Saturday, November 10, 2012

ইসলাম শিক্ষার নতুন কাঠামো অনুযায়ী questions for PEC Exam

ইসলাম শিক্ষার নতুন কাঠামো অনুযায়ী ৩নং প্রশ্নটি থাকবে শুদ্ধ/অশুদ্ধ নির্ণয়ের ওপর। প্রতিটিতে নম্বর ২ করে, প্রশ্ন থাকবে ৫টি।
অধ্যায়-১
১। আকিদা শব্দের বহুবচন আকাইদ।
উত্তর: আকিদা শব্দের বহুবচন আকাইদ।—শুদ্ধ
২। ইসলামের পাঁচটি স্তম্ভের মধ্যে প্রথম ও প্রধান হচ্ছে সালাত।
উত্তর: ইসলামের পাঁচটি স্তম্ভের মধ্যে প্রথম ও প্রধান হচ্ছে সালাত।—অশুদ্ধ
৩। বিশুদ্ধ আকিদা ছাড়া প্রকৃত মুমিন হওয়া যায় না।
উত্তর: বিশুদ্ধ আকিদা ছাড়া প্রকৃত মুমিন হওয়া যায় না।—শুদ্ধ
৪। সৌরজগতের সবকিছু আপনা-আপনি সৃষ্টি হয়েছে।
উত্তর: সৌরজগতের সবকিছু আপনা-আপনি সৃষ্টি হয়েছে।—অশুদ্ধ
৫। কোনো জীব বা কোনো প্রাণী শ্বাস-প্রশ্বাস ছাড়া বাঁচতে পারে না।
উত্তর: কোনো জীব বা কোনো প্রাণী শ্বাস-প্রশ্বাস ছাড়া বাঁচতে পারে না।—শুদ্ধ
৬। আমরা গাছপালার ছেড়ে দেওয়া অক্সিজেন গ্রহণ করে বেঁচে থাকি।
উত্তর: আমরা গাছপালার ছেড়ে দেওয়া অক্সিজেন গ্রহণ করে বেঁচে থাকি।—শুদ্ধ
৭। আর্সেনিকযুক্ত পানি ব্যবহার করলে কোনো ক্ষতি হয় না।
উত্তর: আর্সেনিকযুক্ত পানি ব্যবহার করলে কোনো ক্ষতি হয় না।—অশুদ্ধ
৮। পুকুরের পানিতে ময়লা-আবর্জনা ফেললে কোনো ক্ষতি হয় না।
উত্তর: পুকুরের পানিতে ময়লা-আবর্জনা ফেললে কোনো ক্ষতি হয় না।—অশুদ্ধ
৯। পানি ও তাপ থেকে আমরা শক্তি পাই।
উত্তর: পানি ও তাপ থেকে আমরা শক্তি পাই।—শুদ্ধ
১০। সূর্যের আলো ছাড়া কোনো প্রাণীই বাঁচতে পারে না।
উত্তর: সূর্যের আলো ছাড়া কোনো প্রাণীই বাঁচতে পারে না।—শুদ্ধ
১১। মহান আল্লাহ তাআলা সকল উত্তম গুণের অধিকারী।
উত্তর: মহান আল্লাহ তাআলা সকল উত্তম গুণের অধিকারী।—শুদ্ধ
১২। গুণবাচক নামগুলোকে আল্লাহ তাআলার সিফাতি নাম বলা হয়।
উত্তর: গুণবাচক নামগুলোকে আল্লাহ তাআলার সিফাতি নাম বলা হয়।—শুদ্ধ
১৩। ‘আল্লাহু রাজ্জাক’ অর্থ আল্লাহ তাআলা রিজিকদাতা।
উত্তর: ‘আল্লাহু রাজ্জাক’ অর্থ আল্লাহ তাআলা রিজিকদাতা।—শুদ্ধ

No comments:

Post a Comment