Sunday, November 11, 2012

নবম-দশম শ্রেণির পড়াশোনা বাংলা- দ্বিতীয় পত্র

নবম-দশম শ্রেণির পড়াশোনা
বাংলা- দ্বিতীয় পত্র
নমুনা প্রশ্ন-৪
১. ‘জমি থেকে ফসল পাই’ এটি কোন অর্থে অপাদান কারক?
ক) জাত অর্থে খ) গৃহীত অর্থে
গ) রক্ষিত অর্থে ঘ) বিচ্যুত অর্থে
২. প্রবন্ধের বক্তব্যের কোনটি থাকা চাই?
ক) সহজ ভাব খ) যুক্তিতর্ক
গ) কাঠিন্য ) দুর্বোধ্যতা
৩. নিত্যবৃত্ত অতীতের আরেকটি নাম হলো
ক) সাধারণ অতীত খ) ঘটমান অতীত
গ) পুরোঘটিত অতীত ঘ) অভ্যাসসূচক অতীত
৪. ব্যাকরণের মূল ভিত্তি কী?
ক) ধ্বনি খ) ভাষা
গ) ভাব ঘ) বাক্য
৫. আপনি করুন কোন কাল?
ক) সাধারণ বর্তমান খ) ঘটমান বর্তমান
গ) পুরাঘটিত বর্তমান ঘ) বর্তমান অনুজ্ঞা
৬. “ইড়ড়শং রহঃৎড়ফঁপব ঁং রহঃড় যব নবংঃ ংড়পরবঃু”-এর যথার্থ বঙ্গানুবাদÑ
ক) পুস্তকের মাধ্যমেই আমরা উৎকৃষ্ট সমাজের সাথে পরিচিত হই
খ) উৎকৃষ্ট পুস্তক আমাদের সমাজের সাথে পরিচয় করায়
গ) পুস্তক আমাদের সমাজের উৎকৃষ্ট পরিচায়ক
ঘ) পুস্তক আমাদের উৎকৃষ্ট সমাজের সাথে পরিচয় করিয়ে দেয়
৭. ঘটনামূলক রচনার ক্ষেত্রে কেনটি গুরুত্বপূর্ণ?
ক) বস্তুর গুণ খ) অনুভূতি ও ভাব
গ) প্রাঞ্জল ভাষা ঘ) উপমার প্রয়োগ
৮. ‘সারমর্ম’-এর সমার্থকÑ
ক. সংক্ষিপ্ত খ) মূল কথা
গ. ভূমিকা ঘ) খাঁটি কথা
৯. যে উপকারীর অপকার/ক্ষতি করেÑ এক কথায় কী বলে?
ক) ক্ষতিকারী খ) অকৃতজ্ঞ
গ) অনিষ্টকারী ঘ) কৃতঘœ
১০. ‘অবগত’ শব্দের ‘অব’ উপসর্গটি কী অর্থে ব্যবহৃত হয়েছে?
ক) প্রতিকূল খ) সম্যকভাবে
গ) নিম্নে ঘ) অল্পতা
১১. ‘পুরুষ’ ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়?
ক) ধ্বনিতত্ত্বে খ) শব্দতত্ত্বে
গ) বাক্যতত্ত্বে ঘ) ভাষাতত্ত্বে
১২. ‘পত্র’ শব্দটির আভিধানিক অর্থ কী?
ক) যোগাযোগ খ) শব্দতত্ত্বে
গ) বিনিময় ঘ) চিহ্ন বা স্মারক
১৩. পত্রের প্রাপক কে?
ক) যার উদ্দেশ্যে পত্রটি রচিত খ) যিনি পত্র লেখেন
গ) পত্রের মঙ্গলাচরণ ঘ) বক্তব্য বিষয়
১৪. প্রবন্ধের বিষয়বস্তু সাধারণত কয় প্রকার?
ক) দু’প্রকার খ) তিন প্রকার
