প্রাথমিক গণিত (মডেল প্রশ্ন-৩)
সময়-২ ঘণ্টা :পূর্ণমান-১০০
[১, ২ ও ১৪নং সহ মোট ১০টি প্রশ্নের উত্তর দাও]
১। সঠিক উত্তরটি খাতায় লিখ। ১ু১০=১০
র) আদমশুমারি কত বছর পরপর হয়ে থাকে?
ক) ১০ বছর (খ) ১৫ বছর (গ) ২০ বছর (ঘ) ২৫ বছর
রর) ৩/৭-এর শতকরা রূপ কোনটি?
ক) ৩% (খ) ৭% (গ) ৪২.৮৬% (ঘ) ১০%
ররর) ১ ডজন ডিমের দাম ৪৮ টাকা হলে ৬টি ডিমের দাম কত?
ক) ২৪ টাকা (খ) ৪২ টাকা (গ) ৭২ টাকা (ঘ) ৬৪ টাকা
রা) দৈনিক জমা খরচ কোনটি?
ক) ১ দিনের (খ) ১৫ দিনের (গ) ১ সপ্তাহের (ঘ) ১ মাসের
া) জনসংখ্যার ঘনত্ব কোন জেলায় সবচেয়ে কম?
ক) চট্টগ্রাম (খ) নোয়াখালী (গ) কুমিল্লা (ঘ) বান্দরবান
ার) ১ ইঞ্চি = কত সেন্টিমিটার :
ক) ১.৫৪ সেমি (খ) ২.৫৪ সেমি
(গ) ৩.৫৪ সেমি (ঘ) ৪.৫৪ সেমি
ারর) ট্যালি চিহ্ন দ্বারা কত সংখ্যা বোঝায়?
ক) ২ (খ) ৩ (গ) ৪ (ঘ) ৫
াররর) নিচের কোনটির প্রত্যেকটি কোণ সমকোণ?
ক) রম্বস (খ) সামান্তরিক
(গ) আয়ত (ঘ) সমকোণী ত্রিভুজ
রী) ১ মিলিমিটারে কত মিটার?
ক) ০.১ মিটার (খ) ০.০১ মিটার
(গ) ০.০০১ মিটার (ঘ) ০.০০০১ মিটার
ী) ২৫%-এর সাধারণ ভগ্নাংশ কোনটি?
ক) ১/২৫ (খ) ১/৪ (গ) ১/২ (ঘ) ১/৫
২। সংক্ষেপে উত্তর দাও। ১ু১০ = ১০
ক) নিঃশেষে বিভাজ্যের ক্ষেত্রে ভাজক নির্ণয়ের সূত্রটি লেখ।
খ) ১৮-এর সব গুণনীয়কগুলো লেখ।
গ) যে কোনো ২টি প্রক্রিয়া প্রতীক লেখ।
ঘ) সমান্তর ধারা কাকে বলে?
ঙ) ৪৮/৭২-এর সর্বশেষ লঘিষ্ঠ রূপটি লেখ।
(চ) ০.০৩_০.০০৩ = কত?
(ছ) ৩৫% -কে সাধারণ ভগ্নাংশে প্রকাশ কর।
(জ) আসল নির্ণয়ের সূত্রটি লিখ।
(ঝ) যে কোণের পরিমাণ ৯০হ্ন অপেক্ষা বেশি তাকে কী কোণ বলে?
(ঞ) বাংলাদেশের মোট আয়তন কত?
৩। একটি বিদ্যালয়ে ৬৭৮৫ জন শিক্ষার্থী ছিল। বছরের প্রথমে ৫৪২ জন শিক্ষার্থী বিদ্যালয় থেকে চলে গেল এবং ৯৫০ জন শিক্ষার্থী নতুন ভর্তি হলো। ওই বিদ্যালয়ে শিক্ষার্থীর সংখ্যা কত?
৪। একটি পুকুর খনন করতে ২০০ জনের ২৫ দিন লাগে। পুকুরটি ২০ দিনে খনন করতে চাইলে অতিরিক্ত কতজন লোক নিয়োগ করা প্রয়োজন?
৫। অপু ও দীপুর গড় বয়স ২২ বছর। দীপু ও টিপুর গড় বয়স ২৩ বছর। অপুর বয়স ২১ বছর, দীপু ও টিপুর বয়স কত?
