Saturday, November 10, 2012

প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার সমাজ বিষয়ের প্রস্তুতি

অল্প কথায় উত্তর দাও:
(প্রতিটি প্রশ্নের মান - ৩)
সমাপনী পরীক্ষায় ১২টি প্রশ্ন থাকবে তোমাদের ১০টি প্রশ্নের উত্তর দিতে হবে।
১.এলাকার উন্নয়ন কর্মকান্ড বলতে কী বুঝ?
২. এলাকায় বৃক্ষরোপণ ও পরিচর্যা করা উচিত কেন?
৩. দীর্ঘ দিন  আর্সেনিকযুক্ত পানি ব্যবহার করলে কী হয়?
৪. রাষ্ট্রীয় সম্পদকে জনসম্পদ বলা হয় কেন?
৫. বিদ্যালয়কে জাতি গঠনের কারখানা বলা হয় কেন?
৬. বিদ্যালয়ের প্রতি আমাদের দায়িত্ব ও কর্তব্য কী?
৭. শ্রমজীবী মানুষ বলতে কী বোঝ?
যৌতুক কী?
৮. সাম্প্রদায়িকতা বলতে কী বোঝায়?
৯. মানবাধিকার কী?
১০.গণতান্ত্রিক মনোভাব কী?
১১. নেতার গুনাবলী গুলো উলেস্নখ কর।
১২.সুনাগরিকের গুনাবলী গুলো উপস্থাপন কর?
১৩.অর্থকরী ফসল কাকে বলে?
১৪.সামাজিক অধিকারগুলো কী কী?
১৫.বাঙালিকে মাছে ভাতে বাঙালি বলা হয় কেন?
১৬.রপ্তানি কাকে বলে?
১৭.কীভাবে পরিবেশের ভারসাম্য নষ্ট হয়?
১৮.আমাদের পরিবেশ দূষনের তিনটি কারণ লেখ।
১৯.পাহাড়পুরের প্রধান প্রধান প্রত্নতাত্ত্বিক ধ্বংসাবশেষের নাম লেখ?
২০.লালবাগ দূর্গে কী কী ঐতিহাাসিক নিদর্শন রয়েছে?
২১.কীভাবে বাংলায় মুসলিম শাসনের সুত্রপাত ঘটে?
২২.হোসেন শাহী আমলকে বাংলার মুসলমান শাসনের স্বর্ণযুগ বল হয় কেন?
২৩.লাহোর প্রস্তাব এর মূল বক্তব্য কী?
২৪.ফরায়েজি আন্দোলনের উদ্দেশ্য কী ছিল?
২৫.বাংলার মুসলমান সমাজ কেন বঙ্গভঙ্গকে স্বাগত জানায়?
২৬.বেগম রোকেয়ার স্বামী লেখাপড়ার ব্যাপারে কীভাবে সাহায্য করতেন?
২৭.পাঁচ জন শহীদ বুদ্ধিজীবীর নাম লেখ?
২৮.মুক্তিযুদ্ধে প্রবাসী বাংলাদেশ সরকারের ভুমিকা কী ছিল?
২৯.সামাজিক বনায়ন কর্মসূচি কী?
৩০.শ্রমজীবীদের কেন আমাদের শ্রদ্ধা করা প্রয়োজন?
৩১.জাতিসংঘ ঘোষিত মানবাধিকারগুলো কী?
৩২.পরিবারে আমরা কীভাবে গণতন্ত্র চর্চা করি?
৩৩.নাগরিকের সামাজিক ও রাজনৈতিক অধিকারের মধ্যে পার্থক্য কী?
৩৪.দ্বৈত শাসন কাকে বলে?
৩৫.চিরস্থায়ী বন্দোবস্ত কী?
৩৬.খাসিয়াদের প্রধান খাদ্য কী কী?
৩৭.আন্তর্জাতিক আদালতে কীসের বিচার হয়?
৩৮.বিশ্ব শিশু দিবস উদযাপনের উদ্দেশ্য কী?
৩৯.ইউনেস্কো কখন এবং কী উদ্দেশ্যে গঠিত হয়?

