Monday, November 12, 2012

জীববিজ্ঞান সাজেশন ২০১৩ সালের এইচ.এস.সি

২০১৩ সালের এইচ.এস.সি (বিজ্ঞান বিভাগ) পরীক্ষার্থীদের জন্য জীববিজ্ঞান সাজেশন দেয়া হলো। গতকালের পর
প্রাণিবিজ্ঞান
অধ্যায় ঃ ৭ ( ম্যালেরিয়া পরজীবী, হাইড্রা, তেলাপোকা )  Malarial Parasite, Hydra, Cockroach
এক নজরে প্রশ্নাবলী ঃ
১. মানবদেহের লোহিত রক্তকণিকায় ম্যালেরিয়া জীবাণুর জীবনচক্র আলোচনা কর।
২. ম্যালেরিয়া পরজীবীর আক্রমনে মানবদেহে রক্ত শূন্যতা দেখা দেয়ার কারণ কী কী ?
৩. ম্যালেরিয়া জীবাণুর যৌন ও অযৌন চক্রের মধ্যে পার্থক্য লেখ।
৪. ম্যালেরিয়া নিয়ন্ত্রণের পদ্ধতিগুলো আলোচনা কর।
৫. হাইড্রার চলনের সংজ্ঞা দাও। লুপিং ও ডিগবাজি চলন প্রক্রিয়া বর্ণনা কর।
৬. সিলেন্টেরন ও সিলোমের মধ্যে পার্থক্য লেখ।
৭. দ্বিস্তরী ও ত্রিস্তরী প্রাণীদের মধ্যে পার্থক্য লেখ।
৮. আরশোলার ওমাটিডিয়ামের গঠন চিহ্নিত চিত্রসহ বর্ণনা কর।
৯. চিহ্নিত চিত্রসহ আরশোলার লালাগ্রন্থির গঠন বর্ণনা কর।
১০.আরশোলার মালপিজিয়ান নালিকার গঠন ও কাজ উল্লেখ কর।
১১.রূপান্তর কী ? আরশোলার রূপান্তর বর্ণনা কর।
১২ পার্থক্য লেখ-(ক)  ট্রাকিয়া ও ট্রাকিওল , (খ)সিলোম ও হিমোসিল ) ।

অধ্যায় ঃ ৮ ( মানবদেহ ) Human Body
             
এক নজরে প্রশ্নাবলী ঃ
১.সানোভিয়াল অস্থিসন্ধি কী ? মানবদেহের সানোভিয়াল অস্থিসন্ধির বর্ণনা দাও ।
২. পরিপাক কাকে বলে ? মানবদেহে আমিষ জাতীয় খাদ্যের পরিপাক পদ্ধতি বর্ণনা কর।
৩. হূদচক্র কী ? হূদচক্রের বিভিন্ন ধাপসমূহ পর্যায়ক্রমে বর্ণনা কর।
Rh ফাক্টর বলতে কী বুঝ ? মানুষের Rh ফাক্টর এর গুরুত্ব আলোচনা কর।
৪. মানবদেহের হূদপিন্ডের লম্বচ্ছেদের চিহ্নিত চিত্র দাও।
৫. ধমনী ও শিরার মধ্যে পার্থক্য লেখ।
৬. মানুষের ফুসফুসে  ও Cগ্যাস কিভাবে বিনিময় হয় ?
৭. বহিঃশ্বসন ও অন্তঃশ্বসনের মধ্যে পার্থক্য লেখ।
৮. চিত্রসহ নেফ্রণের গঠন ও কাজ বর্ণনা কর।
৯. নিউরন ও নেফ্রণের মধ্যে পার্থক্য লেখ।
১০. মানবদেহের যে কোন ১০ জোড়া করোটিক স্নায়ুর নাম ও কাজ লেখ।
/মানুষের করোটিক স্নায়ুগুলোর ক্রমিক সংখ্যা নাম,প্রকৃতি,উত্পত্তি, বিস্তৃতি ও কাজ উল্লেখ কর।
১১. পিটুইটারিকে কেন গ্রন্থরাজ বলা হয় ? পিটুইটারি গ্রন্থি নিঃসৃত ৪ টি হরমোনের নাম ও কাজ লেখ।
১২. অন্তক্ষরা ও বহিঃক্ষরা গ্রন্থির মধ্যে ৫ টি পার্থক্য উল্লেখ কর।
১৩. রজচক্র বলতে কী বুঝ ? প্রসূতি মায়ের পরিচর্যার দিকগুলো বর্ণনা কর।
১৪. প্লাসেন্টা কী ? সংক্ষেপে প্লাসেন্টার কাজ বর্ণনা কর।

