Monday, November 12, 2012

এসএসসি পরীক্ষার প্রস্তুতি বাংলা প্রথমপত্র

 বই পড়া (বহুনির্বাচনি)
২৬। সুশিক্ষিত লোক মাত্রই কী?
(ক) বিদ্বান (খ) আলেম  (গ) পণ্ডিত         (ঘ) স্বশিক্ষিত
২৭। লাইব্রেরির স্বার্থকতা কার চেয়ে বেশি?
(ক) হাসপাতালের চেয়ে            (খ) স্কুল-কলেজের চেয়ে
(গ) বই পড়ার চেয়ে               (ঘ) মন্দিরের চেয়ে
২৮। লাইব্রেরি কীসের জন্য দরকার?
(ক) সাহিত্য চর্চার জন্য  (খ) বিজ্ঞান চর্চার জন্য
(গ) ধর্মের চর্চার জন্য      (ঘ) নীতির চর্চার জন্য
২৯। লেখক লাইব্রেরির প্রয়োজনীয়তা উপলব্ধি করে কেন?
(ক) মননশীলতার জন্য   (খ) জ্ঞান লাভের জন্য
(গ) সর্ব বিষয় পড়ার জন্য   
(ঘ) বিশেষ জ্ঞান অর্জনের জন্য
৩০। কোন সত্য স্বীকার করতে আমরা কুণ্ঠিত হই?
(ক) পাস করা ও শিক্ষিত হওয়া এক বস্তু নয়
(খ) সু-শিক্ষিত লোক মাত্রই স্ব-শিক্ষিত
(গ) বিদ্যার সাধনা শিষ্যকে নিজে করতে হয়
(ঘ) মানব জীবনের শিক্ষা সোনা ফলায়
৩১। কীসের দ্বারা আমাদের গায়ের জ্বালা ও চোখের জল দুইই দূর হতে পারে?
(ক) খেলাধুলায়                       (খ) ব্যথায়
(গ) উপাসনায়                      (ঘ) সাহিত্য চর্চায়
৩২। প্রমথ চৌধুরীর মতে সাহিত্য রচনার সুফল সম্বন্ধ কারা সন্দিহান?
(ক) অশিক্ষিতরা                      (খ) স্বশিক্ষিতরা
(গ) সকলেই                          (ঘ) অনেকেই
৩৩। লেখক সাহিত্য চর্চার শিক্ষার কিরূপ অঙ্গ মনে করেন?
(ক) সর্বপ্রধান(খ) সর্বশ্রেষ্ঠ(গ) সর্বাধিক(ঘ)  সর্বময়
৩৪। ‘যে জাতি মনে বড় নয়, সে জাতি জ্ঞানেও বড় নয়।’- কার উক্তি?
(ক) প্রমথ চৌধুরী             (খ) লুত্ফর রহমানের
(গ) দীন বন্ধু মিত্র          (ঘ) ড. মুহম্মদ শহীদুল্লাহ    
৩৫। ‘যারা পাস করতে পারে নি তারাই দেশকে রক্ষা করেছে’- কথাটা কোন দেশ সম্পর্কে বলা হয়েছে?
(ক) রাশিয়া                            (খ) ফ্রান্স
(গ) নাইজেরিয়া                       (ঘ) মালয়েশিয়া
৩৬। ‘আমরা যত বেশি লাইব্রেরি প্রতিষ্ঠা করব, দেশের তত বেশি উপকার হবে।’- এ অংশটি কোন প্রবন্ধের?
(ক) বই পড়া                          (খ) পল্লীসাহিত্য
(গ) শিক্ষা ও মনুষ্যত্ব               (ঘ) জাগো গো ভগিনী
৩৭। ‘গতাসু’- অর্থ কী ?
(ক) মৃত   (খ) জীবিত    (গ) বিলুপ্ত        (ঘ) জীবন্মৃত
৩৮। ‘কারদানি’- শব্দের অর্থ কী?
(ক) কারচুপি          (খ) কেরামতি
(গ) বাহাদুরি           (ঘ) পাণ্ডিত্য
৩৯। ‘ভাঁড়ে ও ভরানী’- কথাটির অর্থ কী?
(ক) রিক্ত  (খ) প্রাচুর্য(গ) অলসতা (ঘ) পরিশ্রম
৪০। বই পড়ার যৌক্তিকতা কী? (ক) জাতি গঠন                   (খ)  আত্মোপলব্ধি (গ)  বড় হওয়া                   (ঘ)  অর্থপার্জন ৪১। ‘সুশিক্ষিত মানুষ মাত্রই স্বশিক্ষিত’- এ কথার মর্মার্থ হচ্ছে-
i.  সুশিক্ষা পেলে মানুষ স্বশিক্ষিত হয়
ii. শিক্ষিত লোকই স্বশিক্ষিত হয়
iii. শিক্ষার যথোপযুক্ত উপলব্ধি মানুষকে স্বশিক্ষিত করে
কোনটি সঠিক?
(ক) i    (খ) i ও ii  (গ) i ও iii  (ঘ) i, ii ও iii
৪২। ‘ব্যাধিই সংক্রামক স্বাস্থ্য নয়’- এ কথার তাত্পর্য হলো-
i. মানুষ খারাপটাকে গ্রহণ করতে চায়
ii. মানুষ কুরুচি দ্বারা সংক্রামিত হয়
iii. মানুষ কুরুচি দ্বারা উত্সাহিত হয়
 নিচের কোনটি সঠিক ?
(ক) i       (খ) ii      (গ) iii (ঘ) i, ii ও iii
উত্তর: ২৬। ঘ ২৭। খ ২৮। ক ২৯। ক ৩০। ক ৩১। ঘ ৩২। ঘ ৩৩। ক ৩৪। ক ৩৫। খ ৩৬। ক ৩৭। ক ৩৮। গ ৩৯। ক ৪০। খ ৪১। গ ৪২। ঘ

No comments:

Post a Comment