দুল আলীম কণ্ঠসংগীতে এবং ওস্তাদ আলাউদ্দিন খাঁ ও ওস্তাদ আয়েত আলি খাঁ যন্ত্রসংগীতে আমাদের এ দেশের গৌরব। তাঁহারা সারাজীবন সংগীত সাধনা করিয়াছেন। এজন্য তাঁহাদের বলা হয় সংগীত সাধক।
১২. সংক্ষেপে উত্তর দাও [যে কোনো চারটি] ২x৪=৮
ক. 'যুগান্তরের ঘূর্ণিপাকে' বলতে কবি কী বুঝাতে চেয়েছেন?
খ. বিদায় হজে মহানবী [স.] কী বলেছেন?
গ. মওলানা আবদুল হামিদ খান ভাসানী কেন ঐতিহাসিক 'লং মার্চ' পরিচালনা করেন?
ঘ. কবি এ দেশকে 'সোনার ছবি' বলেছেন কেন?
ঙ. 'সাইক্লোন' কবিতায় কার কেশ ভাসার কথা বলা হয়েছে? কেন?
চ. আগুনের চেয়ে কার উত্তাপ বেশি? কীভাবে?
১৩. 'সংকল্প' অথবা 'চাষি' কবিতার মূলভাব নিজের ভাষায় লেখ। ৮
১৪. নিচের যে কোনো একটি বিষয়ের উপর ১৫০ শব্দের মধ্যে রচনা লেখ : ১২
ক. গানের দেশ, প্রাণের দেশ;
খ. যোগাযোগের সেকাল একাল;
গ. পরিবেশের ভারসাম্য রক্ষায় গাছের ভূমিকা;
ঘ. আমাদের জনসংখ্যা ও স্বাস্থ্য;
ঙ. বীরশ্রেষ্ঠ শহিদ মোস্তফা কামাল।
১. বহুনির্বাচনি প্রশ্নের সঠিক উত্তরটি খাতায় লেখ: ১x১০=১০
i. চাষির কয় মেয়ে ছিল?
ক. এক মেয়ে খ. দুই মেয়ে
গ. তিন মেয়ে ঘ. চার মেয়ে
ii. এদেশের বুদ্ধিজীবীদের পরিকল্পিতভাবে পাকিস্তানি সেনারা কত তারিখে হত্যা করে?
ক. ১৪ সেপ্টেম্বর খ. ১৪ অক্টোবর
গ. ১৪ নভেম্বর ঘ. ১৪ ডিসেম্বর
iii. 'কাটারিভোগ' শব্দটি কোন ফসলের সাথে সম্পর্কযুক্ত?
ক. পাট খ. ধান গ. আখ ঘ. আলু
iv. কোন পাহাড়ে দাঁড়িয়ে নবিজি [স.] শেষ ভাষণ দেন?
ক. খোদার পাথরভিটা খ. জাবালে আরাফাত
গ. মারওয়া পাহাড় ঘ. জাবালে রাহমাত
v. কান্তজীর মন্দির কোন জেলায় অবস্থিত?
ক. রাঙামাটি খ. দিনাজপুর
গ. পিরোজপুর ঘ. চট্টগ্রাম
vi. কবি জসীমউদ্দীনের বিখ্যাত কাব্যগ্রন্থের নাম কী?
ক. হাসু খ. ডালিম কুমার
গ. নকশী কাঁথার মাঠ ঘ. বালুচর
vii. 'কলকাকলি' শব্দের অর্থ কী?
ক. ব্যাঙের ডাক খ. ভ্রমরের ডাক
গ. ঝিঁঝির ডাক ঘ. পাখির ডাক
viii. চুম্বকের পাত ব্যবহার করা হয় কোন যন্ত্রে?
ক. কম্পাস খ. থার্মোমিটার
গ. ব্যারোমিটার ঘ. টেলিস্কোপ
ix. সংগীতের কয়টি ক্ষেত্র রয়েছে?
ক. ২টি খ. ৩টি গ. ৪টি ঘ. ৫টি
x. তিতুমীরের প্রকৃত নাম কী?
ক. সৈয়দ মীর বশির আলী
খ. সৈয়দ মীর নিসার আলী
গ. সৈয়দ মোহাম্মদ বশির আলী
ঘ. সৈয়দ মোহাম্মদ নিসার আলী
২. কবিতা ও কবির নাম উল্লেখ করে 'আষাঢ়' অথবা 'শিক্ষাগুরুর মর্যাদা' কবিতার প্রথম ৮ চরণ লেখ। ১+১+৮=১০
৩. ব্যাখ্যা লেখ [যে কোনো একটি] ৫x১=৫
ক. 'আমরা ভালোবাসি এই দেশ, ভালোবাসি এই দেশের মাটি ও মানুষকে।'
খ. 'খোকা চায় পাখি- পাখি চায় বন- স্বাধীন মুক্ত প্রাণ
কণ্ঠে তাহার জাগে ক্ষণে ক্ষণে নীল আকাশের গান।'
৪. যে কোনো তিনটি প্রশ্নের উত্তর লেখ: ৪x৩=১২
ক. মওলানা ভাসানী জমিদারের বিষ নজরে পড়েন কেন?
খ. আমাদের 'মাছে ভাতে বাঙালি' বলা হয় কেন?
গ. প্রকৃতির ভারসাম্য রক্ষায় গাছপালা কী ভূমিকা পালন করে?