অধ্যায় ঃ ৯ ( প্রাণিভূগোল ) Zoogeography

এক নজরে প্রশ্নাবলী ঃ
১.প্রাণিভৌগোলিক অঞ্চল কাকে বলে ? প্রাণিভৌগোলিক অঞ্চলসমূহের নাম লেখ ।
২.অষ্ট্রেলিয়ান অঞ্চলের ভৌগোলিক বিসতৃতি ,প্রাকৃতিক বৈশিষ্ট্য, জলবায়ু ও প্রাণিকূলের বর্ণনা দাও।

অধ্যায় ঃ ১০ (পরিবেশ ও পরিবেশ জীববিদ্যা)
Environment & Environmental Biology
এক নজরে প্রশ্নাবলী ঃ
১. খাদ্যচক্র কী ? একটি পুকুরের বাস্তুতন্ত্রের বিবরণ দাও ।
২. একটি বাস্তুতন্ত্রের সজীব উপাদানগুলো বর্ণনা কর।
৩. পরিবেশ বিপর্যয় বলতে কী বুঝ ? পরিবেশের ভারসাম্য রক্ষায় জীবকূলের ভূমিকা লেখ।
৪. ইকোলজিক্যাল পিরামিড কী  ? বিভিন্ন ধরনের খাদ্য পিরামিডের/ শক্তি পিরামিডের সচিত্র বর্ণনা কর।
৫. পরিবেশ বিপর্যয় বলতে কী বুঝ ? পরিবেশ বিপর্যয়ের প্রধান কারণসমূহ লেখ।
৬. বাংলাদেশের প্রেক্ষাপটে জীববৈচিত্র্য সংরক্ষণের গুরুত্ব বর্ণনা কর। 
৭. গ্রীন হাউজ প্রতিক্রিয়ার ফলাফলসমূহ বর্ণনা কর।

অধ্যায় ঃ ১১ ( অর্থনৈতিক প্রাণিবিদ্যা) Economic Zoology

এক নজরে প্রশ্নাবলী ঃ
১. মুক্তা কী ? মুক্তা উত্পাদনকারী ৫ টি ঝিনুকের বৈজ্ঞানিক নাম লেখ এবং মুক্তা সৃষ্টির পদ্ধতি বর্ণনা কর।
২. ঝিনুকের অর্থনৈতিক গুরুত্ব লেখ।
৩. ফাইলেরিয়া রোগের লক্ষনগুলো কী কী ? এর প্রতিকার ও নিয়ন্ত্রনের উপায় কী
৪. অ্যামিবায়োসিস কী ? এর উত্স, লক্ষন এবং প্রতিকারের উপায়সমূহ লেখ। 

অধ্যায় ঃ ১২ ( জৈবপ্রযুক্তি ও জিন প্রকৌশল)
Biotechnology & Genetic Engineering

এক নজরে প্রশ্নাবলী ঃ
১. জৈবপ্রযুক্তি বলতে কী বুঝ ? কৃষি উন্নয়নে জৈব প্রযুক্তির ভূমিকা বর্ণনা কর।
২. রিকম্বিনেন্ট DNA  কী ? রিকম্বিনেন্ট DNA  তৈরির পদ্ধতি বর্ণনা কর।
৩. জীন প্রকৌশল কী ? কৃষি উন্নয়নে জীন প্রকৌশল পদ্ধতি বর্ণনা  কর।
৪. ট্রান্সজেনিক প্রাণী উদ্ভাবনে জীন প্রযুক্তির ব্যবহার লেখ।

No comments:

Post a Comment

Composition on Female Education in Bangladesh for Examination

  Female Education in Bangladesh Education is a light to which everybody has the equal right. Education is the backbone of a nation. The ...