Thursday, November 1, 2012

Model Test(Math) for PEC Examination

গণিত (মডেল প্রশ্ন-৪)
সময়-২ ঘণ্টা :পূর্ণমান-১০০

(১, ২ এবং ১৪ নং প্রশ্নসহ মোট ১০টি প্রশ্নের উত্তর দাও)


১। সঠিক উত্তরটি খাতায় লিখ। ১ু১০

র) ৩০৮৪৫ কে ১০০ দ্বারা ভাগ করলে ভাগফল কত হবে?
ক) ৪৫ খ) ৩০৮ গ) ৩০৯ ঘ) ৩১০
রর) ৫টি খাতার দাম ৩৫ টাকা হলে ১টি খাতার দাম কত?
ক) ৩ টাকা খ) ৭ টাকা গ) ১৫ টাকা ঘ) ১৭৫ টাকা
ররর) গড় নির্ণয়ের সূত্র নিচের কোনটি?
ক) গড় = রাশিগুলোর সংখ্যা্তরাশিগুলোর যোগফল।
খ) গড় = রাশিগুলোর যোগফল ী রাশিগুলোর সংখ্যা।
গ) গড় = রাশিগুলোর যোগফল্তরাশিগুলোর সংখ্যা।
ঘ) গড় = রাশিগুলোর সংখ্যা ী রাশিগুলোর সংখ্যা।
রা) ২৪ ও ৩০-এর সাধারণ গুণনীয়ক নিচের কোনগুলো?
ক) ১,২,৩,৪,৫ খ) ১,২,৫,৬
গ) ১,২,৩,৪,৫,৬ ঘ) ১,২,৩,৬
া) জমা খরচের খাতার কোন দিকে 'জমা' লেখা হয়?
ক) উপরে খ) নিচে
গ) বামে ঘ) ডানে
ার) ব্যাংকে যে টাকা জমা রাখা হয় তা হচ্ছে_
ক) সুদ খ) মুনাফা
গ) আসল ঘ) সুদাসল
ারর) ৫ টাকা ২০ টাকার শতকরা কত?
ক) ২০% খ) ২৫%
গ) ৪০% ঘ) ৩০%
াররর) জনসংখ্যার ঘনত্বের দিক দিয়ে বাংলাদেশের জেলাগুলোর মধ্যে প্রথম কোনটি?
ক) খুলনা খ) রংপুর
গ) ঢাকা ঘ) বগুড়া
রী) সূক্ষ্মকোণী ত্রিভুজের কয়টি সূক্ষ্মকোণ থাকে?
ক) ১টি খ) ২টি গ) ৩টি ঘ) ৪টি
ী) ঊনবিংশ শতাব্দী হলো_
ক) ১১০১-১২০০ সাল পর্যন্ত
খ) ১৩০১-১৪০০ সাল পর্যন্ত
গ) ১৮০১-১৯০০ সাল পর্যন্ত
ঘ) ১৯০১-২০০০ সাল পর্যন্ত
২। সংক্ষেপে উত্তর দাও। ১ু১০=১০
ক) গ.সা.গু.-এর পূর্ণ রূপ কী?
খ) নিঃশেষে বিভাজ্য না হলে ভাজ্য নির্ণয়ের সূত্রটি লেখ।
গ) একাধিক সংখ্যার কোন সাধারণ মৌলিক গুণনীয়ক না থাকলে তাদের গ.সা.গু. কত হবে?
ঘ) গাণিতিক বাক্য কাকে বলে?
ঙ) মিশ্র ও ভগ্নাংশের সূত্রটি লেখ।
চ) ১৯৯৬ সালের ফেব্রুয়ারি মাস কত দিনের ছিল?
ছ) ক্যাশ মেমো কী?
জ) স্থূলকোণী ত্রিভুজের কয়টি কোণ সূক্ষ্মকোণ?
ঝ) ৩ সে.মি. ব্যাসের বৃত্তের ব্যাসার্ধ কত?
ঞ) ১ কিলোগ্রামে কত সের?
৩। মীনার নিকট ৪৫৯৮৭ টাকা আছে। রাজুর নিকট মীনা অপেক্ষা ৮২৫০ টাকা কম আছে। রাণীর নিকট রাজু অপেক্ষা ৯৮৫ টাকা বেশি আছে। তিন জনের মোট টাকা কত? ১০
৪। একটি কাজ ৩০ জন লোক ১৮ দিনে সম্পন্ন করতে পারে। কাজটি ১২ দিনে সম্পন্ন করতে হলে আরও কতজন লোকের প্রয়োজন হবে? ১০
৫। সাতটি সংখ্যার যোগফল ৪০১। প্রথম তিনটি সংখ্যার গড় ৫৬ এবং শেষের তিনটি সংখ্যার গড় ৫৮। চতুর্থ সংখ্যাটি কত? ১০
৬। চারটি ঘণ্টা একত্রে বেজে পরে ৫, ৭, ১২ এবং ১৫ সেকেন্ড অন্তর বাজতে লাগল। নূ্যনতম কতক্ষণ পরে ঘণ্টাগুলো পুনরায় একত্রে বাজবে? ১০
৭। সরল কর : ২১৩ এর ৬১৪ ্ত ৪২৩+ - ২১১২ ১০
৮। নগেন বাবু তার সম্পত্তির ৩৮ অংশ নিজে রেখে অংশ স্ত্রীকে দিলেন। অবশিষ্ট সম্পত্তি চার পুত্রের মধ্যে সমানভাবে ভাগ করে দেয়ায় প্রত্যেক পুত্র ১৫০০০ টাকার সম্পত্তি পেল। মোট সম্পত্তির মূল্য কত? ১০
৯। দুইটি সংখ্যার গুণফল ১৯.৮৪৫। একটি সংখ্যা ০.৯। অপরটি কত? ১০
১০। একটি প্যান্ট ৫৮৮ টাকায় বিক্রয় করতে ২% ক্ষতি হল। প্যান্টটির ক্রয়মূল্য কত? ১০
১১। একটি আয়তাকার বাগানের ক্ষেত্রফল ৩৩৯২ বর্গ সে.মি.। এর দৈর্ঘ্য ৬৪ সে.মি. হলে প্রস্থ কত? ১০
১২। নিচে ২০ জন শিক্ষার্থীর বার্ষিক পরীক্ষায় গণিত বিষয়ে প্রাপ্ত নম্বর দেওয়া আছে। উপাত্তগুলো বিন্যস্ত কর। ১০
৬৯ ৬২ ৪১ ৫২ ৪৫ ৪৪ ৫৫ ৩২ ৫৮ ৩৮
৬৫ ৬৩ ৩৯ ৪৮ ৫৭ ৬৮ ৪৯ ৬০ ৪০ ৪৭

১৩। অঞ্জনা সরকার ১৯৭১ সালের ২০ ফেব্রুয়ারি জন্মগ্রহণ করেন। কত তারিখে তার বয়স ৫৭ বছর পূর্ণ হবে? ১০

১৪। ক) একটি চতুর্ভুজ আঁক। এর বাহু চারটি এবং কর্ণ দুইটির দৈর্ঘ্য মাপ। চতুর্ভুজটির কোণ চারটি মেপে তাদের পরিমাপের যোগফল নির্ণয় কর। ৪
খ) চিত্রসহ সংজ্ঞা লেখ ( যে কোন ২টি) ৬
সমকোণ, রম্বস, বৃত্তচাপ

No comments:

Post a Comment

Composition on Female Education in Bangladesh for Examination

  Female Education in Bangladesh Education is a light to which everybody has the equal right. Education is the backbone of a nation. The ...