Sunday, November 11, 2012

এসএসসি পরীক্ষার প্রস্তুতি : বাংলা প্রথম পত্রের বহুনির্বাচনী প্রশ্ন

বাংলা প্রথম পত্রের   ‘রচনার শিল্পগুণ’  প্রবন্ধ থেকে ১৮টি গুরুত্বপূর্ণ বহুনির্বাচনী প্রশ্ন নিয়ে আলোচনা করা হলো।
১. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কত তারিখে জন্মগ্রহণ করেন?
(ক) ৮ জুন, ১৮৩৮ খ্রিষ্টাব্দে
(খ) ১২ জুন, ১৮৩৮ খ্রিষ্টাব্দে
(গ) ১৮ জুন, ১৮৩৮ খ্রিষ্টাব্দে
(ঘ) ২৬ জুন, ১৮৩৮ খ্রিষ্টাব্দে
২. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় প্রকাশিত প্রথম বাংলা উপন্যাসটির নাম কী?
(ক) মৃণালিনী   (খ) দুর্গেশনন্দিনী
(গ) বিষবৃ    (ঘ) আনন্দমঠ
৩. পাশ্চাত্য ভাবাদর্শে বাংলা উপন্যাস রচনার পথিকৃৎ  কে?
(ক) মাইকেল মধুসূদন দত্ত (খ) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
(গ) শরৎচন্দ্র চট্টোপাধ্যায় (ঘ) রবীন্দ্রনাথ ঠাকুর
৪. বঙ্কিমচন্দ্রের ‘দুর্গেশনন্দিনী’ উপন্যাসটি কত সালে প্রকাশিত হয়?
(ক) ১৮৬০ সালে  (খ) ১৮৬১ সালে
(গ) ১৮৬৩ সালে (ঘ) ১৮৬৫ সালে
৫. বঙ্কিমচন্দ্রের রচিত উপন্যাস নয় কোনটি?
(ক) বিষবৃ   (খ) কপালকুণ্ডলা
(গ) দত্তা  (ঘ) কৃষ্ণকান্তের উইল
৬.  ‘রচনার শিল্পগুণ’ প্রবন্ধে প্রাঞ্জলতার প্রধান বৈশিষ্ট্য কী?
(ক) পড়ামাত্র বুঝতে পারা
(খ) যা বলতে চাই তা বলতে পারা
(গ) লিখতে গিয়ে সুন্দর শব্দাবলি বাছাই করা
(ঘ) যা লিখতে চাই তা সুন্দর করে লেখা
৭. রচনার বড় গুণ কোনটি?
(ক) প্রাঞ্জলতা    (খ) অর্থব্যক্তি
(গ) সামঞ্জস্য      (ঘ) বর্ণবিন্যাস
৮. ‘মীনােভাকুল কুবলয়’ বলতে কী বোঝায়?
(ক) মাছের গোঁফকে বোঝানো হয়
(খ) মাছের আড়ৎ
(গ) মাছের তাড়নে পদ্ম কাঁপানোকে বোঝানো হয়
(ঘ) মাছের ডিম
৯. ‘মীনােভাকুল কুবলয়’Ñ এখানে ‘মীন’ অর্থ কী?
(ক) মাছ    (খ) বাতাস  (গ) পদ্মফুল    (ঘ) পানি
১০. ‘ইসতিহার’ কী রূপ শব্দ?
(ক) বিদেশী  (খ) দেশী  (গ) প্রাকৃত  (ঘ) সংস্কৃতি
১১. ‘অল্প কথায় কাজ হইলে বেশি কথা বলার প্রয়োজন কী?’  লেখক কোন্ প্রসঙ্গে এ উক্তি করেছেন?
(ক) প্রাঞ্জলতার ব্যাখ্যা প্রসঙ্গে
(খ) অর্থব্যক্তির ব্যাখ্যা
(গ) ব্যাকরণের বর্ণনা প্রসঙ্গে
(ঘ) ভাষার স্বরূপ বিশেষণ প্রসঙ্গে
১২. ‘বিজ্ঞাপন’ কী রূপ শব্দ?
(ক) পাঞ্জাবি  (খ) হিন্দি (গ) সংস্কৃত  (ঘ) ফরাসি
১৩. ‘এখনকার উৎকৃষ্ট লেখকরা সেই কথাই ব্যবহার করেন’ এখানে বঙ্কিমচন্দ্র কোন কথা ব্যবহারের কথা উল্লেখ করেছেন?
(ক) ভাব সমৃদ্ধ কথা (খ) সহজে বোঝা যায় এমন কথা (গ) যে কথায় মনের ভাব ঠিক ব্যক্ত হয় এমন কথা
(ঘ) প্রাঞ্জল কথা
১৪. ‘লোক রহস্য’ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কোন ধরনের সাহিত্যকর্ম?
(ক) নাটক  (খ) উপন্যাস
(গ) প্রবন্ধ  (ঘ) রূপকথা
১৫. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের অসামান্য কৃতিত্ব প্রকাশ  পেয়েছে কোন সাহিত্য কর্মের মাধ্যমে?
(ক) প্রবন্ধ সাহিত্য রচনার মাধ্যমে
(খ) গল্প সাহিত্য রচনার মাধ্যমে
(গ) নাট্য সাহিত্য রচনার মাধ্যমে
(ঘ) পাশ্চাত্য ভাবাদর্শে বাংলা উপন্যাস রচনার পথিকৃৎ হিসাবে
১৬. রচনার বৈশিষ্ট্য অনুযায়ী কোনটি ব্যতিক্রমধর্মী?
(ক) রসগোল্লা (খ) শিা ও মনুষ্যত্ব
(গ) বাংলা নববর্ষ   (ঘ) বই পড়া
১৭. ‘রচনার শিল্পগুণ’ প্রবন্ধে কঠিন কথাটা বুঝতে সহজ ও স্পষ্ট হয় কোনটি ব্যবহার করলে?
(ক) ব্যাখ্যা       (খ) উদাহরণ
(গ) পরিভাষা   (ঘ) উপযোগী শব্দ
১৮. ‘প্রাঞ্জলতা’ শব্দের অর্থ কী?
(ক) সহজবোধ্যতা   (খ) প্রাণতুল্য
(গ) অত্যন্ত কঠিন     (ঘ) দুর্বোধ্য
উত্তর : ১.ঘ ২. খ. ৩. খ ৪. ঘ ৫. গ ৬. ক ৭. ক ৮. গ ৯. ক ১০. ক ১১. ক ১২. গ ১৩. গ ১৪. গ ১৫. ঘ ১৬. ক ১৭. ঘ ১৮. ক।



No comments:

Post a Comment

Composition on Female Education in Bangladesh for Examination

  Female Education in Bangladesh Education is a light to which everybody has the equal right. Education is the backbone of a nation. The ...