গ) চার প্রকার ঘ) ছয় প্রকার
১৫। ‘পাঞ্জাবী’ কোন জাতীয় শব্দ?
ক) মৌলিক শব্দ খ) যৌগিক শব্দ
গ) রূঢ়ি শব্দ ঘ) যোগরূঢ় শব্দ
১৬। সংস্কৃতিকে ধারণ ও বহন করে কে?
ক) অনুকরণ খ) ভাষা
গ) ধারাবাহিতকা ঘ) মানুষ
১৭। কোন শব্দটি সাধু (পুরুষ) অর্থে শুদ্ধ বানান?
ক) ঋৃষি খ) ঋণী
গ) ঋষি ঘ) হৃষি
১৮। দুটো সমবর্ণের একটির পরিবর্তনকে কী বলে?
ক) সমীভবন খ) বিষমীভবন
গ) ব্যঞ্জনদ্বিত্বতা ঘ) ব্যঞ্জনবিকৃতি
১৯। ‘দিগন্ত’ শব্দটির সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি?
ক) দিগ্্+অন্ত খ) দিক+অন্ত
গ) দিগ+অস্ত ঘ) দিগ-ন্ত
২০। ‘পরাণপ্রিয়’-কোন সমাসের উদাহরণ?
ক) রূপক কর্মধারয় খ) তৃতীয়া তৎপুরুষ
গ) ষষ্ঠ তৎপুরুষ ঘ) পঞ্চমী তৎপুরুষ
২১। ‘উপ’ উপসর্গযুক্ত ‘উপকূল’ শব্দটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে?
ক) সামীপ্য অর্থে খ) সদৃশ অর্থে
গ) ক্ষুদ্র অর্থে ঘ) বিশেষ অর্থে
২২। ‘সৌভাগ্য’ শব্দটির সঠিক প্রকৃতি-প্রত্যয় কোনটি?
ক) সু+ভাগ্য খ) সুভগ্্+য
গ) সুভ+গ ঘ) সৌ+ভাগ্য
২৩। ‘সংস্কৃতি’ শব্দের অর্থ কী?
ক) কৃষ্টি খ) কৃষক
গ) কাক ঘ) অপভ্রংশ
২৪। কোনটি প্রযোজক ক্রিয়া?
ক) সাইরেন বেজে উঠল খ) বুড়ো লোকটি কেঁদে ফেললেন
গ) দাদু চশমা পরেন ঘ) তিনি ছাত্রদের ব্যাকরণ পড়ান
২৫. “হায়রে ভাগ্য, হায়রে লজ্জাÑ কোথায় সভা, কোথায় সজ্জা?”Ñ এই উদ্ধৃতিতে ‘হায়রে’ অব্যয় দুটি কোন ধরনের?
ক) আবেগসূচক খ) উচ্ছ্বাস প্রকাশক
গ) বাক্যালঙ্কার ঘ) যন্ত্রণা প্রকাশক
২৬। ছাদ থেকে নদী দেখা যায়। নিম্নরেখ পদগুলো কোন কারকে কোন বিভক্তি?
ক) কর্মে ৫মী খ) কারণে ৫মী
গ) অপাদানে ৫মী ঘ) অধিকরণে ৫মী
২৭। কী করতে হবে বুঝতে পারে না যেÑ তাকে এক কথায় কি বলে?
ক) কর্তব্যবিমূঢ় খ) বোকা
গ) আলোকসামান্য ঘ) কিংকর্তব্যবিমূঢ়
২৮। ‘তামার বিষ’ বাগধারাটির অর্থ কী?
ক) অর্থের অভাব খ) অর্থের প্রাচুর্য
গ) অর্থের কুপ্রভাব ঘ) অর্থের অহংকার
২৯। শুদ্ধ বানান কোনটি?
ক) মুমূর্ষু খ) মূমূর্ষূ
গ) মুমুর্ষু ঘ) মমূর্ষ