 বর্ণনামূলক প্রশ্ন:
(প্রতিটি প্রশ্নের মান- ৮)।
সমাপনী পরীক্ষায় ৬টি প্রশ্ন থাকবে তোমাদের ৪টি প্রশ্নের উত্তর দিতে হবে।
১. এলাকার রাস্তাঘাট ভালো না হলে কী অসুবিধা হতে পারে?
২. আমাদের দেশের রাষ্ট্রীয় সম্পদের অপব্যবহারের একটি উদাহরণ দাও।
৩. বাড়ি ও পারিবারের প্রতি আমাদের কী কী কর্তব্য রয়েছে?
৪. সামাজিক মূল্যবোধ থাকলে আমাদের কী কী উপকার হয়?
৫. সমাজে সুস্থ সুন্দর জীবন যাপনের জন্য আমরা কেন শ্রমজীবীদের উপর নির্ভরশীল?
৬.মানবাধিকার কী? সকলের কী এগুলো ভোগের অধিকার আছে?
৭. আমাদের দেশের শিশুরা কীভাবে মানবাধিকার থেকে বঞ্চিত হচ্ছে, এক্ষেত্রে তোমার করণীয় কী?
৮. মানবাধিকার বাস্তবায়িত না হলে সমাজে কী কী অসুবিধা সৃষ্টি হয়?
৯. জাতিসংঘ ঘোষিত মানবাধিকার গুলো কী?
১০. সমাজে মানবাধিকার বিরোধী কয়েকটি কাজ উল্লেখ কর। প্রতিটি ঘটনার একটি করে কুফল লেখ।
১১. নাগরিক রাষ্ট্রের কাছ থেকে কী কী অধিকার ভোগ করে?
১২. পারিবেশ দূষণ একটি জাতীয় সমস্যা কেন? আমাদের দেশের পরিবেশ দূষণের কারণগুলো কী?
১৩. জাতীয় পরিবেশ নীতি সম্পর্কে আলোচনা কর?
১৪. পরিবেশ সংরড়্গণের প্রয়োজনীয়তা এবং উপায় সর্ম্পকে আলোচনা কর?
১৫. বাংলাদেশের জনসংখ্যা বৃদ্ধির কারণগুলো উল্লেখ কর।
১৬. জনসংখ্যা দ্রুত বৃদ্ধি শিশুর শিক্ষাকে কীভাবে প্রভাবিত করে?
১৭. জীবনযাত্রার মানের ওপর জনসংখ্যা বৃদ্ধির প্রভাব সংক্ষেপে লেখ।
১৮. সোনারগাঁওয়ের ঐতিহাসিকভাবে গুরম্নত্বপূর্ণ কয়েকটি নিদর্শনের নাম উল্লেখ কর।
১৯.বিভিন্ন ঐতিহাসিক নিদর্শণ সমৃদ্ধ স্থান সম্পর্কে আমরা কেন জানব?
২০. বাংলায় কে এবং কীভাবে স্বাধীন সুলতানি শাসন প্রতিষ্ঠা করেন?
২১. মধ্যযুগে বাংলায় কী কী সামগ্রী আমদানি ও রপ্তানি হত?
ইবনে বতুতার বিবরণ থেকে কী জানা যায়?
২২. সুবাদার শায়েস্তা খানের গৃহিত পদক্ষেপসমূহ উল্লেখ কর।
২৩. বার ভূইয়া বলতে কী বুঝ? বাংলার বার ভূইয়াদের সর্ম্পকে আলোচনা কর।
২৪. সংস্কারক হিসেবে রাজা রামমোহন রায় কী অবদান রাখেন?
২৫. মুসলমান সমাজের ক্ষেত্রে নওয়াব আমীর আলীর অবদান কী?
২৬. বিপদগ্রস্ত মানুষকে ঈশ্বর চন্দ্র বিদ্যাসাগর কীভাবে সাহায্য করতেন?
২৭. বেগম রোকেয়া ও ঈশ্বরচন্দ্র আজীবন কী করেছেন?
মুক্তিযুদ্ধের তাত্পর্য ব্যাখ্যা কর।
২৮. পঁচিশে মার্চের কালরাতে হানাদার বাহিনীর নৃশংসতার বিবরণ দাও?
২৯. কেনিয়ার মানুষের খাদ্য ও পোষাকে বর্ণনা দাও।
৩০. ফ্রান্সের খাদ্য ও পোষাকে বর্ননা দাও। জাতিসংঘ গঠনের প্রধান প্রধান উদ্দেশ্য কী?
ইউনিসেফ শিশুদের জন্য কী কী কাজ করে?

No comments:

Post a Comment

Composition on Female Education in Bangladesh for Examination

  Female Education in Bangladesh Education is a light to which everybody has the equal right. Education is the backbone of a nation. The ...