মডেল টেস্ট
১. সঠিক উত্তরে টিক চিহ্ন দাও : ১x১০=১০
ক. কোন প্রাণী ফুলকার সাহায্যে শ্বাসকার্য চালায়?
ক. গরু খ. কাক গ. সাপ ঘ. মাছ
খ. সাইকাস কোন ধরনের উদ্ভিদ?
ক. আবৃতবীজী খ. নগ্নবীজী গ. অপুষ্পক ঘ. শৈবাল
গ. কোন ভিটামিন তাপে নষ্ট হয়?
ক. ভিটামিন 'এ' খ. ভিটামিন 'সি'
গ. ভিটামিন 'বি' ঘ. ভিটামিন 'ডি'
ঘ. কোনটি যকৃতের রোগ?
ক. কলেরা খ. টাইফয়েড গ. জন্ডিস ঘ. ডায়রিয়া
ঙ. রেডিও টেলিভিশনে কিভাবে তথ্য পাঠানো হয়?
ক. একমুখী খ. উভয়মুখী গ. বহুমুখী ঘ. কোনটি না
চ. কোনটি পৃথিবীর নিকটতম তারকা?
ক. চাঁদ খ. সূর্য গ. ধূমকেতু ঘ. বুধ
ছ. কোনটি গ্রামীণ কুসংস্কার?
ক. সাপে কাটলে মিষ্টি খাওয়ানো
খ. হাত ভাঙলে ডাক্তারের কাছে যাওয়া
গ. ওঝা দিয়ে বিষ নামানো
ঘ. ব্লেড দিয়ে কাটা
জ. নিয়নের অণুতে কয়টি পরমাণু কাকে?
ক. ১টি খ. ৩টি গ. ২টি ঘ. ১১১টি
ঝ. 'ক্যাটরিনা' কী?
ক. নায়িকার নাম খ. শহরের নাম
গ. প্রাকৃতিক দুর্যোগের নাম
ঘ. একটি সফটওয়্যারের নাম
ঞ. চিত্রে প্রদর্শিত পদার্থের বৈশিষ্ট্য নয় কোনটি?
ক. নির্দিষ্ট আয়তন আছে
খ. নির্দিষ্ট আকৃতি নেই
গ. আবদ্ধ পাত্রের পুরো স্থান দখল করে
ঘ. নির্দিষ্ট ওজন আছে।
২. শূন্যস্থান পূরণ কর : ২x৫=১০
ক. রক্তে --- পরিমাণ বেড়ে যাওয়ার কারণে জন্ডিস হয়।
খ. বিষুবরেখা বরাবর স্থানসমূহে সূর্য সারাবছর --- কিরণ দেয়।
গ. বরফ পানির---- অবস্থা।
ঘ. মেরুদণ্ডে চাকতির মতো ছোট ছোট হাড়কে --- বলে।
ঙ. ধূমকেতু দেখতে ---- মতো।
৩. বাক্যগুলো খাতায় তুলে ডানপাশে শুদ্ধ/অশুদ্ধ লিখ : ২x৫=১০
ক. যক্ষ্মা কেবল ফুসফুসের রোগ।
খ. কুমির স্তন্যপায়ী প্রাণী।
গ. জলীয় বাষ্প+তাপ = বরফ
ঘ. সূর্য পৃথিবী থেকে তের লক্ষ গুণ বড়।
ঙ. ফ্যাসিমিলকে সংক্ষেপে ফ্যাক্স বলে।
৪. বাম ডান মিল কর ২x৪=৮
৫. সংক্ষেপে লিখ (যে কোনো ১০টি) ৩x১০=৩০
ক. ভর ও ওজনের পার্থক্য লিখ। খ. এইডস রোগের ভাইরাসটির নাম কী? গ. পদার্থ কাকে বলে? তিনটি যৌগিক পদার্থের নাম লিখ। ঘ. চুম্বকের মেরু কয়টি ও কী কী? চুম্বকের ২টি ব্যবহার লিখ। ঙ. বিজ্ঞান ও প্রযুক্তির সংজ্ঞাসহ উদাহরণ লিখ। চ. বায়ু কেন একটি পদার্থ? বায়ুর চাপ মাপার যন্ত্রের নাম লিখ। ছ. কৃত্রিম উপগ্রহ কীভাবে আবহাওয়ার পূর্বাভাস দেয়? জ. আমিষ কত প্রকার ও কি কি? প্রাণিজ আমিষ বলতে কি বুঝ? ঝ. পরিবেশ দূষণের তিনটি কারণ লিখ। ঞ. গ্রীষ্ম, বর্ষা ও শীতকালীন তিনটি করে ফলের নাম লিখ। ট. প্রাথমিক চিকিৎসা বলতে কি বুঝ? ঠ. চোখের ২টি রোগের নাম লিখ। রাতকানা রোগ কেন হয়?
৬. বর্ণনামূলক প্রশ্নের উত্তর লিখ (যে কোনো ৪টি) ৮x৪=৩২
ক. বায়ুর যে ওজন আছে-চিত্রসহ তার একটি পরীক্ষা বর্ণনা কর। খ. পানিবাহিত রোগ কী? জন্ডিস রোগের লক্ষণ ও প্রতিকার লিখ। গ. সপুষ্পক ও অপুষ্পক উদ্ভিদের সংজ্ঞাসহ বৈশিষ্ট্য লিখ। ঘ. মানুষের জীবনে প্রযুক্তির প্রভাব বর্ণনা কর। ঙ. এইডস কী? এইডস রোগে আক্রান্ত ব্যক্তির লক্ষণসমূহ লিখ। চ. পদার্থের অবস্থা কয়টি ও কী কী? প্রত্যেক অবস্থার ৩টি প্রধান বৈশিষ্ট্য লিখ।
১. সঠিক উত্তরে টিক চিহ্ন দাও : ১x১০=১০
ক. কোন প্রাণী ফুলকার সাহায্যে শ্বাসকার্য চালায়?
