Thursday, November 8, 2012

জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষার প্রস্তুতি : চূড়ান্ত মডেল টেস্ট- সাধারণ বিজ্ঞান

জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষার প্রস্তুতি : চূড়ান্ত মডেল টেস্ট- সাধারণ বিজ্ঞান

বহুনির্বাচনী প্রশ্নবহুনির্বাচনী প্রশ্ন, পূর্ণমান : ৪০, সময় : ৪০ মিনিট
১. কাঠে পেরেক ঠুকানো সহজ কেন?
ক. অণুর মধ্যে ফাঁক থাকার কারণে
খ. অণুর দ্রুত কম্পনের কারণে
গ. অণুর আকর্ষণ শক্তির কারণে ঘ. আন্তঃআণবিক শক্তির কারণে
২. কোন পদার্থের আন্তঃআণবিক শক্তি সবচেয়ে কম?
ক. লোহা খ. পানি গ. বাতাস ঘ. বরফ
৩. আয়োডিন ও চক পাউডার একসাথে মিশে গেলে তা কোন প্রণালির সাহায্যে পৃথক করা যায়?
ক. ছাঁকন খ. বাষ্পীভবন গ. পাতন ঘ. ঊর্ধ্বপাতন
৪. N2O3 যৌগ নাইট্রোজেনের যোজনী কত?
ক. ২ খ. ৩ গ. ৪ ঘ. ৬
৫. নিচের কোনটি লবণ?
ক. কার্বন ডাই-অক্সাইড খ. অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড
গ. ক্যালসিয়াম অক্সাইড ঘ. ম্যাগনেসিয়াম কোরাইড
৬. বয়লার অথবা কেটলির তলায় কিসের স্তর পড়ে?
ক. ক্যালসিয়াম কার্বনেট খ. সোডিয়াম সালফেট
গ. অ্যামোনিয়াম হাইড্রোজেন কার্বনেট
ঘ. ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড
৭. আয়রন (III) কার্বনেটের ঠিক সঙ্কেত কোনটি?
K. Fe3 (CO3)2 L. FeCO3 M. Fe2 (CO3)2 N. Fe3(CO3)3
নিচে প্রদত্ত  তথ্যের আলোকে ৮ ও ৯ নম্বর প্রশ্নের উত্তর দাও।
নাইট্রোজেনের অক্সাইডগুলো:
N2O, NO2, NO, N2O3, N2O3
৮. কোন যৌগটিতে নাইট্রোজেনের যোজনী সবচেয়ে কম?
K. NO L. N2O M. NO2N. N2O3
৯. উপরিউক্ত অক্সাইডগুলোতে নাইট্রোজেনের ব্যবহৃত যোজনীÑ
ক. ৩ ও ৫ খ. ১, ৩ ও ৫ গ. ১, ২, ৩ ও ৫ ঘ. ১, ২, ৩, ৪, ও ৫
নিচে প্রদত্ত তথ্যের আলোকে ১০ ও ১১ নম্বর প্রশ্নের উত্তর দাও।
একজন শিক্ষক কাসের একজন শিক্ষার্থীকে বোর্ডে অ্যামোনিয়াম, কার্বনেট, সালফেট, নাইট্রেট ও সালফাইট মূলকের সঙ্কেত লিখতে বললেন।
১০. উল্লিখিত মূলকগুলোর মধ্যে কোনটি যৌগের প্রথমে লিখতে হয়?
ক. কার্বনেট খ. নাইট্রেট গ. সালফাইট ঘ. অ্যামোনিয়াম
১১. ওই মূলকগুলোর মধ্যে দ্বিযোজীমূলক হলোÑ
i. সালফাইট ও কার্বনেট ii. সালফেট ও কার্বনেট
iii. নাইট্রেট ও অ্যামোনিয়াম
নিচের কোনটি সঠিক?
K. i I ii L. ii I iii M. i I iii N. i, ii I iii
নিচে প্রদত্ত তথ্যের আলোকে ১২ ও ১৩ নম্বর প্রশ্নের উত্তর দাও।
মসুর ডাল বেশি পরিমাণে খাওয়ার পর কারো পাকস্থলীতে অ্যাসিড উৎপন্ন হয় এবং পেটে ব্যথা অনুভব হয়। এ রকম পেটের ব্যথা উপশমে কেউ কেউ খাবার সোডা গ্রহণ করে থাকে।
১২. সোডাটির রাসায়নিক নামÑ
ক. সোডিয়াম সালফেট খ. সোডিয়াম হাইড্রোজেন সালফেট
গ. সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট ঘ. সোডিয়াম কার্বনেট
১৩. উক্ত সোডার সাথে পাকস্থলীতে উৎপন্ন অ্যাসিডের বিক্রিয়াÑ
i. cÖwZ¯’vcb wewµqv ii. cÖkgb wewµqv iii. we‡qvRb wewµqv
নিচের কোনটি সঠিক?
K. i L. ii M. iii N. i I ii
১৪. গোলকের পৃষ্ঠের ক্ষেত্রফল নির্ণয়ে কয়টি দৈর্ঘ্য মাপতে হবে?
ক. ১টি খ. ২টি গ. ৩টি ঘ. ৪টি
১৫. ‘g’  এর মান কোথায় সবচেয়ে বেশি?
ক. মেরু অঞ্চলে খ. বিষুব অঞ্চলে গ. ভূকেন্দ্রে ঘ. পাহাড়ের চূড়ায়
১৬. পৃথিবীতে তোমার ভর ৪২ কিলোগ্রাম। চাঁদে তোমার ভর কত?
ক. ৪২ কিলোগ্রাম খ. ৪২ নিউটন গ. ৭ কিলোগ্রাম ঘ. ৭ নিউটন
১৭. কাঁচি কী ধরনের সরল যন্ত্র?
ক. লিভার খ. হেলান তল গ. কপিকল ঘ. পাম্প
১৮. অ্যামিটার দিয়ে কী পরিমাপ করা হয়?
ক. বিদ্যুৎপ্রবাহ খ. বিভব পার্থক্য গ. রোধ ঘ. বৈদ্যুতিক চার্জ
১০ কুলম্ব
৫ সেকেন্ড

