নদীর স্বপ্ন
১. 'নদীর স্বপ্ন' কবিতাটির রচয়িতা কে?
ক. জসীমউদ্দীন খ. বুদ্ধদেব বসু
গ. সুকান্ত ভট্টাচার্য ঘ. কামিনী রায়
২. বুদ্ধদেব বসু কোন বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন?
ক. কলকাতা বিশ্ববিদ্যালয়
খ. ঢাকা বিশ্ববিদ্যালয়
গ. বিশ্ব ভারতী বিশ্ববিদ্যালয়
ঘ. রাজশাহী বিশ্ববিদ্যালয়
৩. বুদ্ধদেব বসু কোন বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন?
ক. বাংলা খ. ইংরেজি
গ. সংস্কৃতি ঘ. হিন্দি
৪. বুদ্ধদেব বসু কোথায় জন্মগ্রহণ করেন?
ক. ঢাকা খ. কলকাতা
গ. মুন্সীগঞ্জ ঘ. কুমিল্লা
৫. বুদ্ধদেব বসুর পৈতৃক নিবাস কোথায়?
ক. মুন্সীগঞ্জে খ. দেলদুয়ারে
গ. কলকাতায় ঘ. গোপালগঞ্জে
৬. অজিত দত্ত ও বুদ্ধদেব বসুর যৌথ সম্পাদনায় কোন সচিত্র মাসিক পত্রিকাটি প্রকাশিত হয়?
ক. বিজলি খ. শিখা
গ. সন্দেশ ঘ. প্রগতি
৭. মাঝি গান ধরলে কে ঝুপ ঝুপ করে তাল দেবে?
ক. বাতাসের শব্দ খ. জলের শব্দ
গ. পায়ের শব্দ ঘ. বৈঠার শব্দ
৮. ছোকানুর ভাইয়ের নাম কী?
ক. রোকনু খ. কালাই
গ. কানাই ঘ. বুধাই
৯। ছোকানুর কাছে কত পয়সা ছিল?
ক. একটি সিকি খ. দুটি সিকি
গ. একটি আনি ঘ. দুটি আনি
১০। মাঝির কাছে যেসব রঙের পাল ছিল_
র. বেগুনি, বাদামি
রর. সাদা, কাল
ররর. হলদে, লাল
নিচের কোনটি সঠিক?
ক. র খ. রর গ. ররর ঘ. র এবং ররর
১১। 'এই ফাঁকে মোরে_ আর ছোকানুরে নৌকোয় নাও তুলে।' যখন_
র. মা রান্না করছেন
রর. মা ঘুমিয়ে আছেন
ররর. দিদি ইশকুলে গেছে
নিচের কোনটি সঠিক?
ক. র খ. রর গ. রর এবং ররর ঘ. র এবং ররর
১২। 'সবগুলো নদী দেখাবে কিন্তু!' _কানাই মাঝিকে আগে কোন নদীতে যাওয়ার জন্য অনুরোধ করল?
ক. পদ্মা খ. মেঘনা
গ. যমুনা ঘ. মধুমতি
১৩। প্রথম দিন নৌকায় কোন রঙের পাল খাটানোর কথা বলা হয়েছিল?
ক. লাল খ. কালো
গ. হলুদ ঘ. বাদামি
১৪। কোথায় চলেছ? এদিকে এসো না! দুটো কথা শোনো দিকি_ চরণটিতে কী প্রকাশ পেয়েছে?
ক. আদেশ খ. নির্দেশ
গ. অনুরোধ ঘ. অনুনয়
১৫। 'ছোকানুরে, তুই আকাশের রানি, আমি পদ্মার রাজা।' _ এ চরণের অর্থের সঙ্গে নিচের কোন চরণের অর্থগত মিল পাওয়া যায়?
ক. কিশোর মোরা ঊষার আলো, আমরা হাওয়া দুরন্ত
খ. মনটি চির বাঁধন হারা, পাখির মতো উড়ন্ত
গ. এসো আজ মুঠি মুঠি মাখি সে আলো!
ঘ. নদীর কূল নাই, কিনার নাই রে
১৬। খাওয়া শেষে হালকা নরম হাওয়ায় মাঝিকে কোন রঙের পাল তুলে দিতে বলা হয়েছে?
