Friday, November 2, 2012

Bangla 1st Paper for JSC Exam

আবার আসিব ফিরে
১১। কিশোর কেমন পালে ডিঙা বায়?
ক. লাল ছেঁড়া পালে
খ. সাদা ছেঁড়া পালে
গ. কালো ছেঁড়া পালে
ঘ. নীল ছেঁড়া পালে
১২। 'শঙ্খচিল' বলতে কী বোঝায়?
ক. এক ধরনের সোনালি চিল
খ. এক ধরনের কালো চিল
গ. এক ধরনের সাদা চিল
ঘ. এক ধরনের নীল চিল
১৩. জীবনানন্দ দাশের কবিতায় বিচিত্র প্রকাশ ঘটেছে_
র. বাংলাদেশের প্রকৃতির রঙ
রর. বাংলাদেশের প্রকৃতির রূপ
ররর. বাংলাদেশের ভৌগোলিক রূপ
নিচের কোনটি সঠিক?
ক. র খ. রর গ. ররর ঘ. র এবং রর
১৪। কবি জীবনানন্দ দাশের কবিতায় তার যে পরিচয়টি ফুটে উঠেছে_
র. প্রকৃতি প্রেমিক
রর. মানব প্রেমিক
ররর. পতঙ্গ প্রেমিক
নিচের কোনটি সঠিক?
ক. র খ. রর গ. ররর ঘ. রর এবং ররর
১৫। কবি জীবনানন্দ দাশ কীভাবে মৃত্যুবরণ করেন?
ক. ট্রেন দুর্ঘটনায় খ. ট্রাম দুর্ঘটনায়
গ. প্লেন দুর্ঘটনায় ঘ. বাস দুর্ঘটনায়
১৬। রূপসা কোন শহরের পাশ দিয়ে প্রবাহিত একটি নদীর নাম?
ক. বরিশাল খ. কুষ্টিয়া
গ. খুলনা ঘ. পাবনা
১৭। 'হয়তো শুনিবে এক লক্ষ্মীপেঁচা ডাকিতেছে'_ কোথায়?
ক. কাঁঠালের ডালে খ. ডুমুরের ডালে
গ. তেঁতুলের ডালে ঘ. শিমুলের ডালে
১৮। ধবল বক কীরূপ মেঘ সাঁতরিয়ে অন্ধকার নীড়ে ফিরে আসে?
ক. রাঙা মেঘ খ. সাদা মেঘ
গ. কালো মেঘ ঘ. ধূসর মেঘ
১৯। 'হয়তো খইয়ের ধান ছড়াতেছে শিশু এক'_ কোথায়?
ক. উঠানের মাঝে
খ. উঠানের ঘাসে
গ. ফসলের খেতে
ঘ. সন্ধ্যার বাতাসে
২০। 'আবার আসিব ফিরে' কবিতায় কোন পাখিগুলোর নাম নেই?
ক. শঙ্খচিল, শালিক
খ. কাক, লক্ষ্মীপেঁচা
গ. ফিঙে, মাছরাঙা
ঘ. হাঁস, ধবল বক

উত্তর :১। ক ২। খ ৩। ক ৪। গ ৫। খ ৬। খ ৭। গ ৮। খ ৯। ঘ ১০। গ ১১। খ ১২। গ ১৩। ঘ ১৪। ক ১৫। খ ১৬। গ ১৭। ঘ ১৮। ক ১৯। খ ২০। গ


দেশ

১। 'দেশ' কবিতাটি কবির কোন কাব্যগ্রন্থ থেকে সংকলিত?
ক. রাখালী খ. বালুচর
গ. মাটির কান্না ঘ. হাসু
২। 'দেশ' কবিতাটি পাঠ করে শিক্ষার্থীরা নিচের কোনটিকে ভালোবাসতে শিখবে?
ক. স্বদেশকে খ. মাতৃভাষাকে
গ. নদ-নদীকে ঘ. প্রকৃতিকে

No comments:

Post a Comment