চিত্র থেকে ১৯ ও ২০ নম্বর প্রশ্নের উত্তর দাও :
১৯. উপরের চিত্রের ক্ষেত্রে নিচের কোনটি ঘটে?
ক. প্রোটন ‘ক’ থেকে ‘খ’ এ যায়
খ. প্রোটন ‘খ’ থেকে ‘ক’ এ যায়
গ. ইলেকট্রন ‘ক’ থেকে ‘খ’ এ যায়
ঘ. ইলেকট্রন ‘খ’ থেকে ‘ক’ এ যায়
২০. চিত্রের বর্তনীতে কী পরিমাণ বিদ্যুৎ প্রবাহিত হয়?
ক. 2 অ্যাম্পিয়ার খ. 2 অ্যাম্পিয়ার
গ. 2.5 অ্যাম্পিয়ার ঘ. 50 বৈদ্যুতিক চার্জ
২১. কোনটি অপ্রকৃত ফল?
ক. আম খ. জাম গ. আপেল ঘ. লিচু
২২. পার্থেনোকার্পিক ফল কোনটি?
ক. কলা খ. মুলা গ. শসা ঘ. আম
২৩. কোনটির কারণে মরিচ ঝাল লাগে?
ক. ক্যাপসিসিন খ. ভিটামিন সি গ. ভিটামিন ই ঘ. ভিটামিন এ
২৪. কোনটি জলজ ভাসমান উদ্ভিদ?
ক. সিঙ্গারা খ. পদ্ম গ. পাতা শেওলা ঘ. হেলেঞ্চা
২৫. টেন্ডু পাতার বনভূমি কোথায় সৃষ্টি করা হয়েছে?
ক. বান্দরবানে খ. রামগড়ে গ. সিলেটে ঘ. কক্সবাজারে
২৬. কোন শ্রেণীর জোড় বিজোড় পাখনা আছে?
ক. ব্যাঙ খ. ইলিশ গ. বাদুড় ঘ. তিমি
২৭. মাইটোসিস কোষবিভাজন প্রক্রিয়ায় নিউকিয়াস কতবার বিভাজিত হয়?
ক. ১ খ. ২ গ. ৩ ঘ. ৪
২৮. কোন স্থানে অস্থিমজ্জা সৃষ্টি হয়?
ক. পাকস্থলী খ. যকৃৎ গ. অগ্নাশয় ঘ. অস্থি
২৯. ইনসুলিন কোন রোগের ওষুধ?
ক. বহুমূত্র ক. জন্ডিস গ. উচ্চরক্তচাপ ঘ. ক্যান্সার
৩০. স্থূল জন্মহার ও স্থূল মৃত্যুহার নির্ণয় করা হয় প্রতিÑ
ক. ১ জনে খ. ১০০ জনে গ. ১০০০ জনে ঘ. ১০,০০০ জনে
নিচের ছকের আলোকে ৩১ ও ৩২ নম্বর প্রশ্নের উত্তর  দাও।
৩১. কোনটি প্রথম স্তরের খাদক?
ক. ১ ও ২ খ. ১ ও ৩ গ. ২ ও ৩ ঘ. ৪
৩২. কোনটি দ্বিতীয় স্তরের খাদক?
ক. ২ খ. ৩. গ. ১ ও ৩ ঘ. ২ ও ৪
৩৩. মুরগির খাদ্য পিষ্ট করেÑ
i. †cwkeûj cÖ‡Kvô ii. †QvU bywocv_i iii. MÖwš’eûj cÖ‡Kvô
নিচের কোনটি সঠিক?
K. i I ii L. ii I iii M. i I iii N. i, ii I iii