ঘ. 'ঝাউয়ের শাখায় পাখির বাসায় হীরে-মানিক জ্বলে'- বুঝিয়ে লেখ।
ঙ. যোগাযোগের ক্ষেত্রে ইন্টারনেটের ভূমিকা আলোচনা কর।
৫. বাক্য রচনা কর [যে কোনো পাঁচটি] ১x৫=৫
অফুরান স্বতঃস্ফূর্ত নিষ্পাপ উপাদান নিসর্গ অনাড়ম্বর
৬. প্রদত্ত অনুচ্ছেদটিতে বিরাম চিহ্ন বসাও : ১x৫=৫
পথে যেতে যেতে দেখে এক গাই গাই বলল দুখু মা আমার গোয়ালটা একটু সাফ করে দে না দুখু কুয়ো থেকে পানি এনে ঝাঁটা দিয়ে ধুয়ে গোয়ালটা তকতকে করে সাফ করল গাই তো ভারি খুশি
৭. অনুচ্ছেদটি পড়ে পাঁচটি প্রশ্ন তৈরি কর: ১x৫=৫
১৮২২ সালে তিতুমীর মক্কায় হজ পালন করতে যান। সেখানে তিনি ধর্মপ্রাণ, সংগ্রামী পুরুষ হজরত শাহ সৈয়দ আহমদ বেরলভীর সঙ্গে পরিচিত হন যিনি ব্রিটিশবিরোধী আন্দোলনের অন্যতম পুরোধা ব্যক্তি। এরপর তিতুমীর দেশে এসে স্বাধীনতার ডাক দিলেন। নিজেদের সংগঠিত করতে লাগলেন ইংরেজদের বিরুদ্ধে লড়তে, নীলকরদের রুখতে। ফলে তাঁর ওপর শুরু হয় জমিদারদের অত্যাচার। তিনি নিজ গ্রাম ছেড়ে চলে আসেন বারাসাতের নারকেলবাড়িয়ায়।
৮. নিচের যুক্তবর্ণ ব্যবহার করে একটি করে শব্দ গঠন কর [যে কোনো পাঁচটি]। ১x৫=৫
ব্দ ঞ্চ শ্চ জ্ঞ ণ্ঠ ঞ্জ ক্ষ।
৯. বিপরীত শব্দ লেখ [যে কোনো পাঁচটি] ১x৫=৫
শিক্ষা প্রাচীন ধার্মিক আরোগ্য সুখী সাধু।
অথবা, দুটি করে সমার্থক শব্দ লেখ [যে কোনো পাঁচটি]
শিক্ষা নারী ঐরাবত নদী সূর্য বৃক্ষ।
১০. এক কথায় প্রকাশ কর [যে কোনো পাঁচটি] ১x৫=৫
বিদেশে থাকে যে, ভিক্ষার অভাব, ভাষা সংক্রান্ত বিদ্যা আছে যার, একই গুরুর শিষ্য, দিবসের প্রথম ভাগ, যে উপকারীর উপকার করে।
১১. প্রদত্ত অনুচ্ছেদ থেকে ক্রিয়াপদের চলিত রূপ লেখ
[যে কোনো পাঁচটি] ১x৫=৫
বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের বৈশিষ্ট্য প্রতিফলিত হয় গানের ভাবে, কথায় আর সুরে। তাই অনেকের মতে এদেশ 'গানের দেশ' তবে গান শোনা যত সহজ, গান গাওয়া তত সহজ নহে। সংগীতে পারদর্শী হইতে হইলে প্রতিদিন রেওয়াজ করিতে হয়। উপযুক্ত গুরুর শিষ্যত্ব গ্রহণ করিয়া তাঁহার নির্দেশ মতো সংগীতচর্চা করিতে হয়। আব্বাস উদ্দীন, আব্দুল আলীম কণ্ঠসংগীতে এবং ওস্তাদ আলাউদ্দিন খাঁ ও ওস্তাদ আয়েত আলি খাঁ যন্ত্রসংগীতে আমাদের এ দেশের গৌরব। তাঁহারা সারাজীবন সংগীত সাধনা করিয়াছেন। এজন্য তাঁহাদের বলা হয় সংগীত সাধক।
১২. সংক্ষেপে উত্তর দাও [যে কোনো চারটি] ২x৪=৮
ক. 'যুগান্তরের ঘূর্ণিপাকে' বলতে কবি কী বুঝাতে চেয়েছেন?
খ. বিদায় হজে মহানবী [স.] কী বলেছেন?
গ. মওলানা আবদুল হামিদ খান ভাসানী কেন ঐতিহাসিক 'লং মার্চ' পরিচালনা করেন?
ঘ. কবি এ দেশকে 'সোনার ছবি' বলেছেন কেন?
ঙ. 'সাইক্লোন' কবিতায় কার কেশ ভাসার কথা বলা হয়েছে? কেন?
চ. আগুনের চেয়ে কার উত্তাপ বেশি? কীভাবে?
১৩. 'সংকল্প' অথবা 'চাষি' কবিতার মূলভাব নিজের ভাষায় লেখ। ৮
১৪. নিচের যে কোনো একটি বিষয়ের উপর ১৫০ শব্দের মধ্যে রচনা লেখ : ১২
ক. গানের দেশ, প্রাণের দেশ;
খ. যোগাযোগের সেকাল একাল;
গ. পরিবেশের ভারসাম্য রক্ষায় গাছের ভূমিকা;
ঘ. আমাদের জনসংখ্যা ও স্বাস্থ্য;
ঙ. বীরশ্রেষ্ঠ শহিদ মোস্তফা কামাল।
No comments:
Post a Comment