বাংলা প্রথম ও দ্বিতীয় পত্রের কিছু গুরুত্বপূর্ণ বিষয়
বানানের প্রতি লক্ষ্য রাখতে হবে। বিশেষ করে গল্প, কবিতার নাম এবং লেখকের নাম শুদ্ধ করে লিখতে হবে। কোনো ধরনের রচনা যেমন-গল্প, উপন্যাস, না প্রবন্ধ তা সঠিকভাবে উল্লেখ করতে হবে। প্রশ্নোত্তর অবশ্যই প্রাসঙ্গিক হতে হবে। অর্থাৎ যা চাওয়া হয়েছে তা-ই আলোচনা করতে হবে, অপ্রাসঙ্গিক বিষয় বেশি লিখে উত্তর বড় করার কোনো প্রয়োজন নেই।
প্রশ্নোত্তরে ‘ভূমিকা’, ‘উপসংহার’ ইত্যাদি বাহুল্য শিরোনামের প্রয়োজন নেই। পয়েন্ট উল্লেখ না করে বিষয়বস্তু আলাদা প্যারা করে লেখা ভালো।
কবিতার প্রশ্নোত্তরের ক্ষেত্রে কবিতার ভাববস্তু বা তাৎপর্য বিশ্লেষণ করতে গিয়ে কোনোভাবেই কবিতার ভাবের বহির্ভূত কোনো বিষয় উপস্থাপন করা যাবে না।
ব্যাখ্যা লেখার ক্ষেত্রে যথার্থ প্রসঙ্গ উল্লেখ করা অপরিহার্য। তবে উৎস, প্রসঙ্গ, বিশ্লেষণ ইত্যাদি শিরোনাম না উল্লেখ করাই শ্রেয়। সংক্ষিপ্ত প্রশ্নে যা চাওয়া হয়েছে, তার যথার্থ উত্তর থাকা চাই।
প্রশ্নোত্তরে সাধু-চলিত মিশ্রণ পরিহার করতে হবে। তবে উদ্ধৃতির ক্ষেত্রে সাধু ভাষায় লিখিত বাক্য সাধুতেই লিখতে হবে। এ ক্ষেত্রে উদ্ধৃত লাইনের শুরুতে এবং শেষে উদ্ধৃতি চিহ্ন [‘...’] ব্যবহার করতে হবে।
সারাংশ লেখার সময় মূল ভাব যত সংক্ষেপে লেখা যায়, ততই ভালো। দু’তিনটি বাক্যে মূল ভাব ব্যক্ত করতে হবে। উত্তরপত্রে সুন্দর হাতের লেখার প্রতি মূল্যায়নকারীর মনস্তাত্ত্বিক প্রভাব পড়ে বলেই হাতের লেখার প্রতি যত্নবান হতে হবে। প্রথম পত্রে বেশি লিখতে হয়, এ জন্য লেখার গতি বাড়াতে হবে। প্রতিটি প্রশ্নোত্তরের জন্য সময় নির্ধারণ করে নিলে সুবিধা হয়। বড় প্রশ্নের জন্য ১০ মিনিট এবং ছোট প্রশ্নের জন্য ৫ মিনিট সময় নির্ধারণ করা যেতে পারে।
বাংলা দ্বিতীয় পত্র
ব্যাকরণে পূর্ণ নম্বর পাওয়া সম্ভব। কাজেই প্রশ্ন নির্বাচনে সতর্ক থাকতে হবে। যেগুলোর উত্তর নির্ভুলভাবে দিতে পারবে, সেগুলোই নির্বাচন করবে।
ব্যক্তিগত পত্রের ক্ষেত্রে পত্রের শুরুতে সম্বোধন এবং শেষে প্রাপকের ঠিকানা অবশ্যই থাকতে হবে।
আবেদনপত্র নির্দিষ্ট নিয়ম মেনে লিখতে হবে। ভাষণে সম্বোধন অংশ সঠিকভাবে লিখতে হবে। একই বক্তব্য যেন পুনরাবৃত্তি না হয়, সেদিকে লক্ষ্য রাখতে হবে। প্রতিবেদনের ক্ষেত্রে প্রতিবেদনের শিরোনাম, প্রতিবেদকের নাম, স্থান ও তারিখ উল্লেখ করতে হবে।
সমসাময়িক ও বিষয়ভিত্তিক প্রবন্ধ রচনার ক্ষেত্রে তথ্য, তত্ত্ব ও উপাদান নির্ভুল এবং সাম্প্রতিক হতে হবে।
No comments:
Post a Comment