ক. হলুদ রঙের খ. সবুজ রঙের
গ. লাল রঙের ঘ. বেগুনি রঙের
১৭। 'নদীর স্বপ্ন' কবিতায় যে মাছের নাম উল্লেখ করা হয়েছে_
র. ইলিশ রর. বোয়াল ররর. চিতল
নিচের কোনটি সঠিক?
ক. র খ. রর গ. ররর ঘ. রর এবং ররর
১৮। কোনটিকে 'আকাশের মুখে তিল' বলা হয়েছে?
ক. জেলের নৌকা খ. আকাশের তারা
গ. ছোট পাখি ঘ. সন্ধ্যার রোদ
১৯। মাঝির গান গাওয়া হলে তাকে কী করতে অনুরোধ করা হয়েছে?
ক. পাল নামাতে খ. গল্প বলতে
গ. বাড়ি ফিরতে ঘ. উনুন ধরাতে
২০। 'ছোকানুরে, তুই আকাশে রানী, আমি পদ্মার রাজা'_ এ পঙ্ক্তিটিতে কোন আবেগ ফুটে উঠেছে?
ক. সহমর্মিতা খ. না পাওয়ার বেদনা
গ. হতাশা ঘ. উচ্ছ্বাস
উত্তর : ১. খ ২. খ ৩. খ ৪. ঘ ৫. ক ৬. ঘ ৭. খ ৮. গ ৯. ঘ ১০. ঘ ১১. গ ১২. ক ১৩. গ ১৪. ঘ ১৫. খ ১৬. গ ১৭. ক ১৮. গ ১৯. খ ২০. ঘ।
হ আবার আসিব ফিরে
১. 'আবার আসিব ফিরে' কবিতাটি কবির কোন কাব্যগ্রন্থ থেকে সংকলিত হয়েছে?
ক) রূপসী বাংলা খ) ঝরা পালক
গ) বনলতা সেন ঘ) ধূসর পাণ্ডুলিপি
২. 'হয়তো দেখিবে চেয়ে সুদর্শন উড়িতেছে সন্ধ্যার বাতাসে'_ এখানে 'সুদর্শন' শব্দের অর্থ কী?
ক) এক ধরনের মাছি
খ. এক ধরনের গুবরে পোকা
গ. এক ধরনের ফড়িং
ঘ. এক ধরনের প্রজাপতি
৩। 'ধানসিঁড়ি' কিসের নাম?
ক. একটি নদীর খ. একটি ফুলের
গ. একটি শহরের ঘ. একটি ধানের
৪। কবি জীবনানন্দ দাশ কোথায় জন্মগ্রহণ করেন?
ক. কলকাতা শহরে খ. ঢাকা শহরে
গ. বরিশাল শহরে ঘ. কুমিল্লা শহরে
৫। জীবনানন্দ দাশ কোন বিশ্ববিদ্যালয় থেকে এমএ পাস করেন?
ক. ঢাকা বিশ্ববিদ্যালয়
খ. কলকাতা বিশ্ববিদ্যালয়
গ. চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
ঘ. মাদ্রাজ বিশ্ববিদ্যালয়
৬। কোন বিষয়ে অধ্যাপক হিসেবে জীবনানন্দ দাশ তার কর্মজীবন শুরু করেন?
ক. বাংলা খ. ইংরেজি
গ. সংস্কৃত ঘ. প্রাকৃত
৭। এক সময় জীবনানন্দ দাশ কোন পেশা অবলম্বন করেছিলেন?
ক. ওকালতি খ. ডাক্তারি
গ. সাংবাদিকতা ঘ. জমিদারি
৮। কবি এই কার্তিকের নবান্নের দেশে আসতে চান-
ক. সন্ধ্যার কাক হয়ে
খ. ভোরের কাক হয়ে
গ. সন্ধ্যার পেঁচা হয়ে
ঘ. দুপুরের শালিক হয়ে
৯। 'সারাদিন কেটে যাবে কলমির গন্ধ ভরা জলে ভেসে ভেসে'_ কী হয়ে কবির সারাদিন কেটে যাবে?
ক. কিশোর হয়ে খ. বক হয়ে
গ. শঙ্খচিল হয়ে ঘ. হাঁস হয়ে
১০। '... হয়তো কিশোর এক সাদা ছেঁড়া পালে ডিঙা বায়'_ কোথায় ডিঙা বায়?
ক. জলাঙ্গীর নোনা জলে
খ. ধানসিঁড়ির ঘোলা জলে
গ. রূপসার ঘোলা জলে
ঘ. গাঙুরের ঘোলা জলে
১. 'নদীর স্বপ্ন' কবিতাটির রচয়িতা কে?