৬। ধারাবাহিকভাবে যোগফল নির্ণয় কর :
২+৬+১৮+৫৪+১৬২
৭। সরল কর : ১৩/২৫ + ২ ২/৫ ু (১/৩-১/৬) গু ১ ১/৯
৮। একটি খুঁটির ১/৬ অংশ কাদায়, ১/২ অংশ পানিতে এবং বাকি অংশ পানির ওপর আছে। পানির ওপরের অংশের দৈর্ঘ্য ২ মিটার হলে পানিতে কতটুকু খুঁটি আছে?
৯। দুইটি সংখ্যার যোগফল ৭০.৬০। বড় সংখ্যাটি ছোট সংখ্যা থেকে ৪.৫০ বেশি। সংখ্যা দুইটি কী কী?
১০। আলোনিয়া গ্রামের ৪৫% লোক শিক্ষিত। ঐ গ্রামের লোকসংখ্যা ৯০০ জন। শিক্ষিত লোকের সংখ্যা কত জন?
১১। ৩,৮৫,০০০ গ্রামে কত কুইন্টাল ও কত মেট্রিক টন?
১২। নিচে ২৮ জন শ্রমিকের দৈনিক মজুরি (টাকায়) প্রদত্ত হলো। উপাত্তগুলো বিন্যস্ত কর।
১৫৪ ১৩২ ১৪৯ ১৩৮ ১৪৯ ১৩৭ ১৪৪
১৩৮ ১৬২ ১৫৭ ১৪০ ১৫০ ১৪৩ ১৪৮
১৪৫ ১৪৬ ১৩৬ ১৫০ ১৫৭ ১৬৪ ১৫৬
১৩২ ১৫২ ১৩৮ ১৪৪ ১৩৭ ১৩৪ ১৫০
১৩। ১৯৯১ সালের ২৬ মার্চ রাজুর জন্ম হয়। ১৯৯৭ সালের ৫ জুন তার বয়স কত?
১৪। ক) একটি বর্গ আঁক, যার একটি বাহুর দৈর্ঘ্য ৩.৫ সে.মি.। বর্গের অপর তিনটি বাহু মাপ এবং কোণ চারটির পরিমাপ নির্ণয় কর।
খ) চিত্রসহ সংজ্ঞা লিখ (যে কোন ২টি)
সরল কোণ, স্থূলকোণী ত্রিভুজ, চতুর্ভুজ
সময়-২ ঘণ্টা :পূর্ণমান-১০০
[১, ২ ও ১৪নং সহ মোট ১০টি প্রশ্নের উত্তর দাও]
১। সঠিক উত্তরটি খাতায় লিখ। ১ু১০=১০
র) আদমশুমারি কত বছর পরপর হয়ে থাকে?
ক) ১০ বছর (খ) ১৫ বছর (গ) ২০ বছর (ঘ) ২৫ বছর
রর) ৩/৭-এর শতকরা রূপ কোনটি?
ক) ৩% (খ) ৭% (গ) ৪২.৮৬% (ঘ) ১০%
ররর) ১ ডজন ডিমের দাম ৪৮ টাকা হলে ৬টি ডিমের দাম কত?
ক) ২৪ টাকা (খ) ৪২ টাকা (গ) ৭২ টাকা (ঘ) ৬৪ টাকা
রা) দৈনিক জমা খরচ কোনটি?
ক) ১ দিনের (খ) ১৫ দিনের (গ) ১ সপ্তাহের (ঘ) ১ মাসের
া) জনসংখ্যার ঘনত্ব কোন জেলায় সবচেয়ে কম?
ক) চট্টগ্রাম (খ) নোয়াখালী (গ) কুমিল্লা (ঘ) বান্দরবান
ার) ১ ইঞ্চি = কত সেন্টিমিটার :
ক) ১.৫৪ সেমি (খ) ২.৫৪ সেমি
(গ) ৩.৫৪ সেমি (ঘ) ৪.৫৪ সেমি
ারর) ট্যালি চিহ্ন দ্বারা কত সংখ্যা বোঝায়?
ক) ২ (খ) ৩ (গ) ৪ (ঘ) ৫
াররর) নিচের কোনটির প্রত্যেকটি কোণ সমকোণ?
ক) রম্বস (খ) সামান্তরিক
(গ) আয়ত (ঘ) সমকোণী ত্রিভুজ
রী) ১ মিলিমিটারে কত মিটার?
ক) ০.১ মিটার (খ) ০.০১ মিটার
(গ) ০.০০১ মিটার (ঘ) ০.০০০১ মিটার
ী) ২৫%-এর সাধারণ ভগ্নাংশ কোনটি?
