Saturday, November 3, 2012

পরিবেশ পরিচিতি বিজ্ঞান suggestion for PEC Exam

রিবেশ পরিচিতি বিজ্ঞান
বর্ণনামূলক প্রশ্ন:(প্রতিটি প্রশ্নের মান- ৮)।

সমাপনী পরীক্ষায় ৬টি প্রশ্ন থাকবে তোমাদের ৪টি প্রশ্নের উত্তর দিতে হবে।
১.উদ্ভিদের আকার ও কান্ডের ভিত্তিতে উদ্ভিদকে কয়ভাগে ভাগ করা যায়? প্রত্যেক প্রকারের  জন্য দুটি করে উদাহরণ দাও।
২.বিরুত্, গুল্ম ও বৃক্ষের মধ্যে পার্থকী কী? প্রত্যেক প্রকারের জন্য দুইটি করে উদাহরণ দাও।
৩.উভচর প্রাণী বলতে কী বুঝ? ব্যাঙকে কেন উভচর প্রাণী বলা হয়?
৪. অভিযোজন কাকে বলে? কোন প্রাণীর মেরুঅঞ্চলে অভিযোজনের কারণ বর্ণনা কর।
৫. ভিটামিন কী? কোন ভিটামিনের অভাবে কী রোগ হয় তার একটি তালিকা তৈরি কর।
৬. আমাদের দেহের জন্য প্রাণী কেন এত প্রয়োজনীয়  তা আলোচনা কর।
৭. খাদ্য কাকে বলে? বিভিন্ন প্রকার খাদ্য উপাদানের উত্স ও  কাজ লেখ।
৮. বিভিন্ন প্রকার খনিজ লবণের নাম, উত্স এবং প্রয়োজনীয়তার একটি চার্ট তৈরি কর ।
৯. তুমি বাড়িতে স্যালাইন কীভাবে তৈরি করবে লেখ।
১০. জন্ডিস রোগের লক্ষণ ও রোগীর যত্ন কী ভাবে নিতে হয় আলোচনা কর।
১১. ডায়রিয়া কী? ডায়রিয়া রোগের লক্ষণ গুলো কী কী?
১২. তড়িতাহত বলতে কী বুঝ? তরিতাহত ব্যক্তিকে বিদ্যুতায়িত বস্তু থেকে আলাদা করার উপায়গুলো কী কী?
১৩. তাপ প্রয়োগে পদার্থের অবস্থার পরিবর্তন হয় উদাহরণের সাহায্যে ব্যাখ্যা কর।
১৪. বস্তুর ওজন বলতে কী বুঝ? বস্তুর ওজনের কেন পরিবর্তন হয় ব্যাখ্যা করা।
১৫. ব্যাতিক্রমধর্মী ১টি ধাতু ও ১টি অধাতুর নাম লেখ। পদার্থ বিভিন্নরুপে অবস্থান করে কেন ব্যাখ্যা কর।
১৬. অনু ও পরমানু কাকে বলে? অনু ও পরমানুর পার্থক্য লিখ।
১৭. আলো যে  সরল রেখায় চলে তা পরীক্ষার মাধ্যমে বর্ণনা কর।
১৮. পরীক্ষার মাধ্যমে  দেখাও যে শব্দ চলাচলের জন্য মাধ্যমের প্রয়োজন।
১৯. লোডশেডিং কী? বিদ্যুত্ শক্তির অপচয় কীভাবে রোধ করা যায়।
২০.একটি চুম্বকের উত্তর মেরু ও দক্ষিণ মেরু শনাক্তকরণের একটি সহজ পরীক্ষা বর্ণনা কর।
২১. বাতাস যে জায়গা দখল করে তা কীভাবে প্রমাণ করবে? একটি পরীক্ষার মাধ্যমে বর্ণনা কর।
২২.সূর্যতাপ কীভাবে বায়ুর চাপের তারতম্য ঘটায়।
২৩.আবহাওয়া ও জলবায়ুর উপর সূর্যতাপের প্রভাব বর্ণনা কর।
২৪. কোন স্থানে ৩ সেন্টিমিটার বৃষ্টিপাত হয়েছে বলতে কী বুঝায়? চিত্রসহ বৃষ্টিমাপক যন্ত্রের বর্ণনা দাও।
২৫. সৌরজগত কাকে বলে? সৌরজগতের একটি চিত্র অঙ্কন করে বিভিন্ন গ্রহ চিহ্নিত কর।
২৬. আহ্নিক গতি কাকে বলে? আহ্নিক গতির ফলে কীভাবে দিন রাত হয় আলোচনা কর।
২৭. বার্ষিক গতি কাকে বলে? এর ফলে ঋতুপরিবর্তের বর্ণনা দাও।
২৮.কৃষি প্রযু্ক্তি কী? কৃষিকাজে প্রযুক্তি কীভাবে সহায়তা করছে।
২৯. যোগাযোগের ক্ষেত্রে প্রযুক্তির অবদান উল্লেখ কর।
৩০.স্বয়ংক্রিয় দরজা কী? এ দরজা কীভাবে আপনা আপনি খোলে?
৩১. বর্তমান পৃথিবীতে তথ্য যোগাযোগ এতো প্রয়োজনীয় কেন?
৩২.  ফাইবার অপটিক ক্যাবলে কীভাবে তথ্য পাঠানো হয়?
৩৩. ইন্টারনেট ব্যবহার করে কী কী করা যায়?
৩৪. পরিবেশ দূষণ বলতে কী বোঝায়? কীভাবে  পরিবেশ দূষণ মক্ত রাখা যায়।
৩৫. জনসংখ্যা ঘনত্ব বলতে কী বোঝায়? জনসংখ্যা বাড়ার ফলে খাদ্য, আশ্রয় ও চিকিত্সার উপর কী প্রভাব পড়ছে? বর্ণনা কর।
৩৬. পরিবেশ সংরক্ষণে আমাদের কী কী করা উচিত?
জন্মহার ও মৃত্যুহার কীভাবে নির্ণয় কর যায় লেখ?

No comments:

Post a Comment

Composition on Female Education in Bangladesh for Examination

  Female Education in Bangladesh Education is a light to which everybody has the equal right. Education is the backbone of a nation. The ...