৩০। প্রয়োজনে ইংরেজি ঈড়সঢ়ষবী ও ঈড়ঢ়সঢ়ড়ঁহফ ঝবহঃবহপব-এর অনুবাদ কোন বাক্যে করতে হয়?
ক) একটি মাত্র সরল বাক্যে খ) জটিল বাক্যে
গ) একাধিক সরল বাক্যে ঘ) মিশ্র বাক্যে
৩১। চঁঃ ড়ঁঃ ঃযব ষধসঢ়-এর সঠিক অনুবাদ কোনটি?
ক) প্রদীপটি নিভাও খ) প্রদীপটি জ্বালাও
গ) প্রদীপটি রাখ ঘ) প্রদীপটি বাইরে রাখ
৩২। ভাব সম্প্রসারণে বর্জনীয় কোন বিষয়টি?
ক) বাস্তব ও প্রাসঙ্গিক বিষয়
খ) প্রয়োজনীয় ও অত্যাবশ্যকীয় বিষয়
গ) অবাস্তব ও অপ্রাসঙ্গিক বিষয়
ঘ) যুক্তিতর্কপূর্ণ বিষয়
৩৩। সারাংশ ও সারমর্মের ভাষা হবেÑ
ক) সংক্ষিপ্ত ও দুর্বোধ্য খ) সহজ ও এলোমেলো
গ) সংক্ষিপ্ত, দৃঢ় ও সংহত ঘ) কঠিন ও দুর্বোধ্য
৩৪। পত্রের ভাষা কেমন হওয়া প্রয়োজন?
ক) সাহিত্যিক ভাষা খ) সাধু ভাষা
গ) চলিত ভাষা ঘ) সহজ, সরল ও বিষয়ভিত্তিক
৩৫। প্রবন্ধ কথাটির প্রত্যয়গত অর্থ কী?
ক) রচনা খ) কোন বিষয় সম্পর্কে লেখা
গ) প্রকৃষ্ট বন্ধন ঘ) কোন কিছুর অবতারণা করা
৩৬। প্রবন্ধের ভাষা হবেÑ
ক) বিষয়ানুগ খ) কঠিন
গ) দুর্বোধ্য গ) জটিল
৩৭। ‘নিরক্ষর’ শব্দটির সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি?
ক) নির + অক্ষর খ) নি + অক্ষর
গ) নির + অক্ষর ঘ) নিঃ + অক্ষর
৩৮। ‘খাতক’-এর বিপরীত শব্দ কোনটি?
ক) মহাজন খ) সুদখোর
গ) গ্রাহক ঘ) ঘাতক
৩৯। কোনটি দেশি শব্দ?
ক) ঢেঁকি খ) কাগজ
গ) আনারস ঘ) উকিল
৪০। ভ্রমণ কাহিনী কোন ধরনের রচনা?
ক) চিন্তামূলক খ) বিবৃতিমূলক বা বর্ণনামূলক
গ) ঘটনামূলক ঘ) কাহিনীমূলক

উত্তর : ১.ক ২. খ ৩.ঘ ৪.খ ৫.ঘ ৬.ঘ ৭.খ ৮.খ ৯.ঘ ১০.খ ১১.ক ১২.ঘ ১৩.ক ১৪.খ ১৫.গ ১৬.খ ১৭.গ ১৮.খ ১৯.খ ২০.ঘ ২১.ক ২২.ক ২৩.ক ২৪.ঘ ২৫.খ ২৬.ঘ ২৭.ঘ ২৮.গ ২৯.ক ৩০.গ ৩১.ক ৩২.গ ৩৩.গ ৩৪.গ ৩৫.গ ৩৬.ক ৩৭.ঘ ৩৮.ক ৩৯.ক ৪০.গ

No comments:

Post a Comment

Composition on Female Education in Bangladesh for Examination

  Female Education in Bangladesh Education is a light to which everybody has the equal right. Education is the backbone of a nation. The ...