গুরুত্বপূর্ণ যোগ্যতাভিত্তিক প্রশ্ন
১. খালিক শব্দের অর্থ কী?
ক. পালনকর্তা খ. দয়ালু গ. রিজিকদাত ঘ. সৃষ্টিকর্তা
২. কাদিরুন শব্দের অর্থ কী?
ক. সৃষ্টিকর্তা খ. পালনকর্তা গ. সর্বশক্তিমান ঘ. সর্বশ্রোতা
৩. বাসিরুন শব্দটি অর্থ কী?
ক. সহনশীল খ. সর্বদ্রষ্টা গ. সর্বশ্রোতা ঘ. সর্বশক্তিমান
৪. পানির অপর নাম কী?
ক. শরবত খ. জীবন গ. সাগর ঘ. নদী
৫. সারা বিশ্বের পালনকর্তা কে?
ক. মানুষ খ. আল্লাহ গ. বৈজ্ঞানিক ঘ. ঈমানদার ব্যক্তি
৬. মানুষ কোনটি বানাতে পারে?
ক. জীবজন্ত খ. ফলমূল গ. গ্রহ-নক্ষত্র ঘ. চেয়ার-টেবিল
৭. আল আমিন কাকে বলা হতো?
ক. হজরত মূসা (আ.) কে খ. হজরত নূহ (আ.) কে
গ. হজরত মুহাম্মদ (সা.) কে ঘ. হজরত আবুবকর (রা.) কে
৮. আরবি হরফ উচ্চারণের স্থান কয়টি?
ক. ১৭টি খ. ১৮টি গ. ১৬টি ঘ. ১৯টি
৯. হজরত দাউদ ছিলেন_
ক. নবী ও বাদশা খ. ভোজনপ্রিয় গ. ভ্রমণপ্রিয় ঘ. একজন মানুষ
১০. হজরত ইবরাহিম জনগণকে কি শিক্ষা দিয়েছিলেন?
ক. গল্প না করা খ. ঝগড়া না করা
গ. মূর্তিপূজা না করা ঘ. ভালো কাজ না করা
১১. হজরত ঈসা (আ.) কোথায় জন্মগ্রহণ করেন?
ক. মক্কায় খ. মদিনায় গ. মিসরে ঘ. ফিলিস্তিনে
১২. ইসলামের তৃতীয় রুকন কোনটি?
ক. নামাজ খ. জাকাত গ. রোজা ঘ. হজ
১৩. হজের ফরজ কয়টি?
ক. তিনটি খ. পাঁচটি গ. সাতটি ঘ. দুইটি
১৪. কোরআন তিলাওয়াতের উদ্দেশ্য কয়টি?
ক. ৪টি খ. ৫টি গ. ৭টি ঘ. ৩টি
১৫. হজরত ইবরাহিম (আ.) কোথায় জন্মগ্রহণ করেন?
ক. মক্কায় খ. মদিনায় গ. মিসরে ঘ. ইরাকে
১৬. বিতর সালাত কী?
ক. ফরজ খ. সুন্নাত গ. ওয়াজিব ঘ. নফল
১৭. জাকাত শব্দের অর্থ কী?
ক. পবিত্র ও সুন্দর খ. পবিত্রতা ও বৃদ্ধি।
গ. ধন-সম্পদ ঘ. পরিষ্কার-পরিচ্ছন্নতা
১৮. কাবাঘরকে কি বলা হয়?
ক. বায়তুল্লাহ খ. মসজিদে নববী
গ. মসজিদে আকসা ঘ. বাইতুল মুকাদ্দাস
১৯. আল্লাহ কিসে খুশি হন?
ক. মিথ্যা কথা বললে খ. মানুষকে কষ্ট দিলে
গ. মানুষের সেবা ও সাহায্য করলে ঘ. মানুষের বিপদে এগিয়ে না গেলে
২০. পৃথিবীতে যা কিছু আছে সবকিছুর প্রতি দয়া দেখাও_ এটি কার কথা?
ক. মানুষের কথা খ. ফেরেশতাদের কথা
গ. রাসূলের কথা ঘ. বিজ্ঞানীদের কথা
উত্তরমালা : ১.ঘ ২.গ ৩.খ ৪.খ ৫.খ ৬.ঘ ৭.গ ৮.ক ৯.ক ১০.গ ১১.ঘ ১২.গ ১৩.ক ১৪.ক ১৫.ঘ ১৬. গ ১৭. খ ১৮. ক ১৯. গ ২০. গ।
১. খালিক শব্দের অর্থ কী?