ক. জসীমউদ্দীন খ. বুদ্ধদেব বসু
গ. সুকান্ত ভট্টাচার্য ঘ. কামিনী রায়
২. বুদ্ধদেব বসু কোন বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন?
ক. কলকাতা বিশ্ববিদ্যালয়
খ. ঢাকা বিশ্ববিদ্যালয়
গ. বিশ্ব ভারতী বিশ্ববিদ্যালয়
ঘ. রাজশাহী বিশ্ববিদ্যালয়
৩. বুদ্ধদেব বসু কোন বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন?
ক. বাংলা খ. ইংরেজি
গ. সংস্কৃতি ঘ. হিন্দি
৪. বুদ্ধদেব বসু কোথায় জন্মগ্রহণ করেন?
ক. ঢাকা খ. কলকাতা
গ. মুন্সীগঞ্জ ঘ. কুমিল্লা
৫. বুদ্ধদেব বসুর পৈতৃক নিবাস কোথায়?
ক. মুন্সীগঞ্জে খ. দেলদুয়ারে
গ. কলকাতায় ঘ. গোপালগঞ্জে
৬. অজিত দত্ত ও বুদ্ধদেব বসুর যৌথ সম্পাদনায় কোন সচিত্র মাসিক পত্রিকাটি প্রকাশিত হয়?
ক. বিজলি খ. শিখা
গ. সন্দেশ ঘ. প্রগতি
৭. মাঝি গান ধরলে কে ঝুপ ঝুপ করে তাল দেবে?
ক. বাতাসের শব্দ খ. জলের শব্দ
গ. পায়ের শব্দ ঘ. বৈঠার শব্দ
৮. ছোকানুর ভাইয়ের নাম কী?
ক. রোকনু খ. কালাই
গ. কানাই ঘ. বুধাই
৯। ছোকানুর কাছে কত পয়সা ছিল?
ক. একটি সিকি খ. দুটি সিকি
গ. একটি আনি ঘ. দুটি আনি
১০। মাঝির কাছে যেসব রঙের পাল ছিল_
র. বেগুনি, বাদামি
রর. সাদা, কাল
ররর. হলদে, লাল
নিচের কোনটি সঠিক?
ক. র খ. রর গ. ররর ঘ. র এবং ররর
১১। 'এই ফাঁকে মোরে_ আর ছোকানুরে নৌকোয় নাও তুলে।' যখন_
র. মা রান্না করছেন
রর. মা ঘুমিয়ে আছেন
ররর. দিদি ইশকুলে গেছে
নিচের কোনটি সঠিক?
ক. র খ. রর গ. রর এবং ররর ঘ. র এবং ররর
১২। 'সবগুলো নদী দেখাবে কিন্তু!' _কানাই মাঝিকে আগে কোন নদীতে যাওয়ার জন্য অনুরোধ করল?
ক. পদ্মা খ. মেঘনা
গ. যমুনা ঘ. মধুমতি
১৩। প্রথম দিন নৌকায় কোন রঙের পাল খাটানোর কথা বলা হয়েছিল?
ক. লাল খ. কালো
গ. হলুদ ঘ. বাদামি
১৪। কোথায় চলেছ? এদিকে এসো না! দুটো কথা শোনো দিকি_ চরণটিতে কী প্রকাশ পেয়েছে?
ক. আদেশ খ. নির্দেশ
গ. অনুরোধ ঘ. অনুনয়
১৫। 'ছোকানুরে, তুই আকাশের রানি, আমি পদ্মার রাজা।' _ এ চরণের অর্থের সঙ্গে নিচের কোন চরণের অর্থগত মিল পাওয়া যায়?
ক. কিশোর মোরা ঊষার আলো, আমরা হাওয়া দুরন্ত
খ. মনটি চির বাঁধন হারা, পাখির মতো উড়ন্ত
গ. এসো আজ মুঠি মুঠি মাখি সে আলো!
ঘ. নদীর কূল নাই, কিনার নাই রে
১৬। খাওয়া শেষে হালকা নরম হাওয়ায় মাঝিকে কোন রঙের পাল তুলে দিতে বলা হয়েছে?
ক. হলুদ রঙের খ. সবুজ রঙের
গ. লাল রঙের ঘ. বেগুনি রঙের
১৭। 'নদীর স্বপ্ন' কবিতায় যে মাছের নাম উল্লেখ করা হয়েছে_
র. ইলিশ রর. বোয়াল ররর. চিতল
নিচের কোনটি সঠিক?
