Sunday, November 4, 2012

সাধারণ জ্ঞান

 
প্রশ্ন : প্রথম নগর রাষ্ট্রের উদ্ভব ঘটে কোন সভ্যতায়?
উত্তর :গ্রিক সভ্যতায়।
প্রশ্ন : মাধবকুণ্ড জলপ্রপাত কোথায় অবস্থিত?
উত্তর :মৌলভীবাজার জেলার বড় লেখায়।
প্রশ্ন : বাংলাদেশকে স্বীকৃতিদানকারী প্রথম ইউরোপের দেশের নাম কী?
উত্তর :পোল্যান্ড
প্রশ্ন : 'জেড সি' কী?
উত্তর : একটি হ্রদ।
প্রশ্ন : কোন্ জীবাণুর আক্রমণে ম্যালেরিয়া রোগ হয় হয়?
উত্তর :প্লাসমোডিয়াম।
প্রশ্ন : লোকসাহিত্যের প্রাচীনতম সৃষ্টি কোনগুলো?
উত্তর :ছড়া এবং ধাঁধা।
প্রশ্ন : 'সূর্যাস্ত আইন' চালু করেন কোন লর্ড?
উত্তর :লর্ড কর্নওয়ালিস।
প্রশ্ন : ওসমানী উদ্যানের সামনে রক্ষিত কামানটি কোন যুদ্ধে ব্যবহৃত হয়েছিল?
উত্তর : আসাম যুদ্ধে।
প্রশ্ন : 'নীল দর্পণ' নাটকের প্রকাশক কে ছিলেন?
উত্তর : লঙ সাহেব।
প্রশ্ন : মোটর গাড়ির গতি নির্ণায়ক যন্ত্রের নাম কী?
উত্তর : ওডোমিটার।
প্রশ্ন : বোরন সিলিকন, আর্সেনিক কোন ধরনের ধাতু?
উত্তর : উপধাতু।
প্রশ্ন : 'চন্দ্রাবতী' কাব্যের রচয়িতা কে?
উত্তর : মাগন ঠাকুর।
প্রশ্ন : আধানের একক কী?
উত্তর :কুলম্ব।
প্রশ্ন :চলনবিলের মধ্যদিয়ে কোন নদী প্রবাহিত হয়েছে?
উত্তর :: আত্রাই নদী।
প্রশ্ন : 'আমরা' কোন সমাসের উদাহরণ?
উত্তর : নিত্য সমাস।
প্রশ্ন : বায়ু নিষ্কাশন যন্ত্র আবিষ্কার কে করেন?
উত্তর : অটোভ্যান গেরিক।
প্রশ্ন : সূর্যে কোন গ্যাসের উপাদান সবচেয়ে বেশি?
উত্তর : হাইড্রোজেন।
প্রশ্ন : ঝিনুক অঞ্চলকে কী বলা হয়?
উত্তর : মহীসোপান।
প্রশ্ন :'এনথ্রাক্স' শব্দটি কোন ভাষা থেকে উৎপত্তি লাভ করেছে?'
উত্তর : গ্রিক ভাষা।
প্রশ্ন :টিপাইমুখ বাঁধ ভারতের কোন রাজ্যে অবস্থিত?
উত্তর :মণিপুর রাজ্যে।

No comments:

Post a Comment

Composition on Female Education in Bangladesh for Examination

  Female Education in Bangladesh Education is a light to which everybody has the equal right. Education is the backbone of a nation. The ...