Thursday, November 1, 2012

প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা:পরিবেশ পরিচিতি সমাজ (মডেল প্রশ্ন-১)


সময়-২ ঘণ্টা :পূর্ণমান-১০০
[দ্রষ্টব্য :ডান পাশে উলি্লখিত সংখ্যা প্রশ্নের পূর্ণমান জ্ঞাপক।]

১. সঠিক উত্তরটি খাতায় লেখ : ১ু১০ = ১০

ক) আমাদের বসবাসের এবং আশেপাশের স্থানকে কী বলা হয়?
(১) জেলা (২) বিভাগ (৩) মহকুমা (৪) নিজের এলাকা
খ) কোনটি রাষ্ট্র্রীয় সম্পদ?
(১) কারখানা (২) বাড়ির আসবাবপত্র (৩) বাড়ির গাছপালা (৪) বাংলা একাডেমী
গ) তুমি সকালবেলা ঘুম থেকে উঠে নাস্তা খেয়ে স্কুলে যাও, স্কুল থেকে ফিরে গোসল করে খাওয়া-দাওয়ার পর বিশ্রাম নিয়ে বিকেলে মাঠে খেলতে যাও। মাঠ থেকে ফিরে সন্ধ্যায় পড়তে বস। তোমার সময়মতো এই কাজগুলো করাকে কী বলা হবে?
(১) সদাচরণ (২) সময়ানুবর্তিতা (৩) সত্যবাদিতা (৪) সহযোগিতা
ঘ) কীভাবে শ্রমের মর্যাদা প্রতিষ্ঠিত হবে?
(১) এককভাবে কাজ করলে (২) সবাই কাজে সহযোগিতা করলে
(৩) বড়রা কাজ করলে (৪) ছোটরা কাজ করলে
ঙ) আমাদের শিশু শ্রমের প্রধান কারণ কী?
(১) অসচেতনতা (২) লেখাপড়ায় অনীহা
(৩) শিশু শ্রমের সুযোগ (৪) দারিদ্র্য
চ) একজন নেতা কোন কাজটি করতে পারেন?
(১) সুশৃঙ্খল সমাজকে বিশৃঙ্খল করতে (২) বিশৃঙ্খল সমাজকে জাগিয়ে তুলতে
(৩) সমাজকে এড়িয়ে চলতে (৪) ধনীদের মন জয় করতে
ছ) কোনটি সামাজিক অধিকার?
(১) ভোট দেওয়ার অধিকার
(২) ব্যক্তি স্বাধীনতা রক্ষার অধিকার
(৩) জীবিকা নির্বাহের অধিকার (৪) সম্পত্তি ভোগের অধিকার
জ) জাতীয় পরিবেশ নীতি বাস্তবায়নে আমরা কী করতে পারি?
(১) অধিক মাছ চাষ (২) অধিক বৃক্ষরোপণ (৩) অধিক প্রার্থনা করা (৪) অধিক খাল খনন
ঝ) বাংলাদেশে মেয়েদের বিয়ের নূ্যনতম বয়স কত?
(১) ১৮ (২) ২০ (৩) ২২ (৪) ২৪
ঞ) মেঘা ময়নামতি জাদুঘর ঘুরে বিভিন্ন প্রত্নতাত্তি্বক নিদর্শন দেখল। মেঘার ময়নামতি জাদুঘরে যাওয়ার কারণ-
(১) বৌদ্ধ সভ্যতার নির্দশন অবলোকন (২) প্রাচীন সভ্যতা অবলোকন
(৩) আধুনিক সভ্যতা অবলোকন (৪) ব্রাহ্মীলিপি অবলোকন
২. সঠিক শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করে বাক্যটি
খাতায় লেখ : ২ু৫ = ১০
ক) আমাদের দেশে রয়েছে ......... পানির অভাব।
খ) সবার সাথে ভালো আচরণ করা হলো .........।
গ) মানুষ হিসেবে একজন ব্যক্তির অধিকারগুলোকে বলা হয় ...।
ঘ) গণতন্ত্রের অর্থ হচ্ছে ......... শাসন।
ঙ) নির্বাচন সুষ্ঠুভাবে পরিচালিত না হলে ......... দেখা দিতে পারে।
৩. নিচের উক্তিগুলো খাতায় লিখে ডান পাশে শুদ্ধ হলে 'শুদ্ধ' এবং অশুদ্ধ হলে 'অশুদ্ধ' লেখ : ২ু৫ = ১০
ক) সুস্থ সুন্দর জীবনযাপনের জন্য সুন্দর পরিবেশ প্রয়োজন।
খ) গল্পের বই আমাদের আনন্দ দেয়।
গ) কাউকে কটু কথা বলা ভালো কাজ।
ঘ) শুধু নিজের বাড়ি পরিষ্কার রাখলেই চলবে।
ঙ) সকল মানুষ জন্মগতভাবে স্বাধীন।
৪. বামপাশের কথাগুলোর সাথে ডানপাশের কথাগুলোর মিল করে খাতায় লেখ : ২ু৪ = ৮
৫. অল্প কথায় উত্তর দাও :(যে কোন দশটি) ৩ু১০ = ৩০
ক) এলাকায় রাস্তাঘাট ভালো না হলে কী অসুবিধা হতে পারে?
খ) বিদ্যালয়কে কেন জাতি গঠনের কারখানা বলা হয়?
গ) সদাচরণ কাকে বলে?
ঘ) শ্রমজীবীদের কেন আমাদের শ্রদ্ধা করা প্রয়োজন?
ঙ) গণতন্ত্র আমাদের কী দেয়?
চ) নাগরিকের কেন কর প্রদান করা উচিত?
ছ) আমদানি বলতে কী বোঝায়?
জ) আমাদের দেশে নারীর সামাজিক পদমর্যাদা বৃদ্ধির উপায়গুলো লেখ।
ঝ) পাহাড়পুরের প্রধান প্রধান প্রত্নতাত্তি্বক ধ্বংসাবশেষের নাম লেখ।
ঞ) বার ভূঁইয়া বলতে কী বোঝায়?
ট) 'দ্বৈত শাসন' বলতে কী বোঝায়?
ঠ) বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান কাজ কী?
৬. যে কোন চারটি প্রশ্নের উত্তর দাও :৮ু৪ = ৩২
ক) এলাকাবাসীকে নিরাপদ পানি ব্যবহারে সচেতন করা প্রয়োজন কেন? ৮
খ) সম্পদ কাকে বলে? রাষ্ট্রীয় সম্পদকে কেন জনসম্পদ বলা হয়? ২ + ৬
গ) বিদ্যালয় অপরিষ্কার কীভাবে হতে পারে এবং এর কারণে কী হয়? ৮
ঘ) জাতীয় পরিবেশ নীতির উল্লেখযোগ্য দিকগুলো কী? ৮
ঙ) বাংলায় কে স্বাধীন সুলতানি শাসন প্রতিষ্ঠা করেন? হোসেন শাহী আমলকে বাংলার মুসলমান শাসনের স্বর্ণযুগ বলা হয় কেন? ২+৬
চ) কেনিয়ার মানুষের খাবার কী কী? কেনিয়ার পুরুষ ও মহিলাদের পোশাক বর্ণনা কর। ৩ + ৫

No comments:

Post a Comment

Composition on Female Education in Bangladesh for Examination

  Female Education in Bangladesh Education is a light to which everybody has the equal right. Education is the backbone of a nation. The ...