ক) ১/২৫ (খ) ১/৪ (গ) ১/২ (ঘ) ১/৫
২। সংক্ষেপে উত্তর দাও। ১ু১০ = ১০
ক) নিঃশেষে বিভাজ্যের ক্ষেত্রে ভাজক নির্ণয়ের সূত্রটি লেখ।
খ) ১৮-এর সব গুণনীয়কগুলো লেখ।
গ) যে কোনো ২টি প্রক্রিয়া প্রতীক লেখ।
ঘ) সমান্তর ধারা কাকে বলে?
ঙ) ৪৮/৭২-এর সর্বশেষ লঘিষ্ঠ রূপটি লেখ।
(চ) ০.০৩_০.০০৩ = কত?
(ছ) ৩৫% -কে সাধারণ ভগ্নাংশে প্রকাশ কর।
(জ) আসল নির্ণয়ের সূত্রটি লিখ।
(ঝ) যে কোণের পরিমাণ ৯০হ্ন অপেক্ষা বেশি তাকে কী কোণ বলে?
(ঞ) বাংলাদেশের মোট আয়তন কত?
৩। একটি বিদ্যালয়ে ৬৭৮৫ জন শিক্ষার্থী ছিল। বছরের প্রথমে ৫৪২ জন শিক্ষার্থী বিদ্যালয় থেকে চলে গেল এবং ৯৫০ জন শিক্ষার্থী নতুন ভর্তি হলো। ওই বিদ্যালয়ে শিক্ষার্থীর সংখ্যা কত?
৪। একটি পুকুর খনন করতে ২০০ জনের ২৫ দিন লাগে। পুকুরটি ২০ দিনে খনন করতে চাইলে অতিরিক্ত কতজন লোক নিয়োগ করা প্রয়োজন?
৫। অপু ও দীপুর গড় বয়স ২২ বছর। দীপু ও টিপুর গড় বয়স ২৩ বছর। অপুর বয়স ২১ বছর, দীপু ও টিপুর বয়স কত?
৬। ধারাবাহিকভাবে যোগফল নির্ণয় কর :
২+৬+১৮+৫৪+১৬২
৭। সরল কর : ১৩/২৫ + ২ ২/৫ ু (১/৩-১/৬) গু ১ ১/৯
৮। একটি খুঁটির ১/৬ অংশ কাদায়, ১/২ অংশ পানিতে এবং বাকি অংশ পানির ওপর আছে। পানির ওপরের অংশের দৈর্ঘ্য ২ মিটার হলে পানিতে কতটুকু খুঁটি আছে?
৯। দুইটি সংখ্যার যোগফল ৭০.৬০। বড় সংখ্যাটি ছোট সংখ্যা থেকে ৪.৫০ বেশি। সংখ্যা দুইটি কী কী?
১০। আলোনিয়া গ্রামের ৪৫% লোক শিক্ষিত। ঐ গ্রামের লোকসংখ্যা ৯০০ জন। শিক্ষিত লোকের সংখ্যা কত জন?
১১। ৩,৮৫,০০০ গ্রামে কত কুইন্টাল ও কত মেট্রিক টন?
১২। নিচে ২৮ জন শ্রমিকের দৈনিক মজুরি (টাকায়) প্রদত্ত হলো। উপাত্তগুলো বিন্যস্ত কর।
১৫৪ ১৩২ ১৪৯ ১৩৮ ১৪৯ ১৩৭ ১৪৪
১৩৮ ১৬২ ১৫৭ ১৪০ ১৫০ ১৪৩ ১৪৮
১৪৫ ১৪৬ ১৩৬ ১৫০ ১৫৭ ১৬৪ ১৫৬
১৩২ ১৫২ ১৩৮ ১৪৪ ১৩৭ ১৩৪ ১৫০
১৩। ১৯৯১ সালের ২৬ মার্চ রাজুর জন্ম হয়। ১৯৯৭ সালের ৫ জুন তার বয়স কত?
১৪। ক) একটি বর্গ আঁক, যার একটি বাহুর দৈর্ঘ্য ৩.৫ সে.মি.। বর্গের অপর তিনটি বাহু মাপ এবং কোণ চারটির পরিমাপ নির্ণয় কর।
খ) চিত্রসহ সংজ্ঞা লিখ (যে কোন ২টি)
সরল কোণ, স্থূলকোণী ত্রিভুজ, চতুর্ভুজ
No comments:
Post a Comment