ক. পালনকর্তা খ. দয়ালু গ. রিজিকদাত ঘ. সৃষ্টিকর্তা
২. কাদিরুন শব্দের অর্থ কী?
ক. সৃষ্টিকর্তা খ. পালনকর্তা গ. সর্বশক্তিমান ঘ. সর্বশ্রোতা
৩. বাসিরুন শব্দটি অর্থ কী?
ক. সহনশীল খ. সর্বদ্রষ্টা গ. সর্বশ্রোতা ঘ. সর্বশক্তিমান
৪. পানির অপর নাম কী?
ক. শরবত খ. জীবন গ. সাগর ঘ. নদী
৫. সারা বিশ্বের পালনকর্তা কে?
ক. মানুষ খ. আল্লাহ গ. বৈজ্ঞানিক ঘ. ঈমানদার ব্যক্তি
৬. মানুষ কোনটি বানাতে পারে?
ক. জীবজন্ত খ. ফলমূল গ. গ্রহ-নক্ষত্র ঘ. চেয়ার-টেবিল
৭. আল আমিন কাকে বলা হতো?
ক. হজরত মূসা (আ.) কে খ. হজরত নূহ (আ.) কে
গ. হজরত মুহাম্মদ (সা.) কে ঘ. হজরত আবুবকর (রা.) কে
৮. আরবি হরফ উচ্চারণের স্থান কয়টি?
ক. ১৭টি খ. ১৮টি গ. ১৬টি ঘ. ১৯টি
৯. হজরত দাউদ ছিলেন_
ক. নবী ও বাদশা খ. ভোজনপ্রিয় গ. ভ্রমণপ্রিয় ঘ. একজন মানুষ
১০. হজরত ইবরাহিম জনগণকে কি শিক্ষা দিয়েছিলেন?
ক. গল্প না করা খ. ঝগড়া না করা
গ. মূর্তিপূজা না করা ঘ. ভালো কাজ না করা
১১. হজরত ঈসা (আ.) কোথায় জন্মগ্রহণ করেন?
ক. মক্কায় খ. মদিনায় গ. মিসরে ঘ. ফিলিস্তিনে
১২. ইসলামের তৃতীয় রুকন কোনটি?
ক. নামাজ খ. জাকাত গ. রোজা ঘ. হজ
১৩. হজের ফরজ কয়টি?
ক. তিনটি খ. পাঁচটি গ. সাতটি ঘ. দুইটি
১৪. কোরআন তিলাওয়াতের উদ্দেশ্য কয়টি?
ক. ৪টি খ. ৫টি গ. ৭টি ঘ. ৩টি
১৫. হজরত ইবরাহিম (আ.) কোথায় জন্মগ্রহণ করেন?
ক. মক্কায় খ. মদিনায় গ. মিসরে ঘ. ইরাকে
১৬. বিতর সালাত কী?
ক. ফরজ খ. সুন্নাত গ. ওয়াজিব ঘ. নফল
১৭. জাকাত শব্দের অর্থ কী?
ক. পবিত্র ও সুন্দর খ. পবিত্রতা ও বৃদ্ধি।
গ. ধন-সম্পদ ঘ. পরিষ্কার-পরিচ্ছন্নতা
১৮. কাবাঘরকে কি বলা হয়?
ক. বায়তুল্লাহ খ. মসজিদে নববী
গ. মসজিদে আকসা ঘ. বাইতুল মুকাদ্দাস
১৯. আল্লাহ কিসে খুশি হন?
ক. মিথ্যা কথা বললে খ. মানুষকে কষ্ট দিলে
গ. মানুষের সেবা ও সাহায্য করলে ঘ. মানুষের বিপদে এগিয়ে না গেলে
২০. পৃথিবীতে যা কিছু আছে সবকিছুর প্রতি দয়া দেখাও_ এটি কার কথা?
ক. মানুষের কথা খ. ফেরেশতাদের কথা
গ. রাসূলের কথা ঘ. বিজ্ঞানীদের কথা
উত্তরমালা : ১.ঘ ২.গ ৩.খ ৪.খ ৫.খ ৬.ঘ ৭.গ ৮.ক ৯.ক ১০.গ ১১.ঘ ১২.গ ১৩.ক ১৪.ক ১৫.ঘ ১৬. গ ১৭. খ ১৮. ক ১৯. গ ২০. গ।
No comments:
Post a Comment