ক. গরু খ. কাক গ. সাপ ঘ. মাছ
খ. সাইকাস কোন ধরনের উদ্ভিদ?
ক. আবৃতবীজী খ. নগ্নবীজী গ. অপুষ্পক ঘ. শৈবাল
গ. কোন ভিটামিন তাপে নষ্ট হয়?
ক. ভিটামিন 'এ' খ. ভিটামিন 'সি'
গ. ভিটামিন 'বি' ঘ. ভিটামিন 'ডি'
ঘ. কোনটি যকৃতের রোগ?
ক. কলেরা খ. টাইফয়েড গ. জন্ডিস ঘ. ডায়রিয়া
ঙ. রেডিও টেলিভিশনে কিভাবে তথ্য পাঠানো হয়?
ক. একমুখী খ. উভয়মুখী গ. বহুমুখী ঘ. কোনটি না
চ. কোনটি পৃথিবীর নিকটতম তারকা?
ক. চাঁদ খ. সূর্য গ. ধূমকেতু ঘ. বুধ
ছ. কোনটি গ্রামীণ কুসংস্কার?
ক. সাপে কাটলে মিষ্টি খাওয়ানো
খ. হাত ভাঙলে ডাক্তারের কাছে যাওয়া
গ. ওঝা দিয়ে বিষ নামানো
ঘ. ব্লেড দিয়ে কাটা
জ. নিয়নের অণুতে কয়টি পরমাণু কাকে?
ক. ১টি খ. ৩টি গ. ২টি ঘ. ১১১টি
ঝ. 'ক্যাটরিনা' কী?
ক. নায়িকার নাম খ. শহরের নাম
গ. প্রাকৃতিক দুর্যোগের নাম
ঘ. একটি সফটওয়্যারের নাম
ঞ. চিত্রে প্রদর্শিত পদার্থের বৈশিষ্ট্য নয় কোনটি?
ক. নির্দিষ্ট আয়তন আছে
খ. নির্দিষ্ট আকৃতি নেই
গ. আবদ্ধ পাত্রের পুরো স্থান দখল করে
ঘ. নির্দিষ্ট ওজন আছে।
২. শূন্যস্থান পূরণ কর : ২x৫=১০
ক. রক্তে --- পরিমাণ বেড়ে যাওয়ার কারণে জন্ডিস হয়।
খ. বিষুবরেখা বরাবর স্থানসমূহে সূর্য সারাবছর --- কিরণ দেয়।
গ. বরফ পানির---- অবস্থা।
ঘ. মেরুদণ্ডে চাকতির মতো ছোট ছোট হাড়কে --- বলে।
ঙ. ধূমকেতু দেখতে ---- মতো।
৩. বাক্যগুলো খাতায় তুলে ডানপাশে শুদ্ধ/অশুদ্ধ লিখ : ২x৫=১০
ক. যক্ষ্মা কেবল ফুসফুসের রোগ।
খ. কুমির স্তন্যপায়ী প্রাণী।
গ. জলীয় বাষ্প+তাপ = বরফ
ঘ. সূর্য পৃথিবী থেকে তের লক্ষ গুণ বড়।
ঙ. ফ্যাসিমিলকে সংক্ষেপে ফ্যাক্স বলে।
৪. বাম ডান মিল কর ২x৪=৮
৫. সংক্ষেপে লিখ (যে কোনো ১০টি) ৩x১০=৩০
ক. ভর ও ওজনের পার্থক্য লিখ। খ. এইডস রোগের ভাইরাসটির নাম কী? গ. পদার্থ কাকে বলে? তিনটি যৌগিক পদার্থের নাম লিখ। ঘ. চুম্বকের মেরু কয়টি ও কী কী? চুম্বকের ২টি ব্যবহার লিখ। ঙ. বিজ্ঞান ও প্রযুক্তির সংজ্ঞাসহ উদাহরণ লিখ। চ. বায়ু কেন একটি পদার্থ? বায়ুর চাপ মাপার যন্ত্রের নাম লিখ। ছ. কৃত্রিম উপগ্রহ কীভাবে আবহাওয়ার পূর্বাভাস দেয়? জ. আমিষ কত প্রকার ও কি কি? প্রাণিজ আমিষ বলতে কি বুঝ? ঝ. পরিবেশ দূষণের তিনটি কারণ লিখ। ঞ. গ্রীষ্ম, বর্ষা ও শীতকালীন তিনটি করে ফলের নাম লিখ। ট. প্রাথমিক চিকিৎসা বলতে কি বুঝ? ঠ. চোখের ২টি রোগের নাম লিখ। রাতকানা রোগ কেন হয়?
৬. বর্ণনামূলক প্রশ্নের উত্তর লিখ (যে কোনো ৪টি) ৮x৪=৩২
ক. বায়ুর যে ওজন আছে-চিত্রসহ তার একটি পরীক্ষা বর্ণনা কর। খ. পানিবাহিত রোগ কী? জন্ডিস রোগের লক্ষণ ও প্রতিকার লিখ। গ. সপুষ্পক ও অপুষ্পক উদ্ভিদের সংজ্ঞাসহ বৈশিষ্ট্য লিখ। ঘ. মানুষের জীবনে প্রযুক্তির প্রভাব বর্ণনা কর। ঙ. এইডস কী? এইডস রোগে আক্রান্ত ব্যক্তির লক্ষণসমূহ লিখ। চ. পদার্থের অবস্থা কয়টি ও কী কী? প্রত্যেক অবস্থার ৩টি প্রধান বৈশিষ্ট্য লিখ।
No comments:
Post a Comment