চিত্র : মাইটোসিস প্রক্রিয়ার একটি ধাপ
৩৪. বিভাজনরত কোষটির মাতৃকোষ ক্রোমোসোম সংখ্যা কত ছিল?
ক. ২টি খ. ৩টি গ. ৪টি খ. ১৬টি
৩৫. চিহ্নিত কোন অংশটি সাইটোপ্লাজম?
K. A L. B M. C N. D
৩৬. ব্রঙ্কাইটিস হচ্ছে এক ধরনেরÑ
i. k¦vmbvjxi msµgY ii. dzmdz‡mi msµgY
iii. fvBivmRwbZ †ivM
নিচের কোনটি সঠিক?
K. i I ii L. i I iii M. ii I iii N. i, ii I iii
নিচের অনুচ্ছেদের আলোকে ৩৭ ও ৩৮ নম্বর প্রশ্নের উত্তর দাও।
শামীনের দাদা হঠাৎ অসুস্থ হলে একজন চিকিৎসক ডাকা হয়। চিকিৎসক তার রক্তচাপ মেপে ১৭০/৯৫ মিলিমিটার দেখতে পান। তিনি তাকে চর্বিজাতীয় খাদ্য পরিহারসহ বিভিন্ন পরামর্শ দেন।
৩৭. রক্তচাপ ১৭০/৯৫ মিলিমিটার দ্বারা বোঝায়Ñ
ক. নিম্নরক্তচাপ খ. স্বাভাবিক রক্তচাপ
গ. উচ্চরক্তচাপ ঘ. ওপরে ৯৫, ১৭০ মিলিমিটার
৩৮. ডাক্তার চর্বিজাতীয় খাদ্য পরিহারের পরামর্শ দিয়েছেন কারণ এটিÑ
i. jwmKv bvjx‡Z Rgv n‡q i‡³i cÖev‡n e¨vNvZ NUvq
ii. agbxi c_ miæ K‡i i‡³i Pvc evwo‡q †`q
iii. wkivi c_ miæ K‡i i‡³i Pvc Kwg‡q †`q
কোনটি সঠিক?
K. i L. ii M. iii N. i, ii I iii
৩৯. জলোচ্ছ্বাসের উচ্চতা বৃদ্ধি কোনটির সাথে সরাসরি সম্পর্কিত?
i. mvMiM‡f© f‚wgK¤ú ii. fiv c~wY©gv iii. c~Y© Agvem¨v
K. i L. ii M. ii I iii N. i, ii I iii
৪০. জনসংখ্যা বৃদ্ধির হার ১% হলে এ জনসংখ্যা দ্বিগুণ হওয়ার সময়Ñ
ক. ৫০ বছর খ. ৭০ বছর গ. ৭৫ বছর ঘ. ১০০ বছর
উত্তর : ১. ক ২.গ ৩.ঘ ৪.খ ৫.ঘ ৬.ক ৭.ঘ ৮.খ ৯.ঘ ১০.ঘ ১১.ক ১২.গ ১৩.খ ১৪.ক ১৫.ক ১৬.ক ১৭.ক ১৮.ক ১৯.ঘ ২০.খ ২১.গ ২২.ক ২৩.ক ২৪.ক ২৫.ঘ ২৬.খ ২৭.ক ২৮.ঘ ২৯.ক ৩০.ঘ ৩১.ঘ ৩২.খ ৩৩.ক ৩৪.গ ৩৫.গ ৩৬.খ ৩৭.গ ৩৮.খ ৩৯.ক ৪০.ঘ।

No comments:

Post a Comment

Composition on Female Education in Bangladesh for Examination

  Female Education in Bangladesh Education is a light to which everybody has the equal right. Education is the backbone of a nation. The ...