ক. র খ. রর গ. ররর ঘ. রর এবং ররর
১৮। কোনটিকে 'আকাশের মুখে তিল' বলা হয়েছে?
ক. জেলের নৌকা খ. আকাশের তারা
গ. ছোট পাখি ঘ. সন্ধ্যার রোদ
১৯। মাঝির গান গাওয়া হলে তাকে কী করতে অনুরোধ করা হয়েছে?
ক. পাল নামাতে খ. গল্প বলতে
গ. বাড়ি ফিরতে ঘ. উনুন ধরাতে
২০। 'ছোকানুরে, তুই আকাশে রানী, আমি পদ্মার রাজা'_ এ পঙ্ক্তিটিতে কোন আবেগ ফুটে উঠেছে?
ক. সহমর্মিতা খ. না পাওয়ার বেদনা
গ. হতাশা ঘ. উচ্ছ্বাস
উত্তর : ১. খ ২. খ ৩. খ ৪. ঘ ৫. ক ৬. ঘ ৭. খ ৮. গ ৯. ঘ ১০. ঘ ১১. গ ১২. ক ১৩. গ ১৪. ঘ ১৫. খ ১৬. গ ১৭. ক ১৮. গ ১৯. খ ২০. ঘ।
হ আবার আসিব ফিরে
১. 'আবার আসিব ফিরে' কবিতাটি কবির কোন কাব্যগ্রন্থ থেকে সংকলিত হয়েছে?
ক) রূপসী বাংলা খ) ঝরা পালক
গ) বনলতা সেন ঘ) ধূসর পাণ্ডুলিপি
২. 'হয়তো দেখিবে চেয়ে সুদর্শন উড়িতেছে সন্ধ্যার বাতাসে'_ এখানে 'সুদর্শন' শব্দের অর্থ কী?
ক) এক ধরনের মাছি
খ. এক ধরনের গুবরে পোকা
গ. এক ধরনের ফড়িং
ঘ. এক ধরনের প্রজাপতি
৩। 'ধানসিঁড়ি' কিসের নাম?
ক. একটি নদীর খ. একটি ফুলের
গ. একটি শহরের ঘ. একটি ধানের
৪। কবি জীবনানন্দ দাশ কোথায় জন্মগ্রহণ করেন?
ক. কলকাতা শহরে খ. ঢাকা শহরে
গ. বরিশাল শহরে ঘ. কুমিল্লা শহরে
৫। জীবনানন্দ দাশ কোন বিশ্ববিদ্যালয় থেকে এমএ পাস করেন?
ক. ঢাকা বিশ্ববিদ্যালয়
খ. কলকাতা বিশ্ববিদ্যালয়
গ. চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
ঘ. মাদ্রাজ বিশ্ববিদ্যালয়
৬। কোন বিষয়ে অধ্যাপক হিসেবে জীবনানন্দ দাশ তার কর্মজীবন শুরু করেন?
ক. বাংলা খ. ইংরেজি
গ. সংস্কৃত ঘ. প্রাকৃত
৭। এক সময় জীবনানন্দ দাশ কোন পেশা অবলম্বন করেছিলেন?
ক. ওকালতি খ. ডাক্তারি
গ. সাংবাদিকতা ঘ. জমিদারি
৮। কবি এই কার্তিকের নবান্নের দেশে আসতে চান-
ক. সন্ধ্যার কাক হয়ে
খ. ভোরের কাক হয়ে
গ. সন্ধ্যার পেঁচা হয়ে
ঘ. দুপুরের শালিক হয়ে
৯। 'সারাদিন কেটে যাবে কলমির গন্ধ ভরা জলে ভেসে ভেসে'_ কী হয়ে কবির সারাদিন কেটে যাবে?
ক. কিশোর হয়ে খ. বক হয়ে
গ. শঙ্খচিল হয়ে ঘ. হাঁস হয়ে
১০। '... হয়তো কিশোর এক সাদা ছেঁড়া পালে ডিঙা বায়'_ কোথায় ডিঙা বায়?
ক. জলাঙ্গীর নোনা জলে
খ. ধানসিঁড়ির ঘোলা জলে
গ. রূপসার ঘোলা জলে
ঘ. গাঙুরের ঘোলা জলে
No comments:
Post a Comment